কলকাতা

‘জঙ্গলের মধ্যে ওই পুকুরে আছি আমি’, ডাকাত সর্দারের স্বপ্নে এসে পুজোর আদেশ স্বয়ং মায়ের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গহীন অরণ্য। সেখানে ডাকাতদের ঘাঁটি। এক রাতে ডাকাত সর্দারের স্বপ্নে আসেন কালী। বলেন, ‘জঙ্গলের ওই পুকুরটিতে আছি আমি। আমায় জল থেকে তুলে পুজো শুরু কর।’ পড়িমড়ি করে ছুটলেন সর্দার। লোকলস্কর এল। সত্যি সত্যিই মূর্তি উঠল জল থেকে। ডাকাতরা শুরু করল পুজো। পোলবা দাদপুর ব্লকের কড়োলা গ্রামে ডাকাতদের শুরু করা সে পুজো এখনও চলছে। ডাকাতরা রাজ্যপাট হারিয়েছে বহুকাল হল। বহু হাত ঘুরে কালীর সেবাইত এখন নিপাট গৃহস্থ এক মানুষ। এই ঠাকুরের মাহাত্ম্য এখনও মুখে মুখে ফেরে। বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে মহিমা। আজও পুজোর সময় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন। গ্রামবাসীরা এখনও গভীর রাতে নূপুরের আওয়াজ পেলে বুঝতে পারেন, সরস্বতী নদীতীরে পায়চারি করছেন মা। শোনা যায়, এখনও অনেকে স্বপ্নে কালীর ওষুধ পান। সে ওষুধ খেয়ে সন্তানসম্ভবা হয়েছেন বহু মা। এখন বলি বন্ধ। যূপকাষ্ঠে শোভা পায় একটি তুলসি মঞ্চ।
এই পুজো প্রায় ৪০০ বছরের প্রাচীন। ঠাকুরের দক্ষিণা কালী রূপ। তাঁর মার্বেলের সিংহাসন। ডাকাত সর্দার স্বপ্নাদেশ অনুসারে বড় মায়ের মূর্তি বানিয়েছিলেন। ওই মূর্তিও মন্দিরে রয়েছে। প্রতিদিন মায়ের নিত্যসেবা হয়। কালীপুজোর দিন সকাল সাতটা থেকে শুরু পুজো ও অঞ্জলি। অন্নভোগে থাকে খিচুড়ি, নানারকম ভাজা, একাধিক তরকারি, চাটনি, পায়েস ও মিষ্টি।  রাতে লুচি, ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টি। পুজোর দিন বেনারসি শাড়ি সহযোগে রাজবেশে সাজানো হয় মাকে। কথিত, কোনও এক কালীপুজোর আগের রাতে মা কয়েকজন মানতকারীর স্বপ্নে এসে অবলা ছাগ বলি দিতে নিষেধ করেন। পুজোর দিন সকালে একটি শিশুকন্যা মানতকারীদের বাড়ি বাড়ি গিয়ে মা কালী বলি নেবে না বলে জানিয়ে আসে। তারপর থেকে আজ অবধি বলি বন্ধ। মেয়েটিরও কোনও খোঁজ মেলেনি।  কিন্তু গোল বাধে অন্য জায়গায়। এক মানতকারী বলি দেওয়ায় বিষয়ে অনড় থাকেন। সেবাইতদের নিষেধ অগ্রাহ্য করে ডোমকে সঙ্গে এনে বলি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাঁঠা কিছুতেই এক কোপে কাটা পড়ে না। এরপর থেকে এখানে সমস্ত ধরনের বলি বন্ধ করা হয়। পুরোহিত সুমন গঙ্গোপাধ্যায় বলেন, ‘আকুল হয়ে ডাকলে মা সাড়া দেন। গ্রামের রক্ষাকর্তা হলেন কোড়লা। এখানে মায়ের স্বপ্নে দেওয়া ওষুধ খেয়ে বহু মহিলা সন্তানসম্ভবা হয়েছেন।’ সেবাইত নমামী ঘোষাল বলেন, ‘আমার শ্বশুর কানাইলাল ঘোষাল মামাবাড়ি সূত্রে এই পুজো পেয়েছিলেন। তিনি বলি বন্ধের প্রার্থনা করেছিলেন। এরপর মা কালী মানতকারীদের স্বপ্নে এসে নিজে বলি বন্ধের নিদান দেন।’
13Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা