Bartaman Patrika
 

বারবার সা ম থা র 

নবনীতা ভট্টাচার্য: গুহার সামনে গিয়ে থমকে দাঁড়ালাম। ঢালু জমি থেকে অন্ধকারে ঢুকে গিয়েছে গুহার মুখ। মরচে ধরা শুকনো পাতায় ঢাকা শুরুর পথ। হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে বকুনি খেলাম। ভিতরে একটা ঠান্ডা হাওয়ার পড়ত অনুভব করলাম। বহু আগে লামা দর্জি বলে কেউ একজন ঢুকেছিলেন গুহায়। ঘণ্টা দুই পরে বেরিয়ে আসেন। এই গুহার মুখ নাকি তিস্তায় গিয়ে বেড়িয়েছে। সিকিমের রাজারা নাকি এই পথে পালিয়ে যেতেন। যেখানে দাঁড়িয়ে এই সব ঘটনা শুনছি সেই জায়গাটার নাম সামথার। নিউ জলপাইগুড়ি থেকে থেকে আটান্ন কিলোমিটার দূরে।
রেলি নদী পেরিয়ে আসতে হয়। খরস্রোতা রেলি নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে বসার মজাই আলাদা। নদীর উপর আছে ঝুলন্ত গইলাম ব্রিজ। একটু জোরে হাঁটলেই যা দুলতে শুরু করে। তিস্তাকে হাতের ডানপাশে রেখে ঢুকে পড়তে হয় সামথারের রাস্তায়। একটা নয় আরও একটা গুহা আছে ঠিক উল্টো দিকে। তার মুখ অবশ্য ভিজে মাটি দিয়ে বন্ধ। চার পা মতো এগলাম। ভিজে মাটি লেগে আছে গুহার দেওয়ালে। হাতে মাটি নিয়ে সেই গন্ধ অনুভব করলাম। মনে হল, এই মাটির গন্ধটুকুর আশাতেই ছিলাম হয়তো।
সামথার পৌঁছতে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। ট্রেন থেকে নেমে শিলিগুড়িতে এক বন্ধুর বাড়ি তারপর রেলি নদীর ওপর অনেকটা সময় কাটিয়ে ফেলাতেই এই দেরি। রেলি নদীর পাশে ভুজেল সম্প্রদায়ের উত্সব দেখতেও দাঁড়িয়ে
পড়েছিল আমাদের গাড়ি। তাই সামথারে যখন ঢুকলাম, তখন দোকানপাট বন্ধ হয় হয়। এতটা সময় বাইরে থাকায় দরুণ কাঁপুনি দিচ্ছে। হোম স্টে-তে ঢুকতেই ওডিকোলনের গন্ধমাখা উষ্ণ তোয়ালে দিয়ে অভ্যর্থনা জানানো হল। আরামে প্রায় চোখ জুড়িয়ে এল। ঘরের সঙ্গে লাগোয়া বসার জায়গা। বেতের সোফা। দেওয়ালের ছবি আর রঙে শান্তিনিকেতনের অনুভূতি। সে রাতে ঘরে থাকা হল না। কারণ স্থানীয় এক বন্ধুর বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়তে হল।
বন্ধুর বাড়িতে লম্বা প্যাচানো সিঁড়ি দিয়ে উপরে উঠে গোল মতো ঘেরা জায়গাতে আমাদের বসার আয়োজন। ফুরিয়ে আসা চাঁদের আলোয় দেখলাম সামথারের চারিদিকে রয়েছে পর্বতশৃঙ্গ। মেঘ কাটলে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাও। খেলাম ঘরে তৈরি নরম পরোটা আর তুলতুলে চিকেন। তার স্বাদ চাঁদের আলোকে আরও মোহময়ী করে তুলল।
রাতে ফেরার পথে গাড়ি খারাপ হল। ভগ্যিস! তাই গড়িয়ে আসা চাঁদের আলো গায়ে মেখে পাহাড়ি পাকদণ্ডী বেয়ে ফিরে এলাম অস্থায়ী আবাসে। তবে অন্ধকার রাস্তা দিয়ে ফিরতে ফিরতে মনে হচ্ছিল, এত আলো আবিষ্কার না হলেই বুঝি ভালো হতো। চোখ সয়ে গেলে বোঝা যায় অন্ধকারেরও একটা মন কাড়া সৌন্দর্য আছে। চাঁদের আলো থাকলেও জায়গায় জায়গায় গাছ কেমন একটা ছমছমে পরিবেশ তৈরি করেছে। বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুম এসে গেল।
পরদিন স্নান সেরে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। ট্যুরিস্ট বলতে শান্ত গ্রামটাতে আমি একাই। সামথার প্রাথমিক বিদ্যালয়ে সেদিন ছিল বারো ক্লাসের বিদায় সংবর্ধনা। গানে কথায় কিছুক্ষণ সময় কাটালাম স্কুল প্রাঙ্গণে। এরপর পিচ ঢালা রাস্তা পেরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখে ফেললাম কমলালেবুর বাগান। সুন্দর গড়নের কমলালেবু ঝুলে রয়েছে গাছে। বড় এলাচের খেত। অযত্নে ঝুলে থাকা হৃষ্টপুষ্ট স্কোয়াশের গাছ। ঝাড়ুর গাছ। সবচেয়ে মজা লাগল এটা দেখে যে, সবাই রাস্তায় বসে রোদ পোয়াচ্ছে। ওর মধ্যেই টুকটাক যা বিক্রি বাটা হচ্ছে। চার মাথার মোড়টাকে হাতের বাঁ দিকে রেখে একটা বাঁধানো রাস্তা উঠে গিয়েছে উপরে। কথা বলে জানা গেল,  ওই রাস্তা ধরে অনেকটা উপরে উঠে ঝাণ্ডি বলে একটা জায়গায়  স্থানীয় লোকজন রোদ পোহাতে যায়। রোদ উঠলেও কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। সারাদিন মেঘে মুখ ঢাকা।
মেঘলা থাকায় পনবু যাওয়া হল না। সেখান থেকে একদিকে  কাঞ্চনজঙ্ঘা আর একদিকে তিস্তা ডুয়ার্স দেখতে পাওয়া যায়। সামথারের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট পনবু। গাড়িতে যেতে লাগে মিনিট পনেরো। যাঁরা বেশি ঘোরাঘুরি পছন্দ করেন না, তাঁরা এখানে এসে নির্ভেজাল সময় কাটাতে পারেন। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা। নিদেনপক্ষে মেঘ বৃষ্টি ও কুয়াশার মজাও উপভোগ করতে পারেন। জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে পারেন সামথারের আনাচে কানাচে। শহুরে শব্দ থেকে চট করে প্রকৃতির কোলে সামনে কাঞ্চনজঙ্ঘাকে রেখে নিরিবিলিতে সময় কাটাতে পারেন। পাখির ডাক। সবচেয়ে মজার হল এখানে ঘুম ভাঙবে মুরগির ডাক শুনে। খুব একটা উঁচু না হওয়ায় বয়স্ক নাগরিকেরাও সামথারে চলে আসতে পারেন ছুটি কাটাতে।
পাহাড়ে ঘোরাঘুরির সূত্রে অনেক সময় দূর থেকে দেখেছি বিয়ে বাড়ি। কিন্তু কোনওদিন ঢুকতে পারিনি। এই গ্রামের মানুষ এতটাই অতিথিবত্সল যে, এই দফায় নিমন্ত্রণ জুটে গেল। গিয়ে দেখলাম কী সুন্দর অনাড়ম্বর বিয়ে বাড়িতে অতিথিরা আপন আনন্দে মশগুল হয়ে আছেন। খাওয়া, আড্ডা, গান, নাচ। কোথাও কোনও অতির গল্প নেই। সেখান থেকে ফিরতে ফিরতে শুরু হল বৃষ্টি। রাতভোর চলা ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে সকালের মুখ ভার।
এরপর বিদায়ের পালা। ব্যাগ গুছিয়ে এবারের মতো সামথারকে বিদায় জানিয়ে উঠে পড়লাম শেয়ার গাড়িতে। হি হি ঠান্ডায় যখন গাড়ির ভিতর বসে কাঁপছি তখন সহযাত্রী এক ভদ্রলোক আমাকে এক গ্লাস গরম জল এগিয়ে দিলেন। ওই ঠান্ডায় সেই মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল। অদেখা পনবু আর সামথার থেকে দেখতে পাওয়া  কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরলাম। যেতে আড়াই ঘণ্টা লাগলেও শেয়ার গাড়িতে প্রায় দেড় ঘণ্টায় শালুগড়া পৌঁছে গেলাম। ও হ্যাঁ, বলে রাখা ভালো যাঁরা শেয়ার গাড়িতে সামথার আসতে চান তাঁরা শালুগড়া শনি মন্দিরের সামনে থেকে গাড়ি পেয়ে যাবেন। ভাড়া মাথাপিছু ২৪০-২৫০ টাকা। এছাড়া এনজে পি থেকে ভাড়ার  গাড়িতে সামথার যাওয়া যায়। থাকার জায়গা বলতে দু’-একটা হোম স্টে। 
15th  March, 2020
প্রকৃতির মাঝে, পাহাড়ের কোলে 

কোভিড নাইন্টিন বিনোদনপ্রিয় বাঙালির দিনগুলোকেই আলুনি করে দিয়েছে। সিনেমা হল বন্ধ। করোনার জন্য ঘোরার প্ল্যানও বিশ বাঁও জলে। বদলে মাস্ক, স্যানিটাইজার, কন্টেইনমেন্ট জোন, হটস্পট শব্দগুলো সারাক্ষণ কান পচিয়ে দিল। লাগাতার পাঁচমাস ঘরে আর কাহাতক বসে থাকা যায়। নিয়মবিধির মধ্যে থেকে অনেকেই চাইছেন ছোট্ট ট্যুরে যদি কয়েকটা দিন প্রাণভরে শ্বাস নিয়ে আসা যায়। ভ্রমণপিপাসুদের জন্য এমনই কয়েকটি হটস্পটের সন্ধান দিচ্ছেন বাপ্পাদিত্য রায়চৌধুরী।  
বিশদ

06th  September, 2020
লাদাখের অচেনা গ্রামে 

করোনা ভাইরাস অতিমারীর ধাক্কায় আজ বিশ্বজোড়া মানুষ গৃহবন্দি। যাঁদের পায়ের তলায় সরষে, তাঁদের কাছে এই বন্দিদশা আরও কষ্টের। দেশ-বিদেশের প্রিয় পর্যটনকেন্দ্রগুলিও গত কয়েক মাস ধরে খাঁ খাঁ করছে। সারা দুনিয়া আজ সুদিনের অপেক্ষায় বসে রয়েছে।
বিশদ

09th  August, 2020
মেজাজটাই আসল রাজা... 

করোনা আবহে এখন সকলের মনেই আতঙ্ক। মারণ ভাইরাস ঘরবন্দি করে ফেলেছে গোটা বিশ্বকে। প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে সমস্ত শিল্প। ট্রেন বা বিমান পরিষেবা কবে আবার স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই। তবু হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। মাস্ক-স্যানিটাইজার সহযোগে এই ‘নিউ নর্মাল’ দুনিয়ায় একটু প্রকৃতির শ্বাস নেওয়ার জন্য কি কাছে-পিঠে বেরিয়ে পড়া যায় না? বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যশালী রাজবাড়ির আতিথেয়তায় কয়েকটা দিন কাটিয়ে এলে মন্দ কী? কোথায়, কেমন সেসব রাজবাড়ির অন্দরমহল? রাজঅতিথি হতে পকেটে রেস্তই বা কতটা প্রয়োজন? করোনা পরিস্থিতিতে জায়গাগুলো কতটা নিরাপদ? সবদিক খোঁজখবর নিয়ে লিখেছেন বাপ্পাদিত্য রায়চৌধুরী।
বিশদ

09th  August, 2020
সুন্দরী ছিবো 

বিশ্বজিৎ চক্রবর্তী: দার্জিলিং থেকে মাত্র ৬ কিমি দূরে এক অসামান্য পার্বত্য সৌন্দর্যমণ্ডিত স্থান ছিবো। এখানকার পাহাড়ের গায়ে গজিয়ে ওঠা বাড়িঘর দেখলে মনে হবে কাঠের বাক্স সাজানো রয়েছে পাহাড়ের ঢালে।   বিশদ

15th  March, 2020
গ্রামীণ সংস্কৃতির নিদর্শন
রাজস্থানের শিল্পগ্রাম

 অয়ন গঙ্গোপাধ্যায়: রাজস্থানের উদয়পুর শহরের একপ্রান্তে রয়েছে আরাবল্লী পর্বতের সীমারেখা। সেই পাহাড়ের পাদদেশেই ৭০ একর জায়গা জুড়ে ছড়িয়ে পশ্চিম ভারতের গ্রামীণ শিল্প-সংস্কৃতির অপূর্ব নিদর্শন সমৃদ্ধ এথনিক ভিলেজ ‘শিল্পগ্রাম’। বিশদ

01st  March, 2020
  ভ্রমণ মেলার আকর্ষণ ছিল কাশ্মীর

 সম্প্রতি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হয়ে গেল তিন দিনের ভ্রমণ মেলা— ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার সামার। দ্বিতীয় বছরের এই ভ্রমণ মেলায় প্রধান আকর্ষণ ছিল জম্মু-কাশ্মীরের স্টল। ৩৭০ ধারা বিলোপের পরে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে পর্যটন ব্যবসা ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি হয়েছে। বিশদ

01st  March, 2020
মানালিতে ইগলু  

বরফে ঢাকা মানালিতে এবার অন্যতম আকর্ষণ ইগলু হোটেল। এই শীতে যাঁরা মানালি যাবেন, তাঁরা নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন। নিজেদের এস্কিমো ভেবে থাকতে পারেন ইগলুতে। স্কি ড্রাইভাররা নিজেদের থাকার জন্য এই ইগলুগুলি তৈরি করেন বরফ দিয়ে। পর্যটকদের যদি ইগলুতে থাকার সুযোগ করে দেওয়া যায়, সেই ভাবনাতেই এই ইগলু হোটেলের পরিকল্পনা নেওয়া হয়েছে।  
বিশদ

16th  February, 2020
হীরক রাজার দেশে 

পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব-ডিভিশনের অন্তর্গত নান্দুয়াড়া গ্রামের জয়চণ্ডী পাহাড়। আদ্রা জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই অপূর্ব সুন্দর পাহাড়। প্রায় ৪৫০টি সিঁড়ি কষ্ট করে বেয়ে পাহাড়ের উপর উঠতে হয়। উপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির ও বজরঙ্গবলীজির মন্দির। 
বিশদ

16th  February, 2020
গ্যারান্টেড ডিপারচার পরিষেবা আসছে 

শুভজিৎ ঘোষ: বিগত কয়েক বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন শিল্পে ভারত খুবই উন্নতি করেছে। আর এই উন্নত বাজারকে মাথায় রেখেই পর্যটন সংস্থা ‘এসওটিসি’ ভারতে আরও বেশি করে বিনিয়োগ করতে চাইছে। প্রসঙ্গত, এই বছর সংস্থার ৭১তম বর্ষও বটে।  
বিশদ

16th  February, 2020
ভালো থেকো চুইখিম 

অজন্তা সিনহা: সদ্য চাকরি থেকে অবসর নিয়েছি। ভিলেজ ট্যুরিজম নিয়ে কাজ করছেন এমন একজনের কাছে খবর পেলাম চুইখিমের। এবারের ট্রিপে আমার সঙ্গী আরও তিন কর্মব্যস্ত তরুণী। তাঁরা থাকেন কলকাতা, দিল্লি ও মুম্বই। তিন শহরের মহিলা ব্রিগেড নিয়ে ফেব্রুয়ারিতে চললাম চুইখিম।  
বিশদ

16th  February, 2020
ইন্দোনেশিয়ার লুয়াক কফি 

প্রতিমা ঘোষ: ইন্দিনেশিয়া থেকে ফিরেছি ১৫-১৬ দিন হল । মনে পড়ে গেল জোক জাকার্তার নামী-দামি, সুস্বাদু ‘লুয়াক কফি’র কথা। জোক-জার্কাতার বিশ্ববিখ্যাত বৌদ্ধমন্দির ‘বরোবুদুর’ দেখানোর পর গাইড জানালেন, বিকেলে এখানের প্রসিদ্ধ কফি গার্ডেন দেখবেন। সেখানে ‘লুয়াক কফি’ টেস্ট করবেন। কিনেও নিয়ে যাবেন বন্ধুদের জন্য। 
বিশদ

02nd  February, 2020
পিকনিকে বা ছোট্ট ছুটিতে ঘুরে আসার ঠিকানা
বেলুড় রাসবাড়ি 

উত্তরা গঙ্গোপাধ্যায়: জানেন কি কলকাতা থেকে হুগলি নদী পার করে গঙ্গার পাড়ে রয়েছে এমন এক জায়গা যেখানে বেড়ানোর সঙ্গে সঙ্গে পরিচিত হতে পারেন বাংলার মন্দির স্থাপত্যের সঙ্গে, জানতে পারেন ইতিহাসের টুকরো গল্প?  
বিশদ

02nd  February, 2020
টিকটক 

হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড
কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তিতে দেশবাসীকে উপহার আলোক ধ্বনিতে সাজানো হাওড়া ব্রিজ।  
বিশদ

19th  January, 2020
পাকদণ্ডী পথ বেয়ে উটি 

সুপ্রিয় নায়েক: পিছনে ধূসর আকাশ। আর সামনে প্রাগৈতিহাসিক প্রাণীর মতো আধশোয়া অলস নীলগিরি। তারই পিঠ আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে সাপের মতো উঁচুতে গিয়েছে পাকদণ্ডী পথ। সেই সাপের প্রান্ত পড়ে থাকে বুরলিয়রে। তামিলনাড়ুর নীলগিরি জেলার ছোট্ট গ্রাম। সেখান থেকেই শুরু চড়াই।  
বিশদ

19th  January, 2020

Pages: 12345

একনজরে
শনিবার আইএসএল ফাইনালে নজর থাকবে দুই দলের গোলরক্ষকের দিকে। গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন এটিকে মোহন বাগানের অরিন্দম ভট্টাচার্য ও মুম্বই সিটি এফসি’র অমরিন্দর সিং। চলতি ...

শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি মানতে বাধ্য হল মোদি সরকার। করোনার ভ্যাকসিন প্রাপ্তদের শংসাপত্রে আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকছে না। ভোটের আদর্শ  নির্বাচনী আচরণবিধি মেনে কমিশনের নির্দেশ মতোই সরিয়ে দেওয়া হচ্ছে ছবি। ...

বিজেপিকে হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ...

ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। তাঁদের সাক্ষাৎকার নিয়ে তোলপাড় চলছে। যদিও রাজ পরিবারের বিরুদ্ধে ভাই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM