২০২৪-এর শুরুতে পেয়েছিলেন পদ্মভূষণ। এবার দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন। তিনি লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে।’ আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় পুরস্কার প্রদান মঞ্চে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে। এই ঘোষণার পর মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা। সোমবার পাথুরিয়াঘাটা রাজবাড়িতে শ্যুটিং করেছেন মিঠুন। তার মাঝেই পুরস্কারের খবর পেয়ে সাংবাদিকদের বলেন, ‘কলকাতার কানাগলি থেকে এসেছি, সেই ফুটপাথ থেকে লড়ে আজ এখানে পৌঁছেছি। সেদিনের সেই ছেলেটিকে আজ এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে। ভাবতেও পারছি না। আমি বাকরুদ্ধ।’
‘মৃগয়া’ থেকে তাঁর শুরু জার্নি। পাঁচ দশকের লম্বা সফর। কলকাতার গৌরাঙ্গ থেকে গোটা ভারতের মিঠুন— ভারতীয় ছবির ইতিহাসে এই যাত্রাপথ যেন এক ইতিহাস। সিনেমায় দীর্ঘ কেরিয়ারে অসংখ্য মণিমুক্তো ছড়িয়ে রেখেছেন শিল্পী। কমার্শিয়াল থেকে আর্টফিল্ম, অভিনয় হোক বা নাচ— দর্শককে আচ্ছন্ন করেছেন নিজের ম্যাজিকে। জাতীয় পুরস্কার, পদ্মভূষণের পর ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কারে ভূষিত হওয়া— মিঠুন চক্রবর্তীর সফর সত্যিই সিনেম্যাটিক।