বিদেশ

রানওয়েতেই  দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান, মৃত ১৭৯

সিওল, ২৯ ডিসেম্বর: বড়দিনে কাজাখস্তানের আকটাউয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। সেই দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই বছরের শেষে ফের একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হল অনেক যাত্রীর। আজ, রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। ওই বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু সদস্য ছিলেন।

জানা গিয়েছে, জেজু এয়ারলাইন্সের 7C2216 বিমানটি থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরে আসছিল। আজ, রবিবার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ  করার পর বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। যার ফলে বিমানবন্দরেই থাকা একটি পাঁচিলে গিয়ে সোজা ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান) বিমানটি রানওয়ের উপরেই ছিল। সামনের দিকে এগিয়ে যেতে যেতে আচমকাই সরে যায়। পরে এয়ারপোর্টের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। যার ফলে মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। এই দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে দমকল বাহিনী। সূত্রের খবর, ওই বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৭৯ জনের দেহ উদ্ধার হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ জনকে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কী কারণে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রক।

তবে এই দুর্ঘটনার কারণ হিসেবে বেশ কিছু তত্ত্ব প্রকাশ্যে এসেছে। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি স্বাভাবিক অবতরণ করতে ব্যর্থ হয়। তাই পাইলট ‘বেলি ল্যান্ডিং’ পদ্ধাতির মাধ্যমে বিমানটিকে অবতরণের চেষ্টা করেছিলেন। তখনই বিমাটি দুর্ঘটনার কবলে পড়ে। কী এই ‘বেলি ল্যান্ডিং’? এটি হল এক প্রকার জরুরি অবতরণ, যেখানে বিমান তার ল্যান্ডিং গিয়ার প্রসারিত না করেই মাটি স্পর্শ করে। অর্থাৎ বিমানটি সরাসরি তার নীচের অংশের মাধ্যমে অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে যখন কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়, সেই পরিস্থিতিতে পাইলট ‘বেলি ল্যান্ডিং’ পদ্ধতি অবলম্বন করেন। এছড়াও তদন্তকারীদের একটি সূত্র জানাচ্ছে, অবতরণের আগে বিমানটি নির্ধারিত গতির অনেকটাই ঊর্ধ্বে ছিল। এর জেরেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান) দেখা গিয়েছে, অবতরণের সময়ে বিমানটির সঙ্গে একটি পাখির সংঘর্য হয়। এরপরই বিমানটির ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং দুর্ঘটনাটি ঘটে। মুয়ানের দমকল প্রধান লি জিয়ং হুয়ান বলেন, “খারাপ আবহাওয়ার পাশাপাশি বিমানটির সঙ্গে একটি পাখির সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা। তবে যৌথ তদন্তের পরই দুর্ঘটনার সঠিক কারণ বলা সম্ভব হবে।”

আজ, রবিবার দক্ষিণ কোরিয়ার পাশাপাশি কানাডার হালিফাক্স বিমানবন্দরেও একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের সময়ে বিমানটিতে আচমকা আগুন লেগে যায়। তবে এই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা