Bartaman Patrika
হ য ব র ল
 

পট্যাটো চিপসের 
সাত-সতেরো
মৃণালকান্তি দাস

কোথাও বেড়াতে যাচ্ছ, সঙ্গে অবশ্যই একটা পট্যাটো চিপসের প্যাকেট থাকবে। গড়ের মাঠ কিংবা চিড়িয়াখানায় গিয়ে পট্যাটো চিপস যদি না-ই খেলে, তাহলে আর সেখানে যাওয়ার মানে কী! সকালে হোক বা দুপুর কিংবা রাতে খাবারের পাতে, বিকেলে টিফিনের সঙ্গে বা যখন তখন কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে... পট্যাটো চিপস খাওয়ার কি কোনও নির্দিষ্ট সময় আছে! যখন মন চাইল, কাছের কোনও দোকান থেকে কিনে নিলেই হল। মুচমুচে, সুস্বাদু ‘পট্যাটো চিপস’-এর নাম শুনলেই নিশ্চিত তোমাদের জিভে জল চলে আসে। গোটা পৃথিবীতেই সবচেয়ে জনপ্রিয় স্ন্যাকস বোধহয় এই পট্যাটো চিপস। জেনে হয়তো অবাক হবে, এই সুস্বাদু খাদ্যের প্রকৃত উদ্ভাবক কে, তা আজও অজানাই রয়ে গিয়েছে। চিপস আবিষ্কারের ইতিহাস নিয়েও রয়েছে বিতর্ক।
স্ন্যাক ফুড লোককাহিনি অনুসারে, ১৮৫৩ সালে প্রথম পট্যাটো চিপসের আত্মপ্রকাশ। সেই সময় আমেরিকার নিউ ইয়র্কের সারাতোগা স্প্রিংয়ে মুনস লেক হাউস নামে একটি রেস্তরাঁ ছিল। সেই বছর ২৪ আগস্টের কথা। জর্জ ক্রাম নামে এক রাঁধুনি একজন ক্রেতার জন্য রাতের খাবার তৈরি করছিলেন। সেই সময় মুনস লেক হাউসের ফ্রাইড পট্যাটো বেশ জনপ্রিয় ছিল। ক্রেতাও ওই আইটেমই অর্ডার দিয়েছিলেন। খাবার পরিবেশনের পর সেই কাস্টমার ক্রামকে ডেকে অভিযোগ করেন, আলুগুলোর আকার বেশ বড় রয়ে গিয়েছে। খাবারটি আবার তৈরি করে দেওয়ার অনুরোধ করেন তিনি। ক্রাম আলুগুলো পাতলা বা ছোট করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু এবারও সেই ভদ্রলোক আলুর পুরুত্ব পছন্দমতো হয়নি বলে অভিযোগ তোলেন। তাই খাবারটি আবারও ফিরিয়ে দিয়ে নতুন করে তৈরি করে আনতে বলেন। ভাব তো, এরপর কি কোনও মানুষের আর মেজাজ ঠিক থাকে! ক্রামও পারেননি মেজাজ ঠিক রাখতে।জর্জ ক্রামের মনে হয়েছিল, তাঁর খাবারকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি অবশ্য সেই রাগের বহিঃপ্রকাশও ঘটান রান্নার মাধ্যমে। কাগজের মতো পাতলা করে কেটে ফেলেন আলুগুলোকে। ফেলে দেন তেলভর্তি গরম কড়াইয়ে। অনেকটা সময় নিয়ে আলুগুলোকে তিনি তেলে ভাজতে থাকেন। যাতে তা শক্ত ও মচমচে হয়ে ওঠে। তারপর আলুগুলোর উপর বেশি করে নুন ছিটিয়ে দেন। ক্রাম ভেবেছিলেন, এবার ব্যাটার শিক্ষা হবে! খেতে চেয়েছিল ফ্রাইড পট্যাটো, এবার তাকে খেতে হবে অখাদ্য কিছু।কিন্তু আইটেমটি পরিবেশন করার পর তাজ্জব ব্যাপার। সেই কাস্টমার কিছু বলার আগেই একের পর এক চিপস মুখে পুরতে লাগলেন। খাওয়া শেষে তিনি বললেন, এটা বেশ সুস্বাদু। পরে আইটেমটি ‘সারাতোগা চিপস’ হিসেবে পরিচিতি পেয়ে যায়। কেউ কেউ বলেন, সেই ভদ্রলোকটি ছিলেন আমেরিকান বিজনেস ম্যাগনেট কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট। আবার কারও মতে, সেই কাস্টমার আসলে আলবিট হুইনি নামে এক কৃষক। অবশ্য গোটা ঘটনা নিয়েই আছে বিতর্ক। কারণ, পট্যাটো চিপস এরও আগে থেকে প্রচলিত ছিল বলে দাবি করা হয়।মুনস লেক হাউসে শেফ ক্রামের সঙ্গে আরও একজন শেফ ছিলেন। ক্যাথরিন আন্ট কেট উইক। উইক ছিলেন ক্রামেরই বোন। মজার ব্যাপার, উইককেও পট্যাটো চিপসের আবিষ্কারক হিসেবে দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে। তিনি নিজেও অবশ্য বলেছেন সেই কথা। ১৯২৪ সালে সারাতোগা স্প্রিংয়ের স্থানীয় পত্রিকা দৈনিক সারাতোগিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ১০২ বছর বয়সে মারা যাওয়া উইকই হচ্ছেন সারাতোগা চিপসের প্রথম উদ্ভাবক। এই বিবৃতি উইকের নিজস্ব গল্পের স্মৃতিতেও রয়েছে, যা বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়। উইক বিভিন্ন সময়েই ব্যাখ্যা দিয়েছেন এই দাবির পক্ষে। বলেছেন, তিনি আলু পাতলা করে কেটে রেখেছিলেন এবং দুর্ঘটনাবশত সেগুলো গরম ফ্রাইং প্যানে পড়ে যায়। আর তাতেই আশ্চর্য রেসিপির আত্মপ্রকাশ।
উদ্ভাবক যে-ই হোন না কেন, সারাতোগা চিপসের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে আসা মানুষের নিয়মিত ভিড় লেগেই থাকত মুনস লেক হাউসে। কেউ কেউ দশ মাইল দূর থেকেই ছুটে আসতেন। রেস্তরাঁর মালিক ক্যারি মুনও চিপসের জনপ্রিয়তা দেখে এর জনক হিসেবে নিজেকে জাহিরের চেষ্টা করতেন। সেইসময় চিপসটি বক্সে প্যাকিং করেও বিক্রি করা হতো।আঠারো শতকের শুরুর দিকে বাচ্চাদের জন্য লেখা বেশ কিছু রেসিপি বইয়ে আলু পাতলা করে ভাজার পদ্ধতি দেওয়া ছিল বলে জনশ্রুতি রয়েছে। ১৮১৭ সালে লন্ডনে ‘দ্য কুকস ওরাকল’ নামে একটি রেসিপি বই প্রকাশ করেন ব্রিটিশ ফিজিশিয়ান উইলিয়াম কিচিনার। বইয়ে পট্যাটো ফ্রাইড ইন স্লাইসেস অর শেভিংস নামে একটি রেসিপি ছিল। যেখানে তিনি লিখেছেন, আলুর খোসা ছাড়াতে হবে প্রথমে। তারপর সেগুলো এমনভাবে কাটবেন যেন আপনি একটি লেবুর খোসা ছাড়াচ্ছেন। এক-চতুর্থাংশ ইঞ্চি পুরু টুকরোগুলো তেলে ঠিকঠাকভাবে ভাজা হতে হবে। একবার এগুলো মচমচে হয়ে গেলে এর উপর নুন ছিটিয়ে দিতে হবে। এভাবেই পট্যাটো চিপসের আবিষ্কার নিয়ে নানা সময়ে নানা ইতিহাস সামনে এসেছে। তবে একটা ব্যাপারে সকলেই একমত যে, ক্রামই পট্যাটো চিপসকে প্রথম জনপ্রিয় করে তোলেন।
১৮৯৫ সালে উইলিয়াম ট্যাপেনডন আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে নিজের কিচেনে পট্যাটো চিপস তৈরি শুরু করেন। সেগুলো তাঁর প্রতিবেশীদের কাছে বিক্রি করতেন। পরবর্তীকালে মুদি দোকানেও পাওয়া যেত তাঁর চিপস। ১৯২১ সালে বিল ও স্যালি উর্টজ নামে এক দম্পতি পট্যাটো চিপসের ব্যবসা শুরু করেন। স্যালি নিজেদের বাড়িতেই পট্যাটো চিপস তৈরি করতেন, বিলের দায়িত্ব ছিল সরবরাহ করা। সেইসময় ঘণ্টায় ৫০ পাউন্ড চিপস তৈরি করতেন স্যালি। হ্যানোভার হোম ব্রান্ড পট্যাটো চিপস নামে তাদের কোম্পানির নাম অল্প সময়েই ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়তে থাকে চাহিদাও। ১৯৩৮ সালে ঘণ্টায় ৩০০ পাউন্ড চিপস তৈরি করতে হতো স্যালিকে। সেই ব্যবসা এখনও চলছে। তবে নাম পরিবর্তন করে হয়েছে উর্টজ কোয়ালিটি ফুড।১৯৫০-এর আগে পর্যন্ত ভিন্ন ফ্লেভারের চিপসের কথা কেউ চিন্তাই করেনি। ১৯৫৪ সালে আইরিশ ব্যবসায়ী জয় স্টুড মারফি ‘টাইটো’ নামে একটি কোম্পানি চালু করেন। সেখানে তিনি চিপসে সিজনিং যুক্ত করা শুরু করেন। সিজনিং হল চিপসে মজাদার স্বাদ বাড়ানোর জন্য নুন, ভেষজ বা মশলা যোগ করার একটি প্রক্রিয়া। এই পদ্ধতিতে প্রথম দু’টি ফ্লেভার তৈরি করা হয়। চিজ ও ওনিয়ন এবং সল্ট ও ভিনেগার। এর মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসে পট্যাটো চিপস শিল্পে। অন্য চিপস কোম্পানিগুলোও চিপসে ভিন্ন স্বাদ আনতে উদ্যোগী হয়। এভাবেই পট্যাটো চিপস শিল্প এগিয়ে গিয়েছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে কোম্পানিগুলো তোমাদের জন্য একের পর এক নিত্যনতুন রং, আকার এবং স্বাদের চিপস বাজারে এনেছে এবং আনছে এখনও।
17th  October, 2021
সোনি বিবিসি আর্থের নতুন শো
 ‘ইন্ডিয়ান ওশান উইদ সাইমন রিভ’
পৃথিবীর তৃতীয় বৃহত্তম

পৃথিবীর তৃতীয় বৃহত্তম জলভাগ ভারত মহাসাগরে বিশ্বের সেরা দ্বীপ এবং ভ্রমণের ঠিকানাগুলো অবস্থিত। আশ্চর্যজনক ইতিহাসে ডুবে থাকা এই মহাসাগর ১৬টি দেশে ঘেরা এবং আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় ৯ হাজার ৭০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিশদ

17th  October, 2021
বিপ্লবী নেতা মাস্টারদা

স্নাতক হয়ে অঙ্ক শিক্ষক হিসেবে সূর্য সেন যোগদান করেন উমাতারা উচ্চ বিদ্যালয়ে। হয়ে উঠলেন সবার প্রিয় ‘মাস্টারদা’। ছড়িয়ে পড়ল তাঁর খ্যাতি।  বিশদ

17th  October, 2021
পুজোর আনন্দে করোনার কাঁটা

এবার পুজোতেও  প্যান্ডেলে প্যান্ডেলে  ঘোরা বন্ধ!  তাহলে পুজোর  ক’টা দিন  কেমন করে  কাটবে,  জানাচ্ছে  আমাদের কয়েকজন ছোট্ট বন্ধু বিশদ

10th  October, 2021
দ্বিতীয় নিউটন
মৃণাল শীল

অ্যালবার্ট আইনস্টাইন একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যদি দ্বিতীয় নিউটন কেউ থেকে থাকেন তবে তিনি হলেন লর্ড আর্নেস্ট রাদারফোর্ড। খুব অদ্ভুত ভাবেই আইনস্টাইন আর রাদারফোর্ড কিছুটা ভিন্ন মানসিকতার হলেও উভয়ের পরিচিতি বা ঘনিষ্ঠতা ছিল। বিশদ

10th  October, 2021
পাহাড়ের বুকে জায়ান্ট পান্ডা

চীন দেশের দক্ষিণ-মধ্য প্রান্তের পাহাড়ের চূড়ার ঠিক উপরে সদ্য সূর্য উঠেছে। তখনও পাহাড়ের বুকে কুয়াশার চাদর রয়েছে লেপ্টে। এখানকার ঘন বাঁশ বনে আধোআধো ধোঁয়াময় মায়াবী পরিবেশ। সবকিছুই অস্পষ্ট। দশ হাত দূরের কিছু দেখতেও সমস্যা হচ্ছে। বিশদ

03rd  October, 2021
 কচিকাঁচাদের 
নাট্যমেলা
 

মুক্তির উল্লাসে কয়েকদিন মেতে উঠেছিল ওরা। সম্প্রতি বিডন স্ট্রিট শুভম আয়োজিত ১৯তম শুভম নাট্যমেলায়। করোনাকালে সবচেয়ে কষ্টে আছে মনে হয় ওরাই। স্কুল বন্ধ, পার্ক বন্ধ, মাঠ বন্ধ, সাঁতার, সাইকেল, ফুটবল, ক্রিকেট, হুটোপাটি, দাপাদাপি, খুনসুটি, বেয়াদপি... সব বন্ধ। বিশদ

03rd  October, 2021
সোনি বিবিসি  আর্থ-এর শো
‘অ্যানিমাল আইনস্টাইনস’

মানব মস্তিষ্ককে সর্বোৎকৃষ্ট মনে করা হয়। কিন্তু এমন অনেক জীবজন্তু রয়েছে, যাদের বুদ্ধি রীতিমতো পাল্লা দিতে পারে মানুষের মস্তিষ্ককেও। সোনি বিবিসি আর্থ এই সব জীবজন্তুদের নিয়ে আয়োজন করেছে একটি বিশেষ শো-এর। শো-টির নাম রাখা হয়েছে— ‘অ্যানিমাল আইনস্টাইনস’। বিশদ

26th  September, 2021
অকৃতকার্যদের জন্য বিশ্ববিদ্যালয়

 নামটা শুনে ভীষণ অবাক হয়ে গেছো, তাই না ছোট্ট বন্ধুরা! যেখানে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা দাঁতে দাঁত চেপে দিনরাত পড়াশোনা করছে নিজেকে প্রথম সারিতে রাখার জন্য, সেখানে অকৃতকার্যদের জন্য আবার কি না বিশ্ববিদ্যালয়! হ্যাঁ, ‌শুনতে ভারী অদ্ভুত লাগলেও এটা সত্যি। বিশদ

26th  September, 2021
ম্যাজিকে লেখাপড়া
 

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যা঩জিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার অর্থনীতি। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  September, 2021
শিউলি ফুলের সকাল
কার্তিক ঘোষ

একটাই মাটির ঘরের সামনে তখন একটা উঠান।আর সেই উঠোনের মাঝখানে তখন একটাই গাছ।শিউলি ফুলের সাজ পরে দিব্যি কেমন হাসি-খুশি।হিসেব করলে বয়সটা মেলে না।হাসি-খুশি মা তখন গোটা পাড়ার উমা।কিন্তু কলকাতার একটা কড়া-বালতি আর পেরেকের দোকানের দেড়শো টাকা মাইনের হাসি-খুশি মানুষটা তখন মহাদেব। বিশদ

26th  September, 2021
হাতেখড়ি
বিনতা রায়চৌধুরী

অপরাজিতা নিজেকে ইদানীং অশিক্ষিতই ভাবেন। অথচ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি পেয়েছেন। ইতিহাস তার প্রিয় বিষয় ছিল। তাতেই এমএ-টা করেছেন। বিশদ

19th  September, 2021
ভয়ঙ্কর কোমোডো ড্রাগন!

গুটিগুটি পায়ে হেলতে-দুলতে এগিয়ে আসছে এক অদ্ভুত দর্শন চারপেয়ে প্রাণী। মুখ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে চেরা জিভ। একবার তাকালে মনে হতে পারে, একটা বড় টিকটিকি হেঁটে চলেছে। তবে তোমাদের মধ্যে অতীব সাহসীরা টিকটিকি দেখে যেমন হেলাফেলা মনোভাব দেখাও, এই প্রাণীকে দেখে তেমনটা করতে পারবে না। বিশদ

19th  September, 2021
মাধ্যমিকের প্রস্তুতিতে এই
সময়টাকে কাজে লাগাও

কমবেশি আর সাড়ে চার মাস বাকি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই সময় নষ্ট না করে এখন থেকেই পরিকল্পনা মাফিক জোর কদমে শুরু করতে হবে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। আলোচনা করেছেন বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষক। বিশদ

12th  September, 2021
কথাসাহিত্যিক শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় -এর ছেলেবেলা

 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষের ছেলেবেলার কথা। এবার কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।  বিশদ

12th  September, 2021
একনজরে
তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল বসিরহাটে। মাটিয়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হরিদাস হালদার (২৬) বসিরহাট থানায় সিভিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত ছিলেন। ...

দীপাবলির উপহার। স্বাধীনতার ৭৫ বছর পর পাইপলাইনের মাধ্যমে লাদাখের গ্রামে পৌঁছল পানীয় জল। মঙ্গলবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের মান-মেরাগ গ্রামে পানীয় জলের সংযোগ দেওয়া হয়। বৃহস্পতিবার ...

রাজ্যের ‘টি ট্যুরিজম’ প্রকল্পের স্বার্থে এক চা বাগানের রাস্তার একটি অংশ দেওয়া হয় অন্য দু’টি কোম্পানিকে। বাগান কর্তৃপক্ষ বিকল্প রাস্তা বানাতে গিয়ে স্থানীয় বিরোধের সম্মুখীন। ...

ফের মালদহে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে চোরাই মোবাইল সেট উদ্ধার হল। বুধবার রাতে ইংলিশবাজার থানার মহদিপুর স্থলবন্দরের বড় পার্কিং এলাকা থেকে ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইংলিশবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বদমেজাজ ও কঠিন ব্যবহারে ঘরে-বাইরে অশান্তি ও শত্রুতা। পেট ও বুকের সংক্রমণে দেহসুখের অভাব। কর্মে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী ২১/৭ দিবা ২/১০। পুষ্যা নক্ষত্র ১৪/৪৮ দিবা ১১/৩৮। সূর্যোদয় ৫/৪৩/৮, সূর্যাস্ত ৪/৫৭/৪৪।  অমৃতযোগ দিবা ৬/২৮ মধ্যে পুনঃ ৭/১৩ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩১ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
১১ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী দিবা ৯/১৬। পুষ্যা নক্ষত্র  দিবা ৮/১০। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৪/৫৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৫ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১০ গতে ৯/৪৬ মধ্যে। 
২২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পাকিস্তানের

11:42:00 PM

টি২০ বিশ্বকাপ ২০২১ : পাকিস্তান : ১২২/৪ (১৭ ওভার)

10:55:43 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৭৫/১ (১১ ওভার)

10:21:48 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৩১/১ (৫ ওভার)

09:49:25 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৪৮ রান

09:45:03 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তান ৯৩/৬ (১৫ ওভার)

08:49:51 PM