Bartaman Patrika
হ য ব র ল
 

মাতৃভাষার টানেই হোক
নতুন ভাবনার ভোর
ব্রতীন দাস

ভোরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখন বেশ ঝকঝকে আকাশ। মাঘের শেষ অথচ বাতাসে ফাল্গুনের আমেজ। এক গা সাদা ফুলঝুরি নিয়ে স্কুলের এক কোণে দাঁড়িয়ে রয়েছে নিষ্পত্র সজনে গাছটা। রিভু আর সালেমা, অমর একুশের গানের শুরুতে যে হারমোনি করতে হয়, বাকিদের নিয়ে তোমরা সেটা শুরু করো। পল্লবী আর নাসিফা তোমাদের কাজটা মনে আছে তো! আলপনা দেবে তোমরা। মেহবুব ও অর্ক চোখ বন্ধ করে ভাবতে থাকে, কেমনভাবে সাজাবে গোটা অনুষ্ঠানটা। 
কিন্তু ভাষা শহিদদের ছবিগুলো এত ঝাপসা কেন? দেখলে যেন মনে হয়, ভিড়ের মানুষ। কঠিন পদার্থের মতো আকারহীন। চেহারার বিস্মৃতিতে বিলীয়মান আদল। মনে হয় আবার কী, সত্যিই তো তাঁরা ভিড়ের মানুষ। কেউ সরকারি অফিসের পিওন। কেউ হাইকোর্টের কেরানি। কেউ বাদামতলীর প্রেসের মালিক। কেউ আবার রিকশওয়ালা। ভাস্কর রাশা বর্ণনাভিত্তিক কল্পিত ছবি এঁকেছিলেন। তা না হলে হয়তো তাঁদের ছবিই থাকত না। 
শহিদ আবদুস সালাম আমৃত্যু ছিলেন ৮৫ নম্বর দিলকুশার ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজের রেকর্ড কিপার। চাকরিতে যোগ দেওয়ার সময় একটা ছবি তোলা হয়েছিল বটে। কিন্তু পরে তা হারিয়ে যায়। একমনে কথাগুলো বলে যাচ্ছিল অর্ক। রোমাঞ্চিত হচ্ছিল পল্লবীর সারা শরীর। রোমকূপগুলো জানান দিচ্ছিল, কীসের এক উত্তেজনায় থরথর করে কাঁপছে সে। 
পাশ থেকে মেহবুব বলে ওঠে, এই মাঘের আকাশ, নিষ্পত্র সজনে গাছে সাদা ফুলের মঞ্জরি দেখেই কি উচ্চকিত হৃদয়ে নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন তিনি! কথাটা শেষ না হতেই প্রবল আপত্তি ধেয়ে আসে রিভুর দিক থেকে। নতুন আবার কী? ভাষার অধিকার কি নতুন? সে তো আদি। মায়ের কোলে শিশুর দোল খাওয়ার মতো। ইতিহাসটা মনে করিয়ে দেয় সালেমা। 
১৯২৫-এর পাড়াগাঁয়ে তখন জমাটি শীত। সৃষ্টির ছন্দে লক্ষ্মণপুর গ্রামে দৌলতুন্নেসার কোলজুড়ে এসেছিলেন তিনি। আবদুস সালাম। বাবা বর্গাচাষি মহম্মদ ফাজেল মিঁঞা। বাইরের পৃথিবীতে ততদিনে অনেক কিছু ঘটে গিয়েছে। মুসোলিনের কুখ্যাত ভাষণ দেওয়া শেষ। হিটলার ছাপিয়ে গিয়েছেন তাঁর আত্মজীবনীর প্রথম খণ্ড। অক্সফোর্ড স্ট্রিটে লোকজন দেখে ফেলেছেন প্রথম টেলিভিশন। এতসব ডামাডোলের মাঝেও আজকের বাংলাদেশ শান্ত দিঘির জলের মতোই স্থির। পাড়াগাঁয়ে দু-একটা সিঁধেল চোরের উৎপাত ছাড়া তেমন কোনও ঝামেলা নেই। গ্রামে স্কুল নেই। আকাশের বুক চিরে যাওয়া আসা নেই উড়োজাহাজের। আছে মুঘল আমলের মসজিদ। আর হাত ধরাধরি করে আছে ধানখেত, কলাবাগানের ভিতর দিয়ে মায়ের সিঁথির মতো সরু আলপথ। 
সেই পথ ধরেই পাশের গাঁয়ে পাঠশালায় পা রেখেছিলেন আবদুস সালাম। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে হাইস্কুলে। কিন্তু কী যেন হল ছেলেটার! তখন ক্লাস নাইন। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। চলে এলেন কলকাতায়। আসলে জীবন সংগ্রাম তখন টানা শ্বাস ফেলছে ঘাড়ে। তাই তো কাজের সন্ধান। একটা কাজ জুটেও গেল শিল্প দপ্তরে। তখন শুরু হয়ে গিয়েছে বিশ্বযুদ্ধ। ‘অবাক পৃথিবী’ আর ‘ক্ষুব্ধ স্বদেশভূমি’ দেখতে পাচ্ছেন সালাম। ঘাড় গুঁজে হয়তো চাকরিটা করে যাওয়ারই কথা ছিল। কিন্তু মেরুদণ্ডটা যে বাঁকতে চায় না। অন্যায্যের প্রতি সবসময় শিরদাঁড়া টান করে গর্জে উঠেছেন প্রতিবাদে। ভারত ভাগ হওয়ার পরে ফিরে গিয়েছেন পূর্ব পাকিস্তানে। কিন্তু নিজভূমেও কেমন যেন অযাচিত মনে হতে লাগল নিজেকে। চাচাতো ভাইয়ের সহায়তায় রেকর্ড কিপারের কাজ পেলেন সালাম। ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজে ৮৫ নম্বর দিলকুশায়। তখন সে ছাব্বিশ বছরের এক টানটান যুবক। কে জানে, তাল-তমাল ঘেরা শাপলা ফোটা পুকুরপাড়ে কোনও উদাসী কন্যা তাঁর বাগদত্তা ছিল কি না। কিন্তু তাঁর চোখে তখন আগুন জ্বলছে। 
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির বিকেল। বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। এই দাবিতে বিক্ষোভ মিছিল এগিয়ে চলেছে ঢাকা মেডিক্যাল কলেজের দিকে। ১৪৪ ধারা ভাঙতেই ধেয়ে এল বুলেট। ঝাঁঝরা করে দিল সালামকে। বলতে বলতে গলাটা বুজে আসে সালেমার। 
রিভুর আবৃত্তির গলাটা বেশ ভালো। সে ফজলে লোহানির একুশে কবিতার কয়েকটা লাইন বলে ওঠে, 
‘শহরে সেদিন মিছিল ছিল।
পৃথিবী সেদিন উল্টো ঘোরেনি; এগিয়ে গেছে।
সবাই শুনলো: খুন হয়ে গেছে, খুন হয়ে গেল।
মায়ের দু’চোখের দু’ফোটা পানি গড়িয়ে পড়েছে রমনার পথে।’
রিভুর হাতটা চেপে ধরল পল্লবী। তারপর বলল, সেদিনের মিছিলে আর কত প্রাণ ঝরেছিল, কারা গুলি চালিয়েছিল, সেসব তো জানা। কেউ কেউ বলেন, গোড়ালির ক্ষতে গ্যাংগ্রিন হয়ে দেড়মাস বেঁচে ছিলেন সালাম। মারা যান ৭ এপ্রিল। তাই যদি হয়, একবারও কি আমরা ভেবে দেখেছি, দেড়মাস হাসপাতালের বিছানায় শুয়ে জানালা দিয়ে বাইরের তপ্ত মাঠ দেখে ছটফট করতে করতে কী বলতে চেয়েছিলেন তিনি। শহিদের রক্তমাখা জামা আর সাদাকালো ছবির ট্রাঙ্কটা কোথায় গেল! সিঁধেল চোরে নিয়ে গিয়েছে। নাকি এর পিছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র।
বিতর্ক থাক, আদর্শ মানুষের মৃত্যুদিন থাকতে নেই। আবদুস সালাম মরেননি। মরতে পারেন না। সরকারি গেজেটে লক্ষ্মণপুর হয়েছে সালামপুর। কিন্তু এটুকুই যথেষ্ট নয়। এপার বাংলাতেও তাঁকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের মনের ভিতর। শুধু একটি দিনের জন্য নয়। প্রতিদিন সকাল থেকে মাঝরাত, স্মার্ট ফোন হাতে চ্যাট করার সময় যখন আমরা প্রতিনিয়ত জগাখিচুড়ি বাংলা লিখে চলেছি, একটা চরম অনীহার সঙ্গে বাংলা বলে চলেছি, তখনও মনে রাখতে হবে সালামদের কথা। তবেই তো একুশের সকালে ‘আমি কি ভুলিতে পারি’ গাইবার সার্থকতা। 
চুপিচুপি পাশে এসে রিভু, অর্ক, সালেমাদের কথা শুনছিলেন স্কুলে বাংলার শিক্ষক সুবিমলবাবু। নিজেকে সামলাতে না পেরে অবশেষে বলেই ফেললেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বিষ্ণু দে একটি কাব্যের নাম রেখেছিলেন, ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ!’ বাংলা ও তৃতীয় বিশ্বের শত শত মাতৃভাষার দুরবস্থা দেখে বিষ্ণু দে’র অনুসরণে প্রশ্ন করতে ইচ্ছে জাগে, একুশে ফেব্রুয়ারি, তুমি কি শুধুই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? পৃথিবীজুড়ে বিভিন্ন জাতিসত্তার মাতৃভাষা নিয়ে নতুন সম্ভাবনার উৎস হয়ে উঠবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এমনটাই তো প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বহু ভাষা মরে গিয়েছে। লুপ্ত হয়ে গিয়েছে চিরতরে। লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক পিটার কে অস্টিনের মতে, পৃথিবীজুড়ে সাত হাজার ভাষার মধ্যে চার হাজার  ভাষা এখন বিপন্ন। বিগত কয়েক বছরে হারিয়ে গিয়েছে অন্তত তিনশো ভাষা। একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস হওয়া বাংলাদেশ সহ পৃথিবীর আদি নৃ-গোষ্ঠীর মানুষের ভাষা নিয়ে আবেগসিক্ত কথা বলার একটা বার্ষিক পার্বণ হয়েছে বটে, কিন্তু বাস্তবে ওইসব ভাষার উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে কি, প্রশ্ন থেকেই যায়। বিশ্বায়নের যুগে ইংরেজি কিংবা হিন্দি ভাষার আগ্রাসনে বাঙালির মাতৃভাষা বলিভিয়ার আয়মারা কি কুয়োদুয়া ভাষার মতো নির্মম পরিণতির শিকার হবে না তো? থেকে যায় এ প্রশ্নও। আমরা সারাক্ষণ ইংরেজি কিংবা হিন্দিতে ভাবছি। তার গা জোয়ারি অনুবাদ করে বাংলা বলছি। ভাষার পরিবর্তন হতে পারে। সেটা ভাষার ধর্ম। কিন্তু পরিবর্তন আর বিকৃতি তো এক নয়। টিভি সিরিয়াল থেকে সোশ্যাল মিডিয়ায় চ্যাট, সবক্ষেত্রেই বিকৃত প্রয়োগে বাংলা ভাষার আত্মার মৃত্যু ঘটছে প্রতিনিয়ত। এক গীতিকার তো ঠিকই বলেছেন, বাংলায় কথা বলতে গিয়ে আমরা ভাবছি অ-বাংলায়। এনিয়ে আমাদের কোনও হেলদোল নেই। মুখে না বললেও আমরা অনেকেই বাংলাকে অসম্মানের ভাষা বলে ভাবতে শিখছি। আমরা ভাবি, হিন্দি বা ইংরেজির সঙ্গে যেন একটা ঝকঝকে সপ্রতিভ বিষয় আছে, বাংলার মধ্যে সেটা নেই। এই ধারণার বদল ঘটা খুব জরুরি। না হলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলা ভাষার মৃত্যু অনিবার্য। আর সেদিন গুরুত্বহীন হয়ে যাবে ‘অমর একুশে’।
ছবি : ইন্দ্রজিৎ রায়
19th  February, 2023
এক টুকরো ইতিহাস 
আলিপুর মিউজিয়াম
চকিতা চট্টোপাধ্যায়

২১ ফুট উঁচু লাল ইটের গাঁথনির কারাপ্রাচীরের গায়ে লেখা রয়েছে ‘কারার ওই লৌহকপাট’, ‘মুক্তির মন্দির সোপানতলে’র মতো অমর গানের লাইন। সেইসঙ্গে কানে ভেসে আসছে দেশাত্মবোধক সঙ্গীতের সুর! বিশদ

19th  March, 2023
ষষ্ঠীপদর গোয়েন্দা জগৎ
 

শেষ ইচ্ছেগুলো আর পূর্ণ হল না সুবিখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। ভেবেছিলেন, গত ৯ মার্চ ৮২তম জন্মদিন পালন করবেন পরিবারের লোকজনদের সঙ্গে। মধুমেহ থাকা সত্ত্বেও সেদিন তিনি খাসির মাংস আর মিষ্টি খাবেন। পরিবারের সদস্যদের আগাম জানিয়েও রেখেছিলেন সেকথা। বিশদ

19th  March, 2023
যত ‘পাই’, 
তত বিস্ময়

গত ১৪ মার্চ ছিল ‘পাই ডে’। ক্লাসরুমে বৃত্তের পরিধি, ক্ষেত্রফল মাপার এই খটোমটো জিনিস ‘পাই’ (π)। এমন একটা জিনিস নিয়েই প্রতি বছর বিশেষ এই দিবস পালন করা হয়। প্রাচীন গ্রিক ভাষায় ‘পি’ একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক। যার মান ২২/৭ অর্থাৎ মোটামুটি ৩.১৪। বিশদ

19th  March, 2023
গল্প
গাছ রহস্য
রুদ্রজিৎ পাল

স্কুলের ছুটির পর শেরিন বেরতে যাবে, এমনই সময়ে আদৃতা ডাকল, ‘এই শেরিন, শুনে যা।’ শেরিনের তখন নাচের ক্লাসে যাওয়ার তাড়া। বাড়ি ফিরে একটু খেয়ে নিয়েই বেরিয়ে যেতে হবে। ও বলল, ‘তাড়াতাড়ি বল। আজকে জুলি আন্টির ক্লাস আছে।’ 
বিশদ

12th  March, 2023
ছদ্মবেশী মহানায়ক
সোমনাথ সরকার

শিয়ালদা থেকে ধর্মতলা সেদিন পুলিসে পুলিসে ছয়লাপ। পাকা খবর, তিনি এখানেই কোথাও আছেন। ধরা এবার পড়তেই হবে। খবর কিন্তু ভুল ছিল না। সত্যিই তিনি ছিলেন। শুধু ছিলেনই না, পুলিসের নাকের ডগায় শিয়ালদা পোস্ট অফিসের দোতলায় বসে বেহালা বাজাচ্ছিলেন। বিশদ

12th  March, 2023
জলে রং তাজা
 

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। মাসে দুটো ম্যাজিক তিনি শেখাবেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

12th  March, 2023
রং যদি খেলতেই হয়
সাবধানে খেলো ইন্দ্রজা

আগামী পরশু দোলযাত্রা। তোমরা প্রায় সক্কলে ঠিক করে নিয়েছ চুটিয়ে রং খেলবে। তবে, বিশেষ সাবধানতা মেনেই রং খেলা উচিত। তাই বসন্ত উৎসবের আগে তোমাদের পরামর্শ দিলেন ডাঃ অমিতাভ ভট্টাচার্য। বিশদ

05th  March, 2023
মাত্র একশো বছরেই
বিবর্তনের পথে টাইগার স্নেক

১৮৫৯ সালের ২৪ নভেম্বর। লন্ডন থেকে প্রকাশিত হল চার্লস ডারউইনের ‘অরিজিন অব স্পিসিস’। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেল প্রায় এক হাজার আড়াইশো কপি। কিছুদিনের মধ্যেই বইটি সারা বিশ্বেই তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল। বিশদ

05th  March, 2023
অক্সফোর্ডের অডিও ইংরেজি
অভিধানে এবার ৮০০ ভারতীয় শব্দ

‘দেশ’, ‘বিন্দাস’, ‘দিয়া’, ‘বাচ্চা’। শব্দগুলো খুব চেনা চেনা ঠেকছে তাই তো? রোজকার কথোপকথনে ব্যবহৃত এই শব্দগুলি এবার জায়গা করে নিল অক্সফোর্ডের ইংরেজি অভিধানে। সব মিলিয়ে ৮০০টি ভারতীয় ইংরেজি শব্দ স্থান পেয়েছে এই অভিধানে। বিশদ

05th  March, 2023
গগনযানের উৎক্ষেপণ
শুধু সময়ের অপেক্ষা

নির্দিষ্ট দিনে ‘জিএসএলভি মার্ক থ্রি’ রকেটটি পৃথিবীর মাটি ছেড়ে উড়ে যাবে মহাকাশে। রকেটের সঙ্গে থাকবে একটি ক্যাপসুল। রকেটের থেকে আলাদা হয়ে ক্যাপসুলটি ভাসতে থাকবে মহাকাশে। ক্যাপসুলের ভিতরে থাকবেন ভারতীয় মহাকাশচারী! জানাচ্ছেন বিড়লা তারামণ্ডলের প্রাক্তন ডিরেক্টর ডঃ দেবীপ্রসাদ দুয়ারী।
  বিশদ

26th  February, 2023
হাতেখড়ি
 

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। মাসে দুটো ম্যাজিক তিনি শেখাবেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  February, 2023
বিশ্বের প্রথম 
কার্বনমুক্ত দেশ
সোমা চক্রবর্তী

মানব সভ্যতার সেই আদিম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত ক্রমাগত বিবর্তন ও পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা পথ চলেছি। এই পথ চলতে চলতে মানব সভ্যতা এক সুন্দর পৃথিবী গড়ে তুলেছে। যেখানে হাত বাড়ালেই সবকিছু মুঠোবন্দি হয়ে যায়। অথচ সেই গুহা মানবের সময়ে পৃথিবী কি এতটা বাসযোগ্য ছিল? বিশদ

26th  February, 2023
ভবিষ্যতে জ্বালানির জোগান দেবে চাঁদ?

সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি’। চাঁদকে নিয়ে রোমান্টিকতার শেষ নেই। কিন্তু চরম দারিদ্র ও অনাহারের চালচিত্র তুলে ধরতে গিয়ে রোমান্টিকতা দূরে সরিয়ে রেখেছেন কিশোর কবি। নজর কেড়েছেন মানুষের মৌলিক প্রয়োজনের প্রতি। বিশদ

19th  February, 2023
ধর্মগুরুর বিজ্ঞানচর্চা
মৃণাল শীল

‘পৃথিবী স্থির আর সূর্য তার চারদিকে ঘুরছে’— এটি একটি মধ্যযুগীয় ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত তত্ত্ব দূর করে সঠিক ধারণা প্রবর্তনে যে ক’জন বিজ্ঞানী অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে নিকোলাস কোপারনিকাস ছিলেন অন্যতম। কোপারনিকাসের জন্ম ১৪৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি পোল্যান্ডে। বিশদ

19th  February, 2023
একনজরে
আগামী অর্থবর্ষে প্রায় ২৪ হাজার তরল বর্জ্য নিষ্কাশন ইউনিট বসানোর লক্ষ্যমাত্রা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।   বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন। সেই অনুযায়ী এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে পঞ্চায়েত দপ্তর।  ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...

পূর্ব বর্ধমানে বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের শক্তি প্রমুখ গৌতম মাল সহ চারজন নেতা পদত্যাগ করেছেন। ...

তিনদিনের মস্কো সফর সেরে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। পশ্চিমি দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রগুলিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন তিনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM