দেশ

‘আইনসভা হল গণতন্ত্রের মন্দির’, বিধানসভার ৭৫ বছর পূর্তির শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন মনমোহন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাইব্রেরিতে বইয়ের পাতা উল্টে মনমোহন সিংয়ের পাঠানো সেই চিঠি সামনে এল। আর তা নিয়েই স্মৃতিমেদুর বিধানসভা। ২০১২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। ওই বছর ২১ জুলাই মনমোহন সিংয়ের পাঠানো সেই চিঠির প্রসঙ্গই বারবার ঘুরেফিরে আসছে বিধানসভার অলিন্দে। সেই চিঠিতে মনমোহন লিখেছিলেন, ‘আমি অত্যন্ত খুশি যে পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বছর পূর্তি উদযাপন হতে চলেছে ২০১২ সালের ১৩ ও ১৪ আগস্ট।  আইনসভা হল গণতন্ত্রের মন্দির। মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা এবং প্রতিটি নাগরিকের মর্যাদার বহুত্ববাদের প্রতি আমাদের সাংবিধানিক অঙ্গীকার পুনর্নিশ্চিত করার জন্য এটি একটি পবিত্র স্থান।’ সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার সংক্ষিপ্ত ইতিহাসও ওই চিঠিতে তুলে ধরেছিলেন মনমোহন। বিধায়কদের ভূমিকা এবং কর্তব্য সম্পর্কে বার্তা দিয়েছিলেন তিনি।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বিধানসভার অধ্যক্ষ থেকে কর্মীরা। বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার তরফে প্রকাশিত একটি বই তিনি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। বিমানবাবু বলেন, ‘ডঃ মনমোহন সিং কাজে বিশ্বাস করতেন, বক্তৃতায় নয়। তাঁর সঙ্গে সাক্ষাতে পরিষদীয় রাজনীতি সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা তিনি করেছিলেন, চিরকাল তা দেশের মানুষ মনে রাখবে। পশ্চিমবঙ্গের সঙ্গেও তাঁর অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল খুব ভালো। পশ্চিমবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন। মনমোহন সিংয়ের মতো বিদগ্ধ মানুষকে হারিয়ে দেশের বড় ক্ষতি হল।’
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা