মেষ: পারিবারিক শুভানুষ্ঠানের প্রস্তুতিগত ব্যস্ততা বাড়বে।
বৃষ: একাধিক সূত্রে অনুকূল অর্থলাভ যোগ বিদ্যমান।
মিথুন: কঠিন কর্মে সাফল্য ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।
কর্কট: রাগ সংযত করুন ও ব্যবহার ভালো করুন, ভালো হবে।
সিংহ: বিশেষ কোনও ক্ষেত্র থেকে প্রত্যাশিত অর্থাগম যোগ।
কন্যা: কর্মে সংস্থাগত পরিবর্তন হতে পারে।
তুলা:কোনও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে মানসিক প্রফুল্লতা।
বৃশ্চিক: সম্পত্তি ক্রয় যোগ প্রবল।
ধনু: জমি-গৃহাদির আইনি জটিলতার অবসান।
মকর: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থাগম হতে পারে।
কুম্ভ: পেশাদারি কর্মের প্রসার ও সাফল্য।
মীন: অর্থপ্রাপ্তি যোগ আছে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে প্রথম এয়ারস্ট্রাইক করা হয়। সেই এয়ারস্ট্রাইকের ঘটনাই এবার বড়পর্দায় তুলে ধরা হয়েছে। সিনেমার নাম ‘স্কাই ফোর্স’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার ও নবাগত বীর পাহারিয়া। এই সিনেমাতে তুলে ধরা হবে সেই সমস্ত ভারতীয় বীর সেনা-জওয়ানদের কথা যাঁরা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ারস্ট্রাইক করেছিলেন। আজ, রবিবার মুক্তি পেয়েছে সেই সিনেমার ট্রেলার। ফের একবার দেশভক্তি মূলক সিনেমাতে অভিনয় করছেন অক্ষয় কুমার। ‘স্কাই ফোর্স’ সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি। অক্ষয়, বীর ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে সারা আলি খান ও নিমরত কউরকে। আগামী ২৪ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ‘স্কাই ফোর্স’ সিনেমাটি।
গত শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের মাথায় আচমকাই উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁর নাম শম্ভু কুমার যাদব (৩৭)। বাড়ি ঝাড়খণ্ডের বোকারোতে। হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানো হয়। আশঙ্কাজনক অবস্থায় শম্ভুকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। গত শনিবার রাতে তাঁকে চিকিৎসার জন্য বোকারোতে নিয়ে গিয়েছে তাঁর পরিবার। কী ভাবে তিনি ট্রেনের মাথায় উঠে পড়লেন, তা খতিয়ে দেখছে রেল পুলিস।
2025-01-05 15:03:28জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে’র গায়ক ক্রিস মার্টিনকে একটি নোটিশ দিল আমেদাবাদ জেলা শিশু সুরক্ষা কমিশন। তাতে বলা হয়েছে, কনসার্টের সময়ে শিশুদের কোনওভাবেই মঞ্চে তোলা যাবে না। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি গুজরাতের আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে কনসার্ট রয়েছে কোল্ডপ্লে’র। সেই কনসার্টেই শিশুদের মঞ্চে তুলতে নিষেধ করেছে আমেদাবাদ জেলা শিশু সুরক্ষা কমিশন। শুধুই ক্রিস মার্টিন নন, এই কনসার্টের আয়োজকদেরও নোটিশ ধরানো হয়েছে বলে সূত্রের খবর।
2025-01-05 14:56:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৯৩ টাকা | ৮৬.৬৭ টাকা |
পাউন্ড | ১০৪.৭২ টাকা | ১০৮.৪৪ টাকা |
ইউরো | ৮৬.৮১ টাকা | ৯০.১৭ টাকা |