উচ্চতর বিদ্যায় সফলতা আসবে। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে মানসিক অস্থিরতা থাকবে।
প্রতিকার: গুড়ের তৈরি জিনিস জলাশয়ে দিন।
কর্মরতদের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি হবে। সুনাম ও যশ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য খুব ভালো না হলেও উপার্জনের ধারা অব্যাহত থাকবে।
প্রতিকার: আজ ধারে কোনও ক্রয়-বিক্রয় করবেন না।
কর্ম পরিবেশ পক্ষে থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহৃদয় মনোভাব দেখাবে। ব্যবসা স্থান শুভ। শেয়ার বা ফাটকায় ভেবেচিন্তে অর্থলগ্নি করা উচিত।
প্রতিকার: লাল রঙের রুমাল সঙ্গে রাখুন। উপকার পাবেন।
গৃহ পরিবেশ পক্ষে থাকবে, গৃহে শুভ কাজ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে ঐক্য থাকবে। সন্তানের বিবাহ এবং নতুন অতিথির আগমন ঘটতে পারে।
প্রতিকার: একটি রূপার চেন গলায় ধারণ করুন।
বিদ্যার্থীদের চিত্তচাঞ্চল্য পঠন-পাঠনে ব্যাঘাত ঘটাবে। কর্মপ্রার্থীরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হবে। কর্মলাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: আজকের দিনে মদ্যপান করবেন না।
প্রেম-প্রণয়ে শুভাশুভ মিশ্র। কখনও বা মানসিক তৃপ্তি। কখনও বা মানসিক দ্বন্দ্ব থাকবে। বিবাহের যোগ আছে। কর্মে শুভ পরিবর্তন দেখা দেবে।
প্রতিকার: যে কোনও চতুষ্পদ প্রাণীকে খাদ্যদ্রব্য দান করুন। সুফল পাবেন।
কর্মপরিবেশ কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অগাধ বিশ্বাস ক্ষতিকর হতে পারে। অর্থভাগ্য শুভ। উপার্জন ক্রমশ বাড়বে।
প্রতিকার: কালো কুকুরকে খাদ্যদ্রব্য দান করলে সুফল পাবেন।
কর্মসূত্রে স্থানান্তরে যেতে হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। গৃহের সংস্কার এবং স্থায়ী সম্পদ লাভ, গৃহ নির্মাণ ক্রয় হতে পারে। ভ্রমণের যোগ আছে।
প্রতিকার: গরিবকে যথাযথ দান করুন। গ্রহদোষ হ্রাস পাবে।
শরীর-স্বাস্থ্য ভালোই থাকবে। জ্বরাদি-পীড়া হতে পারে। সন্তানের শিক্ষা ও বিবাহ বিষয়ে শুভ। ব্যবসায় কখনও লাভ আবার কখনও লোকসান হতে পারে।
প্রতিকার: আজকে কালো বা নীল পোশাক পরবেন না। গ্রহবিরূপতা হ্রাস পাবে।
পরীক্ষার ফলাফল নিয়ে খুব একটা চিন্তা নেই। কর্মপ্রার্থীদের বেসরকারি ক্ষেত্রে যুক্ত হবার সম্ভাবনা। পৈতৃক ব্যবসায় যুক্ত হওয়া যেতে পারে।
প্রতিকার: ঘি দান করুন। সমস্ত কার্যে সফলতা পাবেন।
মাঝে মাঝে চিত্তচাঞ্চল্য এবং উদ্বেগ বাড়বে। বন্ধু থেকে উপকৃত হবার সম্ভাবনা আছে। কর্মরতদের কর্মস্থল সমস্যাযুক্ত হয়ে উঠতে পারে।
প্রতিকার: তামার বাসনপত্র ব্যবহার করুন। সুফল পাবেন।
কর্ম নিয়ে একটা পরিবর্তন যোগ আছে। ব্যবসা স্থান শুভ। উপার্জন বৃদ্ধি পাবে। ঋণ শোধ হবার যোগ আছে। স্বাস্থ্য বিষয়ে যত্নের প্রয়োজন।
প্রতিকার: আজকে কোনও কথার খেলাপ করবেন না। গ্রহবিরূপতা হ্রাস পাবে।