এই মুহূর্তে

জয়ন্ত সিংয়ের ২ দিনের জেল হেফাজত

2024-07-27 15:39:11

নতুন অর্থসচিব

দেশের নতুন অর্থসচিব হলেন তুহিনকান্ত পান্ডে। শনিবার তাঁকে এই পদে নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তিনি টি ভি সোমনাথের স্থলাভিক্ত হলেন। এর আগে ১৯৮৭ ব্যাচের এই ওড়িশা ক্যাডার ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব ছিলেন তুহিন।

2024-09-08 08:45:42

ঘুঁটিয়ারি শরিফ থেকে সোনারপুর লোকালের সময়সূচি বদল

ট্র্যাকের জরুরি মেরামতির জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার একটি লোকাল ট্রেনের সময়সূচি বদল হতে চলেছে। আজ, রবিবার থেকে আগামী দু’সপ্তাহ পরিবর্তিত নির্ঘণ্ট মেনে চলাচল করবে ওই ট্রেনটি। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, ঘুঁটিয়ারি শরিফ সেকশনে এই সংস্কারের কাজ হবে। সেই সূত্রে ঘুঁটিয়ারি শরিফ-সোনারপুর (৩৪৩৯১) লোকাল ট্রেনটি আগামী ১৪ দিন রাত সাড়ে ন’টায় যাত্রা শুরু করবে। যদিও বিশেষ এই ট্রেনটি এতদিন রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রী নিয়ে ঘুঁটিয়ারি শরিফ স্টেশন থেকে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দিত। রেল কর্তাদের দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে ওই সেকশনে রেল লাইনের প্রয়োজনীয় মেরামতির কাজ শেষ করা হবে। লক্ষ্য, আসন্ন উৎসবের মরশুমে যাত্রীদের জন্য উন্নত পরিষেবা 
নিশ্চিত করা।   

2024-09-08 08:40:44

ধনীতম গণপতি

মাতুঙ্গার জিএসবি সেবা মণ্ডলের গণপতি সজ্জিত মহার্ঘ সব অলঙ্কারে।  এই বিগ্রহ বাণিজ্য নগরীর ধনীতম গণপতি হিসেবে পরিচিত। মুম্বইয়ের এই গণেশ মূর্তির অলঙ্কারের বহর তাক লাগিয়ে দেওয়ার মতো। যার মধ্যে রয়েছে ৬৬ কেজি সোনা, ৩২৫ কেজি রূপো এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। পাঁচদিনের (৭-১১ সেপ্টেম্বর) গণপতি উৎসবে সংগঠকরা বিমা করেছেন ৪০০ কোটি ৫৮ লক্ষ টাকার। বৃহস্পতিবার বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে, সঙ্গীত ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই গণেশ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এই পুজো এবার ৭০তম বর্ষে পদার্পণ করল। 

2024-09-08 08:30:40

হিঁচড়ে ১০ মিটার

ধাক্কা মেরে পথচারীকে ১০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে গেল বেপরোয়া গাড়ি। তারপর গুরুতর জখম ওই পথচারীকে রাস্তায় ফেলে রেখেই চম্পট দিল চালক। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত বুধবার দিল্লির কনট প্লেসে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম লেখরাজ (৪৫)। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার পরের দিন অভিযুক্ত চালক শিভম দুবে (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি মধ্যপ্রদেশে। গাড়িটি তার এক বন্ধুর।

2024-09-08 08:25:00

বেলুন আটকে মৃত্যু

বেলুন ফোলাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। গলায় বেলুন আটকে মৃত্যু হল  এক কিশোরের। গত বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কাংড়ায়। জানা গিয়েছে, জাওয়ালির বাসিন্দা ১৩ বছরের ওই কিশোরের নাম বিবেক কুমার। সে সিধপুরগড়ের সরকারি স্কুলের ছাত্র। বৃহস্পতিবার স্কুলের গেটে বেলুন ফোলাতে গিয়ে তা গলায় আটকে যায়। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পাঞ্জাবের পাঠানকোটের আমনদীপ হাসপাতালে। বেলুনটি গলা থেকে বের করা গেলেও তাকে বাঁচানো গেল না।

2024-09-08 08:20:00

ইতিহাসে আজকের দিনে

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৮৮৬: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়
১৯২৬: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্ম
১৯৩৩: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জন্ম
১৯৩৯:  হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা  স্বামী অভেদানন্দর  মৃত্যু
১৯৫৬: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম
২০২২: দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি
২০২২: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

2024-09-08 08:17:54
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা