কলকাতা

গাইঘাটায় অস্বাভাবিক মৃত্যু বধূর, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বধূর অস্বাভাবিক মৃত্যু গাইঘাটা থানার হাসপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতার নাম শ্রাবণী অধিকারী (২৯)। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী নান্টু অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ১১ বছর আগে হাসপুরের বাসিন্দা শ্রাবণীর সঙ্গে বিয়ে হয়েছিল নান্টু অধিকারীর। নান্টুর একটি মুদিখানা দোকান রয়েছে। তাঁদের দু’টি সন্তানও আছে। শ্রাবণীর পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী, শাশুড়ি সহ শ্বশুরবাড়ির অন্যরা শ্রাবণীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে। বিভিন্ন অজুহাতে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য তাঁর উপর চাপ দেওয়া হতো। দুই সন্তানের দিকে তাকিয়ে সব সহ্য করতেন শ্রাবণী।
২৬ ডিসেম্বর মৃতার দাদা সুব্রত ও তাঁর পরিবারের লোকজনকে জানানো হয় যে, শ্রাবণী আত্মঘাতী হয়েছেন। এরপরেই সুব্রত ও তাঁর মা হাজির হন শ্রাবণীর শ্বশুরবাড়িতে। তাঁরা গিয়ে দেখেন, খাটের উপরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শ্রাবণী। নাক, মুখ থেকে রক্ত বের হচ্ছে। তড়িঘড়ি তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 
এরপর ২৭ ডিসেম্বর মৃতার স্বামী নান্টু অধিকারী, শাশুড়ি, ভাসুর দীপঙ্কর অধিকারী সহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকেরা। পুলিস অভিযুক্ত স্বামী নান্টু অধিকারীকে গ্রেপ্তার করেছে। মৃতার দাদা সুব্রত দাস বলেন, বিয়ের পরেও অতিরিক্ত টাকার দাবিতে বোনের উপর অত্যাচার চালাত নান্টু ও তাঁর পরিবার। মারধরও করত। এদিকে, গাইঘাটা থানার পুলিস জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী নান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা