কলকাতা

নির্মাণ কাজেই খরচ করতে হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা, উপভোক্তাদের সচেতন করছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ির টাকা দিয়ে ঘরই তৈরি করতে হবে, অন্য খাতে ব্যয় করা যাবে না। কোনও অসাধু চক্রের খপ্পরেও পড়বেন না, কেউ টাকা চাইলে দেবেন না— এই ভাষাতেই উপভোক্তাদের সচেতন করছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক প্রশাসন। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাঁদের ব্লক অফিসে ডেকে সতর্ক করা হচ্ছে। আধিকারিকরা বলছেন, গরিব মানুষ যাতে ওই টাকায় বাড়ি তৈরি করেন, তা তাঁদের বোঝানো হচ্ছে। ভুল বুঝিয়ে কেউ তাঁদের টাকা নিয়ে নিতে পারে বা উপভোক্তারা অন্য কোনও কাজে সেই টাকা খরচ করে ফেলতে পারেন, এই আশঙ্কা থেকেই যায়। সেকারণেই তাঁদের বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি ছাড়া অন্য খাতে ওই টাকা খরচ করলে উপভোক্তাদের কাছ থেকে সাহায্যের টাকা ফেরত নেওয়া হবে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। সাগরে প্রথম এই কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার গোসাবা ও পাথরপ্রতিমা ব্লকেও সুবিধাভোগীদের সচেতন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথরপ্রতিমা ব্লকে ৭৯৭ জন টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে ৫৮ জনকে অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। অন্যদিকে, গোসাবার ১২৫ জন উপভোক্তাকেও ডেকে সতর্ক করা হয়েছে। সাগরেও শতাধিক উপভোক্তাকে ডেকে বিষয়টি বোঝানো হয়েছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা