কলকাতা

পাসপোর্ট জালিয়াতি রুখতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো আধার, ভোটার কার্ডের সাহায্যে তৈরি হয়ে যাচ্ছে হাজার হাজার পাসপোর্ট। তদন্তে গোটা বিষয়টি সামনে আসতেই আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিস। সূত্রের খবর, এবার পাসপোর্ট জালিয়াতি রুখতে বিশেষ অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপ চালু হলে যাবতীয় নথি ভেরিফিকেশন হবে অনলাইনেই। তারপর আবেদনকারীর বাড়িতে যাবে পুলিস। সেখানে আবেদনকারীর পাশাপাশি নিজের ছবিও তুলবেন দায়িত্বপ্রাপ্ত ওই পুলিসকর্মী। জানা গিয়েছে, পাসপোর্টের জন্য জমা দেওয়া আধার জাল কি না, তা পরীক্ষা করার জন্য আধার কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ চুক্তিও করা হয়েছে। যার ফলে এই অ্যাপের মাধ্যমেই স্ক্যান করা যাবে আধার। তৎক্ষণাৎ জেনে নেওয়া যাবে যে ওই নথি জাল নাকি আসল। এই অ্যাপ চালু হলে প্রতারকরা আর কোনওভাবেই ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর সুযোগ পাবে না বলে আশাবাদী রাজ্য প্রশাসনের শীর্ষমহল।এদিকে, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে কলকাতা পুলিসের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ আলিপুর আদালত। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। সোমবার লালবাজারে তিনি বলেন, পাসপোর্ট তৈরির কাজে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পুলিসের কোথায় কোথায় গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে সেই সমস্ত ত্রুটি শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন সিপি। পাসপোর্ট সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকেন স্থানীয় থানার এক  নোডাল অফিসার। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে, সে সম্পর্কে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। এনিয়ে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানিয়েছেন সিপি। যাচাইয়ের ক্ষেত্রে থানার ‘প্রসেস’ শাখা যেন কোনও ভুলভ্রান্তি না করে, সেই বার্তাও দিয়েছেন পুলিস কমিশনার।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা