কলকাতা

রায়গুণাকর ভারতচন্দ্রের বাড়ির পুজোয় ছাগ বলি, কৃষ্ণপক্ষে বোধনের প্রথা

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: হাওড়া জেলার উদয়নারায়ণপুরের পেঁড়ো গ্রামে জন্মগ্রহন করেছিলেন অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা রায়গুণাকর ভারতচন্দ্র। বাংলা সাহিত্য জগতের উজ্জ্বলতম জোতিষ্ক ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। বঙ্গ সাহিত্যের অন্যতম এই শ্রেষ্ট কবির পরিবারের দুর্গা পুজো কয়েকশো বছরের প্রাচীন। তবে কত পুরনো তা নিয়ে কোনও সঠিক তথ্য মেলে না। পরিবার সূত্রে জানা যায়, কবি বাল্যকালে এই পুজোয় পুষ্পাঞ্জলি দিতেন। বর্তমানে পুজো পরিচালনা করেন শ্রী শ্রী জয়দুর্গা জিউ গং ট্রাস্ট। ট্রাস্টের সম্পাদক অসিত চট্টোপাধ্যায় জানান, একচালা মূর্তি গড়া হয়। জন্মাষ্ঠমীর দিন বাড়ির কোনও একটি জায়গা থেকে প্রতিমা গড়ার মাটি তোলা হয়। পারিবারিক এই দুর্গার দু’পাশে উপরের দিকে থাকেন কার্তিক ও গণেশ এবং নীচে থাকেন লক্ষ্মী ও সরস্বতী। সাধারণত দুর্গার পাশে তাঁদের অবস্থান। কিন্তু এখানে তাঁরা থাকেন বিপরীত নিয়মে। 
অসিতবাবু জানান, বর্ধমান রাজবাড়িতে এই নিয়মেই একচালা প্রতিমা গড়া হয়। প্রথা মেনে কৃষ্ণপক্ষে দেবীর বোধনের মাধ্যমে পুজো শুরু। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো চলে। এই পুজোর অন্যতম বৈশিষ্ট, সপ্তমী ও অষ্টমী নবমীর সন্ধিক্ষণে দু’টি করে ছাগবলি এবং নবমীর দিন তিনটি ছাগ বলি। পুজোর দিনগুলিতে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের লোকজনও খাওয়াদাওয়া করে। দশমীতে মান্দারিয়া খালে প্রতিমা নিরঞ্জন। বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে মান্দারিয়া খালে ঘাট করে দেওয়ায় নিরঞ্জনে সুবিধা হয়েছে। তবে দুর্গাপুজোর দিনগুলিতে শুধু নয়, ভারতচন্দ্রের বাড়িতে সারাবছরই অষ্টধাতুর  দুর্গা পূজিতা হন।
12Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা