কলকাতা

কোন্নগর পুরসভা এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ জলের ব্যবসা, অভিযানে পুরপ্রধান

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কেউ মাটির নীচ থেকে সরাসরি পাম্পের মাধ্যমে জল তুলে বিভিন্ন নামী-দামি কোম্পানির বোতলে ভরে বিক্রি করছেন। কেউ আবার সরাসরি পুরসভার সরবরাহ করা জলই বড় ড্রামে ভরে বাজারজাত করছেন। হুগলির কোন্নগর পুরসভা এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ জলের ব্যবসা। খবর পেয়ে শনিবার সকালে অবৈধ জলের ব্যবসায়ীদের হাতেনাতে ধরলেন পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। অবৈধ জল ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিসের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। 
চেয়ারম্যান স্বপন দাস বলেন, শহরে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য একাধিক কাজ করছে পুরসভা। তারপরেও শহরবাসীর একাংশের বাড়িতে জল পৌঁছচ্ছে না। কোনও কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভূগর্ভস্থ জল তুলছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তা বোতলবন্দি করে বাজারজাত করছে তারা। জানা গিয়েছে, অবৈধভাবে জল উত্তোলনকারীরা বোরিং মেশিন বা পাম্প চালিয়ে একদিনে প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার লিটার জল মাটির নীচ থেকে তুলছেন। কোনওরকম পরিশোধন ছাড়াই সেই জল বোতলে ভরে বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারে বিক্রি চলছে।
অবৈধ জল ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, প্রায় বছর চারেক আগে চার লক্ষ টাকা খরচ করে বাড়িতে জলের প্লান্ট বসিয়েছিলাম। মাটির নীচ থেকে জল তুলে লিটার প্রতি মাত্র ১০ টাকায় বিক্রি করছি। খরিদ্দার অনেক বাড়ছে। কোন্নগরে অনেকেই এভাবে জলের ব্যবসা করছে। শনিবার সকালে বেশ কয়েকটি অবৈধ জলের প্লান্টে গিয়ে রীতিমতো চক্ষু চরকগাছ হয় পুরসভার চেয়ারম্যানের। প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা