Bartaman Patrika
হ য ব র ল
 

রং যদি খেলতেই হয়
সাবধানে খেলো ইন্দ্রজা

আগামী পরশু দোলযাত্রা। তোমরা প্রায় সক্কলে ঠিক করে নিয়েছ চুটিয়ে রং খেলবে। তবে, বিশেষ সাবধানতা মেনেই রং খেলা উচিত। তাই বসন্ত উৎসবের আগে তোমাদের পরামর্শ দিলেন ডাঃ অমিতাভ ভট্টাচার্য।

এবার দোলে আর ইন্দ্রজাকে রং খেলা থেকে আটকানো যাবে না। গত দু’বছর করোনার জুজু দেখিয়ে ফ্ল্যাট বন্দি করে রাখা গিয়েছিল। এবার তো করোনা প্রায় ভ্যানিশ। অ্যাডিনো ভাইরাস ঝামেলা পাকাচ্ছে বটে, তবে করোনার মতো অত ভয়ঙ্কর তো নয়! দিন সাতেক সর্দি কাশি অল্প জ্বরে ভুগতে হচ্ছে।
বছরের মাত্র একটা দিন, বলা ভালো একবেলায় ঘণ্টা দুয়েক, একটু-আধটু রং খেলা তো যেতেই পারে। তবে সেটা খেলতে হবে খুব সাবধানে। তাহলে ইন্দ্রজা, জেনে নাও কোন ধরনের রং দিয়ে তুমি দোল খেলবে। এছাড়াও রং থেকে কী কী বিপত্তি হতে পারে, সেটাও জানা প্রয়োজন।
দোল যেমন একাধারে রঙের উৎসব, তেমনই কিছুটা নিয়ম ভাঙার উৎসবও বটে। কিন্তু বেহিসেবি রং খেললে ক্ষতি হতে পারে চোখের, ত্বকের এবং নাক ও কানের। যারা হাঁচি-কাশি এবং অল্পবিস্তর শ্বাসকষ্টে ভোগে, রং থেকে তাদের বাড়াবাড়ি রকমের অ্যালার্জি হতে পারে।
কী থাকে হোলির রঙে? বাজারে যেসব রং পাওয়া যায় তার সবগুলোতেই কোনও না কোনও রাসায়নিক পদার্থ থাকে। যেমন সোনালি রঙে থাকে পিতল বা ব্রোঞ্জ, রুপোলি রঙে অ্যালুমিনিয়ামের যৌগ। কালো রঙে থাকে স্রেফ ভুসোকালি বা টার। এগুলি প্রত্যেকটিই ত্বকের পক্ষে ক্ষতিকর। রংয়ের সংস্পর্শে এলে অনেকেরই হাঁচি-কাশি শুরু হয়। বিশেষ করে যাদের ওই বিশেষ রংটির প্রতি অ্যালার্জি আছে। একটানা হাঁচি, নাক দিয়ে জল ঝরা ইত্যাদি উপসর্গ দেখা দিলে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট বা সিরাপ খেতে হবে। বাড়াবাড়ি হলে আন্টি অ্যালার্জিক ন্যাজাল স্প্রে নিতে হতে পারে।
রং খেলতে গিয়ে কানেও নানা সমস্যা দেখা দিতে পারে। আমাদের কানের সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় ১ ইঞ্চি। ছোটদের ক্ষেত্রে এটি সোজা হলেও বড়দের বেলায় অনেকটা ‘এস’ আকৃতির। এর ফলে কানের সুড়ঙ্গে কিছু একবার ঢুকে গেলে বার করা কঠিন। কানে রং ঢুকে গেলে পরিষ্কার বাডস দিয়ে কানের  সুড়ঙ্গে বুলিয়ে চেষ্টা করবে রংটা যতটা সম্ভব বার করার। কোন ড্রপ, জল বা তেল দেবে না। চুলকানি শুরু হলে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বা সিরাপ খেতে হয়। ব্যথা হলে খেতে হয় প্যারাসিটামল। রং খেলতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়লে যত তাড়াতাড়ি সম্ভব একজন ইএনটি ডাক্তারকে দেখাবে। তিনি কান ওয়াশ করে সব রং বার করে দেবেন। যাদের কান দিয়ে মাঝে মাঝে জল বা পুঁজ পড়ে, তাদের কিন্তু কানে রং ঢুকে গেলে বিপত্তি হতে পারে। কারণ কানের পর্দার ফুটো দিয়ে সেই রং মধ্যকর্ণে চলে যেতে পারে। কানে ময়লা জমে থাকলে তরল রং কানে ঢুকে সেই ময়লায় আটকে গিয়ে কান বন্ধ করে দিতে পারে, কান ভোঁ ভোঁ করতে পারে, শুনতে অসুবিধা হতে পারে। ছুটতে হবে ডাক্তারের কাছেই।
সমস্যা দেখা দিতে পারে চোখেও। চোখের বাইরের আবরণকে বলে কনজাংটিভা। এতে রং লেগে চোখ জ্বালা করতে থাকে, জল গড়াতে থাকে। এরকম পরিস্থিতিতে কখনওই চোখ রগড়াবে না। এর ফলে রং চোখের আরও ভিতরে ঢুকে যেতে পারে। বারেবারে ঠান্ডা জলের ঝাপটা দিতে থেকো। ট্যাপকলের জলের ধারায় চোখ খুলে রাখতে হবে। যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো। মনে রাখবে, শুধু জল দিয়ে চোখ ধুলেই অধিকাংশ রং ধুয়ে বের হয়ে যায়। তাই বলে চোখের ডাক্তারকে দেখাতে কখনও ভুলো না যেন। ঘরে পড়ে থাকা কোনও পুরনো আই ড্রপ কক্ষনো চোখে দেবে না বা আই প্যাড লাগাবে না। কারণ প্যাডের চাপে চোখ জুড়ে যেতে পারে। বাইরের আলো এড়াতে চোখকে অন্ধকারে বিশ্রাম দেবে বা রোদ চশমা পড়বে। নানা ধরনের অ্যাসিড ও অ্যালকালি আজকাল রঙে ব্যবহার হচ্ছে, যা থেকে চোখের কর্নিয়ায় ঘা হতে পারে। কর্নিয়া পুড়েও যেতে পারে। তাড়াতাড়ি চিকিৎসা শুরু না করলে অন্ধত্ব অনিবার্য। রোদ চশমা পরে রং খেললে চোখকে বাঁচানো সম্ভব।
সমস্যা দেখা দিতে পারে ত্বকেও। জামা-প্যান্টে গোটা শরীর ঢাকা থাকলেও মুখ ঢেকে তো আর রং খেলা যায় না। রঙে যাদের অ্যালার্জি, বিশেষ করে যাদের ত্বক বেশ স্পর্শকাতর, রং খেলার কিছুক্ষণের মধ্যেই তাদের ত্বকে নানা সমস্যা দেখা দেয়। চুলকায়, ফুসকুড়ি বের হয়, অনেক সময় লাল হয়ে রস গড়ায়। একে বলে কন্টাক্ট ডার্মাটাইটিস।
এটা কার হবে কি হবে না, সেটা নির্ভর করে ত্বকের সহ্য ক্ষমতার উপর। এছাড়া কোন ধরনের রং অর্থাৎ রাসায়নিক পদার্থ কতক্ষণ ধরে ত্বকে লেগে থাকছে, সেটাও ফ্যাক্টর। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলে সাময়িক উপশম পাওয়া যায়। যদি বাড়াবাড়ি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। তবে সবার আগে যেটা করতে হবে সেটা হল, সাবান জল দিয়ে রংগুলো ঘষে ঘষে পরিষ্কার করে ফেলতে হবে। একবার ধুলে পুরো রং উঠতে নাও পারে। ঘণ্টা খানেক পর আবার ধোবে, প্রয়োজনে আর একবার।
আজেবাজে রং দিয়ে হোলি না খেলে অনেকে শুধু আবির দিয়েই হোলি উদযাপন করেন। কিন্তু আবিরও পুরোপুরি নিরাপদ নয়। আবির তৈরি হয় স্টোন ডাস্ট অর্থাৎ এক বিশেষ ধরনের পাথরের গুঁড়ো থেকে। যেমন লাইম স্টোন, সাবস স্টোন ইত্যাদি। এদের সঙ্গে মেশানো হয় নানা রকম রং। লাল রংয়ের জন্য কঙ্গো রেড, রোডামাইন, ক্রোসিন স্কারলেট, হলুদ রঙের জন্য মেটানিল ইয়েলো বা কেশরি রং। এরপর এতে জেসমিন, রোজ-সহ নানা ধরনের সুগন্ধি মেশানো হয়ে থাকে। এছাড়া আবিরে সামান্য পারদ এবং পাথরের গুঁড়ো থেকে পাওয়া ক্যালসিয়াম যৌগও থাকে। এই উপাদানগুলোর জন্য নাক-কান ও শ্বাসপথে অ্যালার্জির কারণ হতে পারে। কাজেই আবিরও সম্পূর্ণ নিরাপদ নয়।
বরং বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি রং ব্যবহারে ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকে। কাঁচা হলুদ, পলাশ বা গাঁদা ফুলকে জলে গুলে মিশিয়ে নিয়ে আগুনে ফোটালে পাবে হলুদ রং। লাল রং বাড়িতে তৈরি করতে পারো গিরিমাটি গুলে। এর মধ্যে ফটকিরি বা লেবুর রস মিশিয়ে দিলে রংটা পাকা হবে। স্টার্চ বা অ্যারারুট বা ট্যালকম পাউডারের সঙ্গে রং মিশিয়ে আবির বানিয়ে নাও। রক্ত চন্দনে আলতা মেশালে পাবে লাল রং। ভুসো কালিতে তেল মাখিয়ে তৈরি করে নাও কালো রং।
রঙের সাতকাহন তো শুনলে ইন্দ্রজা। এবার ঠিক করো কী করবে! তবে যদি রং খেলতেই হয়, পা ঢাকা জুতো, জামা-প্যান্ট মাথায় প্লাস্টিকের টুপি, চোখে সানগ্লাস পরে দোল খেলতে নেমো। তবে তা যেন হয় অল্প সময়ের জন্য। বরং সন্ধেবেলায় নাচ-গান মিষ্টি মুখ সহ যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে তোমাদের আবাসনে, সেটাই চুটিয়ে এনজয় কোরো।
অঙ্কন: সুব্রত মাজী
05th  March, 2023
এক টুকরো ইতিহাস 
আলিপুর মিউজিয়াম
চকিতা চট্টোপাধ্যায়

২১ ফুট উঁচু লাল ইটের গাঁথনির কারাপ্রাচীরের গায়ে লেখা রয়েছে ‘কারার ওই লৌহকপাট’, ‘মুক্তির মন্দির সোপানতলে’র মতো অমর গানের লাইন। সেইসঙ্গে কানে ভেসে আসছে দেশাত্মবোধক সঙ্গীতের সুর! বিশদ

19th  March, 2023
ষষ্ঠীপদর গোয়েন্দা জগৎ
 

শেষ ইচ্ছেগুলো আর পূর্ণ হল না সুবিখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। ভেবেছিলেন, গত ৯ মার্চ ৮২তম জন্মদিন পালন করবেন পরিবারের লোকজনদের সঙ্গে। মধুমেহ থাকা সত্ত্বেও সেদিন তিনি খাসির মাংস আর মিষ্টি খাবেন। পরিবারের সদস্যদের আগাম জানিয়েও রেখেছিলেন সেকথা। বিশদ

19th  March, 2023
যত ‘পাই’, 
তত বিস্ময়

গত ১৪ মার্চ ছিল ‘পাই ডে’। ক্লাসরুমে বৃত্তের পরিধি, ক্ষেত্রফল মাপার এই খটোমটো জিনিস ‘পাই’ (π)। এমন একটা জিনিস নিয়েই প্রতি বছর বিশেষ এই দিবস পালন করা হয়। প্রাচীন গ্রিক ভাষায় ‘পি’ একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক। যার মান ২২/৭ অর্থাৎ মোটামুটি ৩.১৪। বিশদ

19th  March, 2023
গল্প
গাছ রহস্য
রুদ্রজিৎ পাল

স্কুলের ছুটির পর শেরিন বেরতে যাবে, এমনই সময়ে আদৃতা ডাকল, ‘এই শেরিন, শুনে যা।’ শেরিনের তখন নাচের ক্লাসে যাওয়ার তাড়া। বাড়ি ফিরে একটু খেয়ে নিয়েই বেরিয়ে যেতে হবে। ও বলল, ‘তাড়াতাড়ি বল। আজকে জুলি আন্টির ক্লাস আছে।’ 
বিশদ

12th  March, 2023
ছদ্মবেশী মহানায়ক
সোমনাথ সরকার

শিয়ালদা থেকে ধর্মতলা সেদিন পুলিসে পুলিসে ছয়লাপ। পাকা খবর, তিনি এখানেই কোথাও আছেন। ধরা এবার পড়তেই হবে। খবর কিন্তু ভুল ছিল না। সত্যিই তিনি ছিলেন। শুধু ছিলেনই না, পুলিসের নাকের ডগায় শিয়ালদা পোস্ট অফিসের দোতলায় বসে বেহালা বাজাচ্ছিলেন। বিশদ

12th  March, 2023
জলে রং তাজা
 

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। মাসে দুটো ম্যাজিক তিনি শেখাবেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

12th  March, 2023
মাত্র একশো বছরেই
বিবর্তনের পথে টাইগার স্নেক

১৮৫৯ সালের ২৪ নভেম্বর। লন্ডন থেকে প্রকাশিত হল চার্লস ডারউইনের ‘অরিজিন অব স্পিসিস’। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেল প্রায় এক হাজার আড়াইশো কপি। কিছুদিনের মধ্যেই বইটি সারা বিশ্বেই তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল। বিশদ

05th  March, 2023
অক্সফোর্ডের অডিও ইংরেজি
অভিধানে এবার ৮০০ ভারতীয় শব্দ

‘দেশ’, ‘বিন্দাস’, ‘দিয়া’, ‘বাচ্চা’। শব্দগুলো খুব চেনা চেনা ঠেকছে তাই তো? রোজকার কথোপকথনে ব্যবহৃত এই শব্দগুলি এবার জায়গা করে নিল অক্সফোর্ডের ইংরেজি অভিধানে। সব মিলিয়ে ৮০০টি ভারতীয় ইংরেজি শব্দ স্থান পেয়েছে এই অভিধানে। বিশদ

05th  March, 2023
গগনযানের উৎক্ষেপণ
শুধু সময়ের অপেক্ষা

নির্দিষ্ট দিনে ‘জিএসএলভি মার্ক থ্রি’ রকেটটি পৃথিবীর মাটি ছেড়ে উড়ে যাবে মহাকাশে। রকেটের সঙ্গে থাকবে একটি ক্যাপসুল। রকেটের থেকে আলাদা হয়ে ক্যাপসুলটি ভাসতে থাকবে মহাকাশে। ক্যাপসুলের ভিতরে থাকবেন ভারতীয় মহাকাশচারী! জানাচ্ছেন বিড়লা তারামণ্ডলের প্রাক্তন ডিরেক্টর ডঃ দেবীপ্রসাদ দুয়ারী।
  বিশদ

26th  February, 2023
হাতেখড়ি
 

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। মাসে দুটো ম্যাজিক তিনি শেখাবেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  February, 2023
বিশ্বের প্রথম 
কার্বনমুক্ত দেশ
সোমা চক্রবর্তী

মানব সভ্যতার সেই আদিম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত ক্রমাগত বিবর্তন ও পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা পথ চলেছি। এই পথ চলতে চলতে মানব সভ্যতা এক সুন্দর পৃথিবী গড়ে তুলেছে। যেখানে হাত বাড়ালেই সবকিছু মুঠোবন্দি হয়ে যায়। অথচ সেই গুহা মানবের সময়ে পৃথিবী কি এতটা বাসযোগ্য ছিল? বিশদ

26th  February, 2023
মাতৃভাষার টানেই হোক
নতুন ভাবনার ভোর
ব্রতীন দাস

ভোরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখন বেশ ঝকঝকে আকাশ। মাঘের শেষ অথচ বাতাসে ফাল্গুনের আমেজ। এক গা সাদা ফুলঝুরি নিয়ে স্কুলের এক কোণে দাঁড়িয়ে রয়েছে নিষ্পত্র সজনে গাছটা। রিভু আর সালেমা, অমর একুশের গানের শুরুতে যে হারমোনি করতে হয়, বাকিদের নিয়ে তোমরা সেটা শুরু করো। বিশদ

19th  February, 2023
ভবিষ্যতে জ্বালানির জোগান দেবে চাঁদ?

সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি’। চাঁদকে নিয়ে রোমান্টিকতার শেষ নেই। কিন্তু চরম দারিদ্র ও অনাহারের চালচিত্র তুলে ধরতে গিয়ে রোমান্টিকতা দূরে সরিয়ে রেখেছেন কিশোর কবি। নজর কেড়েছেন মানুষের মৌলিক প্রয়োজনের প্রতি। বিশদ

19th  February, 2023
ধর্মগুরুর বিজ্ঞানচর্চা
মৃণাল শীল

‘পৃথিবী স্থির আর সূর্য তার চারদিকে ঘুরছে’— এটি একটি মধ্যযুগীয় ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত তত্ত্ব দূর করে সঠিক ধারণা প্রবর্তনে যে ক’জন বিজ্ঞানী অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে নিকোলাস কোপারনিকাস ছিলেন অন্যতম। কোপারনিকাসের জন্ম ১৪৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি পোল্যান্ডে। বিশদ

19th  February, 2023
একনজরে
নাবালিকাকে ধর্ষণ করে খুনকাণ্ডে ধৃত ‘জামাই’ মনোজ রায়ের ফাঁসির দাবি উঠেছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলার সময় এই দাবি তোলেন মৃত নাবালিকার প্রতিবেশীরা। ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...

পূর্ব বর্ধমানে বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের শক্তি প্রমুখ গৌতম মাল সহ চারজন নেতা পদত্যাগ করেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM