কলকাতা

খোয়া যাওয়া ১০০ কোটির ১৫ শতাংশ উদ্ধার করতে পেরেছে কলকাতা পুলিস!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  এক আধ টাকা নয়, সাইবার দুষ্কৃতীদের হাতে ১০০ কোটি টাকা খুইয়েছে কলকাতা! এর মধ্যে মাত্র ১৫ শতাংশ টাকা উদ্ধার করতে পেরেছেন কলকাতা পুলিসের গোয়েন্দারা! শনিবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইন্সে বছরের শেষ মাসিক ক্রাইম কনফারেন্সে বাহিনীর এই ‘হতাশজনক’ পরিসংখ্যান তুলে ধরেন কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। 
ডিজিটাল অ্যারেস্ট, ক্যুরিয়ার সার্ভিসে মাদক পাচারের ভয় দেখিয়ে প্রতারণা, ওটিপি শেয়ার, কেওয়াইসি আপডেট, শেয়ারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণায় হালফিলে কলকাতার বাসিন্দারা এই বিপুল অঙ্কের টাকা খুইয়েছেন। বাহিনীর একাংশ মনে করছেন, কলকাতার সব থানার ওসিকে এক ছাদের নীচে বসিয়ে কার্যত এই হতাশজনক পরিসংখ্যান তুলে ধরে সিপি একটা বার্তা দিতে চাইলেন, যাতে সাইবার প্রতারণায় আগামী দিনে খোয়া যাওয়া টাকা উদ্ধারের অঙ্কটা আরও বাড়িয়ে আমজনতাকে বাড়তি সুরাহা দিতে উদ্যোগী হয় বাহিনী। 
শুধু সাইবার প্রতারণায় যে কলকাতা থেকে এই বিপুল টাকা খোয়া গিয়েছে তা নয়, সাম্প্রতিক কালে শহরে বাংলাদেশি ইস্যু, পাসপোর্ট জালিয়াতি, বেআইনি নির্মাণ, বেআইনি কল সেন্টার, ক্রমবর্ধমান বাইক চুরি, কসবায় শাসক দলের কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে ‘সুপারি কিলার’-এর হামলার মতো একাধিক অস্বস্তিকর ইস্যু এদিন ক্রাইম কনফারেন্সে তুলে ধরে সিপি যেন বাহিনীকে একটা ঝাঁকুনি দিতে চাইলেন। সিপি এদিন কসবায় কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর হামলার কারণ হিসেবে বেআইনি নির্মাণকে দায়ী করেছেন।
হারানো পাসপোর্টের মিসিং ডায়েরি করার আগে অবশ্যই থানাগুলিকে ভালো করে ঠিকানা যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে হবে যাতে আগামী দিনে কোনও আদালত প্রশ্ন তুলতে না পারে। উল্লেখ্য, এই পাসপোর্ট ইস্যুতে দিন কয়েক আগে আলিপুর আদালতে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তদন্তকারী পুলিস অফিসারকে। 
এদিনের মিটিংয়ে সিপি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে বলেছেন। উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই সংক্রান্ত গাইডলাইন বেঁধে দিয়েছেন। পাশাপাশি মহিলাদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। মদ্যপ অবস্থায় পুলিস কর্মীরা ডিউটি করতে পারবেন না। এ ব্যাপারে কড়া হাতে মোকাবিলা করতে বলা হয়েছে থানার ওসিদের। পাশাপাশি, দক্ষ পুলিস অফিসারদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ যথাযথ পুরস্কৃত করতে বলেছেন সিপি।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা