বিদেশ

এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালাল আফগানিস্তান

কাবুল: মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকায় বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। মৃত্যু হয়েছিল মহিলা ও শিশু সহ ৪৬ জনের। তারপরই শাহবাজ শরিফের দেশকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল আফগানিস্তানের শাসক তালিবান। সেই মতো এবার পাকিস্তানের সীমান্ত লাগোয়া একাধিক অঞ্চলে হামলা চালাল তারা। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর অবশ্য মেলেনি। শনিবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রক। যদিও কোথাও সরাসরি পাকিস্তানের নাম করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত লাগোয়া এই এলাকাগুলি সশস্ত্র জঙ্গি ও তাদের সঙ্গীদের আস্তানা। তারাই আফগানিস্তানে হামলা চালিয়েছিল। প্রতিশোধ নিতেই দক্ষিণ-পূর্ব দিকে পাল্টা আক্রমণ চালানো হয়েছে।’ স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় ১৯ পাকি সেনার মৃত্যু হয়েছে। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তিনজন আফগান নাগরিক। পাক বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রসঙ্গত, উনিশ শতকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘ডুরান্ড লাইন’ টেনে দিয়েছিল ব্রিটিশরা। এই সীমান্তকে অবশ্য মান্যতা দিতে নারাজ তালিবান। সীমান্ত লাগোয়া অঞ্চল নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের লড়াই দীর্ঘদিনের। এবিষয় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াতুল্লা খোয়ারাজমি বলেন, ‘ওই অঞ্চলটিকে পাকিস্তানের অংশ হিসেবে মানি না। তবে তথাকথিত সীমান্তের ওপারেই এই হামলা চালানো হয়েছে।’ 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা