Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ভরতি
মেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে
বর্ণালী ঘোষ

উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার পর অনেকেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়। অনেকগুলি বিষয় আছে যেগুলি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পড়া যায়। আগে ডাক্তারি পড়ার জন্যও জয়েন্ট এন্ট্রাসের ব্যবস্থা ছিল। এখন সেখানে রয়েছে মেডিক্যাল অ্যান্ড অ্যাল্যায়েড সায়েন্সেস। যার মধ্যে নার্সিং, ফিজিওথেরাপি, ফার্মাসির মতো বিষয়গুলিও রয়েছে।

JENPAS পরীক্ষার মাধ্যমে পড়ে নেওয়া যায় –

নার্সিং
স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ নার্সিং। নার্সিং স্টাফরা শুধুমাত্র পেশেন্টদের দেখাশোনার কাজ করেন এমন নয়। ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ডেটা মেন্টেন, অপারেশন থিয়েটারে সাহায্য করা, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টের দেখভাল করা প্রভৃতি কাজ থাকে। এই পরীক্ষার মাধ্যমে বি এসসি নার্সিং পড়া যায়।

ফিজিওথেরাপি
ফিজিওথেরাপির সাহায্য নিয়ে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর না করে ফিজিওথেরাপির মাধ্যমে নানা রোগের উপশম হচ্ছে। হাতে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, লো ব্যাক পেন, আঘাতজনিত ব্যথা সব ধরনেই এগিয়ে রয়েছে ফিজিওথেরাপি। এই বিষয় নিয়ে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ডিগ্রি করে নেওয়া যায়।
ইংরেজি, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং উচ্চ মাধ্যমিকে মাতৃভাষা বা একটি ফিফথ সাবজেক্ট থাকলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসা যায়। এই পরীক্ষায় পাশ করলে ফিজিওথেরাপি নিয়ে ডিগ্রি করে নেওয়া যায়।

ব্যাচেলর অব মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি
বর্তমান স্বাস্থ্যব্যবস্থায় মেডিক্যাল টেকনোলজিস্টদের উপর নির্ভর করতে হয় বেশি। কোভিড কালেও অসংখ্য মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্টদের উপর ছিল গুরুদায়িত্ব। পড়া শেষে সরকারি, বেসরকারি হসপিটাল, ল্যাবরেটরিতে যোগদান করা যায়। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, রিসার্চ ল্যাবরেটরিতে যোগ দেওয়া যায়।

বি এসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি
ইনটেনসিভ কেয়ার ইউনিটে  যে ধরনের ইকুইপমেন্ট থাকে সেগুলো নিয়ে সঠিক ধারণা ও ব্যবহার জানার জন্য এই বিষয় নিয়ে পড়া যায়।  কোর্স শেষে সরকারি-বেসরকারি হসপিটাল, নার্সিংহোম, ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ন, ইনটেন্সিভ কেয়ার ইউনিট টেকনোলজিস্ট, এমার্জেন্সি মেডিসিন ফিজিশিয়ন বা CAT টেকনিশিয়ন হিসাবে যোগ দিতে পারা যায়।

বি এসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি
অপারেশন থিয়েটারের প্রতিটি জিনিসের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট। সার্জেন এবং নার্সিং স্টাফদের অ্যাসিস্ট করার দায়িত্বও তাঁদের।  এদেশের সর্বত্র অপারেশন থিয়েটার টেকনোলজিস্টদের নিয়োগ করা হয় বিভিন্ন ধরনের সার্জারির জন্য। এর মধ্যে রয়েছে প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি, নিউরো সার্জারি এবং ইউরোলজি। ওটি রুম স্যানিটাইজ, ইকুইপমেন্ট স্টেরিলাইজ, ডিসইনফেক্টিং করার দিকটিও তাঁদের দেখতে হয়। বি এসসি করার পর এম এসসি এবং পিএইচ ডি করার সুযোগও রয়েছে। ওটিতে কাজ ছাড়াও শিক্ষক হওয়ারও সুযোগ রয়েছে।

বি এসসি ইন পারফিউশন টেকনোলজি
মানব শরীরের ফুসফুস এবং শ্বাস তন্ত্রের ফিজিওলজি এবং প্যাথলজি নিয়ে পড়াশোনা পারফিউশন টেকনোলজির অন্তর্গত। বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজের সুযোগ রয়েছে।

বি এসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট
রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট এবং পরীক্ষা করার জন্য বলা বা এককথায় ডাক্তারদের অ্যাসিস্ট করার জন্য যে সকল ডায়গনসিস প্রয়োজন সেগুলি সম্পর্কে বিশদ জানা। কার্ডিওথোরাসিক, নিউরোসার্জারি, ডার্মাটোলজি, এবং জেনারেল সার্জারির মতো বিষয়গুলি নিয়ে স্পেশালাইজেশন করার সুযোগ আছে। পেশেন্ট কেয়ার টেকনিশিয়ন, ডায়াটিশিয়ন, ড্রাগ সেফটি অ্যাসোসিয়েট, অর্থো ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হওয়ারও সুযোগ থাকে।

বি এসসি ইন মেডিক্যাল মাইক্রোবায়োলজি
জীবাণুর মাধ্যমে যে সকল সংক্রমণ হয়ে থাকে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে পড়া এবং ট্রিটমেন্ট কেমন হতে পারে, কী ধরনের রোগ হতে পারে তা হাতেকলমে শিখে প্রয়োগ করা যায় এই রিষয়টি নিয়ে পড়লে। পাবলিক এবং প্রাইভেট সেক্টরে যেমন কাজের সুযোগ রয়েছে, তেমনই ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ফুড প্রোডাকশন কোম্পানি, ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি , মেডিক্যাল ল্যাবরেটরি, ভেটেরিনারি ল্যাবরেটরিতে কাজ মেলে।

ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন
সরকারি  বা বেসরকারি হসপিটাল, নার্সিংহোমে রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকেরা কী ধরনের উপকরণ পেলে আরও ভালো পরিষেবা দিতে পারবেন, প্রতিটি  বহির্বিভাগ, অন্যান্য বিভাগের সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সম্পর্ক এগুলি খুব গুরুত্বপূর্ণ দিক। এইসব দিকে নজর দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটর বা ম্যানেজারদের নিয়োগ করা হয়। মেডিক্যাল স্টাফ ছাড়াও নন-মেডিক্যাল স্টাফরাও হসপিটাল, নার্সিংহোমে আসা শতশত রোগীদের সঠিক  পরিষেবা দেবার মতো গুরুদায়িত্ব পালন করেন। আর এখানে সবার আগে এগিয়ে আসেন অ্যাডমিনিস্ট্রেটর এবং ম্যানেজাররা। ডিগ্রিটি এমবিএ-এর সমতুল ধরা হয়। কাজের সুযোগ রয়েছে – হসপিটাল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সুপার হওয়ার।

WBJEE এর মাধ্যমে পড়ে নেওয়া যায় বি ফার্ম।

 ফার্মাসি
ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে দেখে নেওয়া হয় বিভিন্ন ধরনের নতুন নতুন ওষুধ মানুষের শরীরে কী ধরনের প্রভাব ফেলে বা বিক্রিয়া ঘটায়। শুধু এই বিষয়টি নয়। নতুন ওষুধ তৈরি, ওষুধের কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স সবই বিষয়টির অন্তর্ভূক্ত রয়েছে।
এ রাজ্য থেকে ফার্মাসির উপর চার বছরের ব্যাচেলর অব ফার্মাসি, দু’বছরের মাস্টার অব ফার্মাসি (ফার্মাসিউটিক্স), দু’বছরের মাস্টার অব ফার্মাসি (ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স),  দু’বছরের মাস্টার অব ফার্মাসি (ফার্মাকোলজি), দু’বছরের মাস্টার অব ফার্মাসি (ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি) এবং দু’বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি পড়া যায়।
ব্যাচেলর অব ফার্মাসি কোর্সটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি স্বীকৃত এবং এআইসিটিই অনুমোদিত। এর জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে হয় বা এআইইইই উত্তীর্ণ হতে হয়। 
বিষয়টি নিয়ে পড়ে কসমেটিক ইন্ডাস্ট্রি, হসপিটাল, মাল্টি ন্যাশনাল কোম্পানি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজের সুযোগ রয়েছে। এখানে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, প্রোডাক্ট ম্যানেজমেন্টের মতো কাজ করতে হয়। এছাড়া ম্যানুফ্যাকচারিং কেমিস্ট, রিসার্চার, হসপিটাল ফার্মাসিস্ট, ড্রাগ ইনসপেক্টর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হেলথ কেয়ার কনসালট্যান্ট বা রোগীদের জন্য আইনজ্ঞ হওয়া যায়।
WBJEEB বিভিন্ন প্রতিষ্ঠানে এএএম এবং জিএনএম পড়ার জন্য OMR ভিত্তি করে প্রবেশিকা পরীক্ষা  ANM (R) & GNM  আয়োজন করছে। বিভিন্ন কলেজ ইনস্টিটিউটে দু’বছরের অক্সিলারি নার্সিং এবং মেডিওফারি কোর্স করা যাবে। এছাড়াও তিন বছরের জেনারেল নার্সিং এবং মেডিওফারি কোর্স করা যাবে।
06th  July, 2022
স্রেফ পঠনপাঠন নয়, খোঁজ নিন
স্কুলের সার্বিক পরিকাঠামোরও

 

স্রেফ মুখ গুঁজে পড়ে পুঁথিগত জ্ঞান আহরণ আধুনিক শিক্ষাব্যবস্থার শর্ত নয়। খেলাধুলা, গান, নাচ, কারাটে-জুডোর মতো আত্মরক্ষার কৌশল শেখার সুযোগও স্কুলে থাকা আবশ্যক। বিশদ

17th  February, 2023
কোন বোর্ড, বাছাইয়ের দায়িত্ব অভিভাবকেরই

অনেকটা রাম জন্মের আগেই রামায়ণ লেখার মত। বাচ্চা বড় হওয়ার আগে তাদের কোন পেশায় পাঠানো হবে তা ঠিক করে ফেলেন অনেক বাবা-মা। হাতেখড়ির আগে ঠিক হয়ে যায়, কোন বোর্ডে তাদের পড়ানো হবে। বিশদ

17th  February, 2023
এখন গ্রামাঞ্চলেও মধ্যবিত্তের
আয়ত্তে ইংরেজি মাধ্যম স্কুল

মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তির বেশিরভাগটাই তৈরি হয় স্কুলজীবনে। একটি ভালো স্কুল একটি ছাত্র বা ছাত্রীকে প্রকৃত মানুষ এবং সফল পেশাদার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে দেয়। তাই শিশুদের জন্য উপযুক্ত স্কুল বাছাই খুব জরুরি। বিশদ

17th  February, 2023
ইংরেজি মাধ্যমে পড়াতে হলে 
প্রথমে জরুরি স্কুল বাছাই,
তারপর সঠিক প্রস্তুতি

কিন্ডারগার্টেন থেকেই বাচ্চাদের ভর্তি নেওয়া শুরু হয়  ইংরেজি মাধ্যম স্কুলে। কোভিডের কারণে গত দু’বছর ইন্টারনেট ছিল শিক্ষাদানের মূল মাধ্যম।
বিশদ

22nd  November, 2022
সিবিএসই না আইসিএসই
কার অধীনে বাচ্চা থাকবে
সিদ্ধান্ত নিতে হবে অভিভাবককে

নয়ের দশকের শেষে বলিউডের সুপারহিট এক সিনেমার সংলাপ ছিল, ‘হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়।’ একটু বদলে বলা যায়, আমরা একবারই স্কুলে পড়ি, একটি বোর্ডেরই অধীনে থাকি।
বিশদ

22nd  November, 2022
ব্যবসা-বাণিজ্যর ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা

কাজের বাজারের প্রতিযোগিতায় সকল সময় এগিয়ে থাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট কোর্স শেষ করা শিক্ষার্থীরা। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ শিখে নেওয়ার জন্য অনায়াসে কোনও প্রতিষ্ঠানের রাশ সহজে ধরে নিতে পারে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটররা। বিশদ

15th  July, 2022
স্বাস্থ্য বিষয়ক পড়াশোনায় নতুন দিশা

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে দ্রুত পরিবর্তন এসেছে স্বাস্থ্য পরিষেবায়। কোভিড সময়কাল স্বাস্থ্য পরিষেবার ভিতকে নড়িয়ে দিয়ে গেছে। আগে স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না, সেগুলিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  বিশদ

30th  June, 2022
উচ্চমাধ্যমিকের পর
অন্যধারার পড়া
বর্ণালী ঘোষ

অনেকেই ভালোবেসে বিজ্ঞান নিয়ে পড়ে, আবার অনেকে ভালো নম্বর পেয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। এদের জন্য স্নাতকস্তরে রয়েছে বেশ কিছু মনোগ্রাহী বিষয়। যেগুলি নিয়ে পড়লে কাজের সুযোগও অনেক বেশি থাকে। এর মধ্যে রয়েছে— ১) বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং, ২) বিএসসি ইন গেমিং অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ৩) বিএসসি ইন ফরেন্সিক সায়েন্স। বিশদ

23rd  June, 2022
উচ্চমাধ্যমিকের পর
পড়াশোনার বিভিন্ন বিষয়

দ্বাদশ শ্রেণির পর কোন বিষয় নিয়ে পড়ব? উচ্চশিক্ষার জন্য কোন কোন প্রতিষ্ঠান ভালো? উচ্চমাধ্যামিকে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনও শাখায় পাশ করার পর বেশিরভাগ ছাত্রছাত্রীর মনে ঘুরপাক খায় এইসব প্রশ্ন। অভিভাবকরাও ঠিক করে উঠতে পারেন না আগামী দিনে তাদের সন্তানের শিক্ষার অভিমুখ কী হবে? বিশদ

17th  June, 2022
মহামারীতে ঝিমিয়ে পড়া
হোটেল ইন্ডাস্ট্রি এখন চাঙ্গা
বাড়ছে কর্মসংস্থান

কথায় আছে ‘অতিথি নারায়ণ’। তাহলে অতিথি যখন নারায়ণ তখন তো আপ্যায়নের কোনও ত্রুটি থাকা উচিত নয়। কীভাবে আপ্যায়ন করা হবে? কীভাবে আপ্যায়ন করা হলে নারায়ণকে সন্তুষ্ট করা যাবে? আগে হলে বয়োঃজ্যেষ্ঠরা বলতেন পা ধুয়ে শুদ্ধবস্ত্রতে অতিথিকে স্বাগত জানাতে হবে। বিশদ

14th  June, 2022
বদলে গিয়েছে মহামারী
পরবর্তী পঠনপাঠন

করোনার জুজু কাটিয়ে খুলেছে শিক্ষাঙ্গন। পড়ুয়ারা ফিরেছে ক্লাসে। তবে, সবকিছু আর আগের মতো নেই। নেই টিফিন পিরিয়ডের দলবেঁধে আড্ডা, খাবার ভাগাভাগি। কলেজেও ছবিটা আলাদা। একেকটি সেমেস্টার একেকদিন আসছে। ক্যাম্পাস জুড়ে গমগমে ব্যাপারটা নেই। বিশদ

27th  November, 2021
পারফর্মিং আর্টসও
বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো বিষয়
গৌতম ঘোষ

প্রথমে জানতে হবে পারফর্মিং আর্টস বিষয়টা কী? সহজভাবে বললে বোঝায়, এটি সৃজনশীল ক্রিয়াকলাপের এক রূপ। যা দর্শকদের সামনে সঞ্চালিত হয়। যার মধ্যে রয়েছে নাটক, সঙ্গীত ও নৃত্য। ভারত এমন একটা দেশ যেখানে এর চর্চা চলে আসছে প্রায় তিন হাজার বছর ধরে। বিশদ

09th  September, 2021
স্নাতক স্তরের পেশাদার কোর্স

এ রাজ্যে অনেকগুলি অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট কোর্স স্নাতক স্তরে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা পাশ করে পড়ে নেওয়া যায়। তিন বছরের কোর্সগুলি পড়ার জন্য রাজ্যজুড়ে বেশ কিছু কলেজ রয়েছে। 
বিশদ

25th  August, 2021
জয়েন্টের ই-কাউন্সেলিংয়ের
খুঁটিনাটি জেনে সিদ্ধান্ত নিতে হবে

বিদ্যুৎ মজুমদার

শুরু হল রাজ্য জয়েন্টের ই-কাউন্সেলিং। ১৩ আগস্ট থেকে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠিত হবে দু’টি মূল পর্বে এবং একটি মপ-আপ পর্বে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্ব একই রকম। গত বছরের তুলনায় এ বছর ই-কাউন্সেলিং পর্বের মেয়াদ অনেক কম। মপ-আপ রাউন্ডের সম্বন্ধে আসছি পরে। বিশদ

14th  August, 2021
একনজরে
পূর্ব বর্ধমানে বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের শক্তি প্রমুখ গৌতম মাল সহ চারজন নেতা পদত্যাগ করেছেন। ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...

নাবালিকাকে ধর্ষণ করে খুনকাণ্ডে ধৃত ‘জামাই’ মনোজ রায়ের ফাঁসির দাবি উঠেছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলার সময় এই দাবি তোলেন মৃত নাবালিকার প্রতিবেশীরা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM