কলকাতা

স্বামীকে ডিভোর্স দিলেও বিয়েতে নারাজ প্রেমিক, আত্মঘাতী তরুণী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্কুলজীবন থেকে শুরু হয়েছিল প্রেম। পরিবারের চাপে অন্যত্র বিয়ে হলেও পুরনো সেই সম্পর্কে এতটুকুও ছেদ পড়েনি। প্রেমিকের কথাতেই স্বামীকে ডিভোর্স দিয়ে তাঁর কাছে ফিরেও এসেছিলেন তরুণী। কিন্তু তখন আর তাঁকে বিয়ে করতে রাজি হননি প্রেমিক। ফলে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন তরুণী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের আন্দুল পোদরা এলাকায়। মৃতার নাম সারিকা বিবি (২৫)। এই ঘটনায় তরুণীর প্রাক্তন স্বামী শেখ ইন্দাদুল রহমান ও প্রেমিক সাদিক শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিস। 
আন্দুলের পোদরার সদাকুটির সত্যেন বোস রোডের বাসিন্দা সারিকার সঙ্গে বহু বছর ধরেই প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় পাঁচপাড়ার বাসিন্দা সাদিকের। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। বছর কয়েক আগে কলকাতার রাজাবাগান থানা এলাকার বাসিন্দা শেখ ইন্দাদুল রহমানের সঙ্গে মেয়ে সারিকার বিয়ে দেন আব্দুল হাকিম মোল্লা। কিন্তু স্কুল জীবনের প্রেমিককে ভুলতে পারেননি সারিকা। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারায় প্রায়দিনই সারিকার সঙ্গে অশান্তি হতো স্বামী ইন্দাদুলের। মৃতা তরুণীর পরিবার জানিয়েছে, অশান্তি থেকে বাঁচতে সারিকাকে ডিভোর্স দিতে বলেছিলেন প্রেমিক সাদিক। ডিভোর্সের পর সরিকাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রেমিকের কথাতেই সম্প্রতি স্বামী ইন্দাদুলের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন সারিকা। এরপর শুক্রবার প্রেমিক সাদিকের পাঁচপাড়ার বাড়িতে গিয়ে উপস্থিত হন সারিকা। কিন্তু তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন সাদিক।
এরপর শুক্রবার রাতে বাড়ি ফিরে বাথরুমে ঢুকে যান সারিকা। দীর্ঘক্ষণ তাঁকে ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলায় নাজিরগঞ্জ ফাঁড়িতে খবর দেয় পরিবার। এরপর পুলিস এসে বাথরুমের দরজা ভেঙে ভিতর থেকে সারিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতার বাবা বলেন, সাদিক মেয়েকে প্রত্যাখ্যান করায় সে তা মেনে নিতে পারেনি। পাশাপাশি বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাত স্বামী ইন্দাদুল। ওদের দু’জনের কারণেই মেয়ের মৃত্যু হয়েছে। এর বিচার চাই। এদিন সকালে তিনি সাঁকরাইল থানায় মেয়ের প্রাক্তন স্বামী ইন্দাদুল রহমান ও প্রেমিক সাদিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা