Bartaman Patrika
গল্পের পাতা
 

আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ মলিনা দেবী। প্রথম কিস্তি।

বাঙালির চলচ্চিত্র উদ্যোগের অন্যতম পুরোধা ছিলেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বা ডি জি। বাংলা ছবির আদিলগ্নেই ডি জি উপলব্ধি করেছিলেন যে, শুধুমাত্র বিদেশি মেয়েদের দিয়ে অভিনয় করিয়ে বাংলা সিনেমা কখনও পায়ের তলার মাটি শক্ত করতে পারবে না। তিনি চেয়েছিলেন, চলচ্চিত্রের অভিনয়ে বাংলার মেয়েরাও ধীরে ধীরে আসুক। সেইসময় সামাজিক নিষেধকে চ্যালেঞ্জ ছুঁড়ে এই মনোভাব পোষণ করা বেশ কঠিন ছিল। এইজন্য তাঁকে অনেক অপবাদও সইতে হয়েছে। তবুও দমে যাননি ডি জি। রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে শান্তিনিকেতনে কাটানো আধুনিক মনের মানুষটি অভিনেত্রী সংগ্রহের উদ্দেশ্যে কলকাতার সোনাগাছির গণিকাপল্লিও ঘুরতে বাদ রাখেননি। অবশেষে স্ত্রী রমলা ও কন্যা মণিকাকে সামাজিক বিধি-নিষেধের বেড়া অগ্রাহ্য করে সিনেমায় নিয়ে এসেছিলেন। চারের দশকে বাংলা চলচ্চিত্রের আদিপর্বে সিনেমায় মলিনা দেবীর আত্মপ্রকাশের পিছনেও তাই পরোক্ষে ডি জির অবদান রয়েছে।
বাঙালি অথচ ‘সাড়ে চুয়াত্তর’ ছবি দেখেননি, আধুনিক প্রজন্মের হাতেগোনা কয়েকজন বাদ দিলে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর যাঁরা এই ছবিটি দেখেছেন, তাঁদের আর মলিনা দেবীকে আলাদা করে চিনিয়ে দেওয়ার দরকার পড়ে না। ছায়াছবিতে মেসমালিক তুলসী চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় মলিনা দেবীর মুখে ‘কই কোথায় গেলে গো’ সংলাপটি তো বাংলা ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয়। মলিনা দেবী ছিলেন হাওড়ার মানুষ। জন্ম ১৯১৬ সালে। প্রথাগত শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। অল্পবয়সেই পড়াশোনায় ছেদ টানতে বাধ্য হয়েছিলেন। অভাবের তাড়নায় মাত্র ৮ বছর বয়সেই রোজগারের সন্ধানে বেরিয়ে পড়তে হয়েছিল। শিশুশিল্পী হিসেবে যোগ দিয়েছিলেন মিনার্ভা থিয়েটারে। ওই একরত্তি বয়সে অভিনয় বলতে আসলে নাটকের দলে নাচ। সেইসময় মিনার্ভা থিয়েটারে ‘আত্মদর্শন’, ‘মিশরকুমারী’ প্রভৃতি নাটকের মাঝখানে মাঝখানে একদল সখী নাচতে নাচতে বেরিয়ে যেত। সেই সখীর দলেই নাচতেন মলিনা দেবী।
মিনার্ভা থিয়েটারের নাচের মাস্টারের কাছেই নাচের প্রাথমিক পাঠ নিয়েছিলেন মলিনা। তখন প্রায় সারারাত ধরে থিয়েটার হতো। একেকটি নাটকে নাচের দৃশ্য থাকত বড়জোর মিনিটখানেক। কিন্তু ওইটুক সময় হলে কী হবে, নাচের দৃশ্যের জন্য অপেক্ষা করে থাকতে হতো শিল্পীদের। দিনের পর দিন রাতজাগা কি ওইটুকু মেয়ের পক্ষে সম্ভব! ঘুমে চোখ জুড়িয়ে আসত ছোট্ট মলিনার। ক্লান্তিতে একেকদিন আর চোখ খুলে রাখতে পারতেন না, ঘুমিয়েই পড়তেন। কখনও সখনও নাচের ড্রেসের বাক্সের ফাঁকে গুটিসুটি মেরে শুয়ে পড়তেন। নাচের সময় শুরু হতো খোঁজ। তারপর খুঁজে পেলে দলের সদস্যরাই চড়-থাপ্পড় মেরে ঘুম থেকে তুলে দিত। ঘুম চোখ মুছতে মুছতে স্টেজে গিয়ে হাত-পা ঘুরিয়ে নাচতে শুরু করে দিত ছোট্ট মলিনা। পরবর্তীকালে এই নাচের অভিজ্ঞতাটাকেই কাজে লাগিয়ে দারুণভাবে নাচ শিখে নিয়েছিলেন তিনি। মলিনা দেবীর নাচের গুরু ছিলেন ললিত গোঁসাই। ললিতমোহন গোস্বামী। তিনি নাচ শেখাতেন দারুণ। হীরেন বসুর পরিচালনায় নিউ থিয়েটার্সের ‘মহুয়া’ ছবিতে মলিনা দেবীর নাচ ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। হীরেনবাবু নিজে অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচে-গানেও পারদর্শী ছিলেন। সেই ছবিতে মলিনা দেবীর সঙ্গে অভিনয় করেছিলেন অহীন্দ্র চৌধুরী ও দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ‘মহুয়া’ ছবিটি একটানা প্রায় মাস তিন-চারেক চলেছিল।
মিনার্ভা থিয়েটার দিয়ে অভিনয় জগতে প্রবেশ করলেও পরবর্তীকালে এই দল ছেড়ে দিয়ে মনমোহন থিয়েটারে নাম লেখান মলিনা। তবে এই দলবদল অবশ্য স্বেচ্ছায় হয়নি। টাকাপয়সা নিয়ে মিনার্ভা থিয়েটারের কর্তাদের সঙ্গে তাঁর পরিবারের কিছু গন্ডগোল হয়েছিল। ফলে মিনার্ভা কর্তৃপক্ষ তাঁকে দল থেকে ছেঁটে ফেলেন। সেখান থেকে মনমোহন থিয়েটারে এসে কমবয়সি ছেলের ভূমিকায় অভিনয় করতেন। ‘জাহাঙ্গির’ নাটকে বালক দারা সাজতেন তিনি। আর ‘কণ্ঠহার’ নাটকে শ্যামল বলে একটা ছেলের চরিত্র করতেন। তবে বেশিদিন তাঁর পুরুষ সেজে অভিনয় করা হল না। এ প্রসঙ্গে মলিনা দেবী নিজেই অক্ষেপ করতেন, ‘ছেলে আর বেশিদিন সাজা গেল কোথায়! গায়ে-গতরে পুরুষ্ট হয়ে ছেলের রোল থেকে ছাঁটাই হয়ে গেলাম।’ আর শুধু ছেলের চরিত্র নয়, ছাটাই হয়ে গেলেন এই থিয়েটার থেকেও। আসলে মনমোহন থিয়েটারে তখন একগাদা মেয়ে। নতুন কোনও মহিলা চরিত্রে যে ঢুকবেন মলিনা, সেই সুযোগ পেলেন না। তাই আবার ফিরে গেলেন নাচিয়ের রোলে। এবার স্টার থিয়েটার। ততদিনে নাচে পোক্ত হয়ে গিয়েছেন তিনি। স্টারে ‘শকুন্তলা’ আর ‘স্বয়ংবরা’ এই দুটো নাটকে নেচেছিলেন তিনি।
থিয়েটারে অভিনয়ের সুযোগ পেলেও চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। থিয়েটার থেকে ছাঁটাই হয়ে যাওয়ার পর প্রতিদিন স্টুডিওপাড়ায় ঘুরতেন সিনেমায় কাজ পাওয়ার আশায়। তবে অত সহজে কি আর কাজ মেলে? অনেক লড়াইয়ের পর ছবিতে অভিনয়ের শিকে ছিঁড়ল ১৯৩০ সালে । রাধা ফিল্মসের নির্বাক ছবি ‘শ্রীকান্ত’-তে একটা ছোট্ট রোলে সুযোগ পেলেন তিনি। পরিচালক ছিলেন তারাকুমার ভাদুড়ি। সেই ছবির নায়ক ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাবা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের বছর ১৯৩১ সালে ম্যাডান থিয়েটারের ‘দেবী চৌধুরানি’ মলিনার দ্বিতীয় ছবি। সেই বছরই তিনি অভিনয় করলেন আরও একটি ছবিতে। ইন্টারন্যাশনাল ফিল্ম ক্র্যাফটের ‘চাষার মেয়ে’। একটি ছবিতেও তাঁর ভূমিকা সেরকম বলার মতো কিছু ছিল না। কিন্তু ওই ‘চাষার মেয়ে’-ই মলিনা দেবীকে ছবির মেয়ে করে তুলল। সিনেমাতে থিতু হলেন তিনি।
সিনেমায় অভিনয়ের কাজ খুঁজতে গিয়েই ভারতীয় চলচ্চিত্রের প্রবাদপুরুষ প্রমথেশচন্দ্র বড়ুয়ার সঙ্গে একটা মজাদার কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তিনি। বড়ুয়া সাহেবের অবশ্য তখনও চলচ্চিত্রের সঙ্গে কোনও সম্পর্ক তৈরি হয়নি। তবে, ছাত্রাবস্থা থেকেই নাটক সম্বন্ধে প্রচণ্ড আগ্রহী ছিলেন। তৎকালীন বাংলা পেশাদার রঙ্গমঞ্চের প্রায় সব নাটকের দর্শকাসনেই প্রমথেশ বড়ুয়া থাকতেন। বড়ুয়া সাহেবকে চলচ্চিত্র সম্পর্কে আগ্রহী করে তোলেন সেই ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় অর্থাৎ ডি জি।
(ক্রমশ)
 অঙ্কন: সুব্রত মাজী 
02nd  August, 2020
স্মৃতিময় 

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। 
বিশদ

02nd  August, 2020
বাঘের ডেরায়

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন তপন বন্দ্যোপাধ্যায়। বিশদ

26th  July, 2020
আজও তারা জ্বলে
পর্ব- ৩৩ 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। শেষ কিস্তি।  বিশদ

26th  July, 2020
আজও তারা জ্বলে
পর্ব ৩২

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। অষ্টম কিস্তি।
বিশদ

19th  July, 2020
একটি নয়, দু’টি দিন 

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন মৃদুল দাশগুপ্ত। 
বিশদ

19th  July, 2020
কাছিম 
সৌরভ মিত্র

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। জীববিজ্ঞান ও জলবায়ু-বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন। এর আগে তিতিরের বেশ কিছু গবেষণাপত্র এখানে-ওখানে প্রকাশ পেলেও এত বড় মঞ্চে এই প্রথম। এক সপ্তাহের সম্মেলন, আজ চতুর্থ দিন। 
বিশদ

19th  July, 2020
 মার্কেনের ঘোড়া
পাপিয়া ভট্টাচার্য

‘এখন বাজে বারোটা চল্লিশ, আর তুমি বলছ যে তুমি এরপর লাইটহাউসে যাবে আর সব দেখে ফিরবে, তাও হেঁটে?’ ড্রিক একটা লাল বল লোফালুফি করতে করতে বলল। গাঢ় নীল শার্টের উপর একটা লাল জ্যাকেট আর কোমরের নীচে একটা নীল স্ট্রাইপ দেওয়া বড় গাউনের মত পোশাক পরা রূপবান ড্রিককে দেখে মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনও রাজবংশীয় কিশোর।
বিশদ

12th  July, 2020
 আজও তারা জ্বলে
পর্ব- ৩১

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। সপ্তম কিস্তি।
বিশদ

12th  July, 2020
চলার পথে
অপমানেও গৌরব

 জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন বাণীব্রত চক্রবর্তী ।
বিশদ

12th  July, 2020
আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। ষষ্ঠ কিস্তি।
বিশদ

05th  July, 2020
দু’জন  

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন ভগীরথ মিশ্র।
বিশদ

05th  July, 2020
সিনেমার মতো
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়িতে সেটল করতে একটু সময় লাগছে শাশ্বতর। শাশ্বত মুখার্জি। কলকাতার বনেদি বাড়ির পরিবেশে মানুষ হওয়াটা কোথাও কোথাও একটু অসুবিধাজনকও বটে। মজ্জায় মজ্জায় মানিয়ে নেওয়ার সমস্যা।  বিশদ

05th  July, 2020
ফেয়ার-ওয়েল
অঞ্জনা চট্টোপাধ্যায়
(১)

 নাইন-বি এর ক্লাসরুম থেকে বেরিয়ে ধীরপায়ে সিঁড়ির দিকে এগিয়ে চললেন অলকানন্দা রায়চৌধুরী, ছাত্রীদের প্রিয় শিক্ষিকা ‘অলকা দি’। গতকাল রাত থেকেই হাঁটুর ব্যথাটা আবার চাগাড় দিয়েছে, পা মুড়তে বেশ কষ্ট হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে মনের ভিতর যে ব্যথাটা জমে রয়েছে তার কাছে এই হাঁটুর ব্যথাটা তো একেবারেই তুচ্ছ। রেলিং ধরে ধীরে ধীরে একতলার দিকে নামতে শুরু করলেন অলকা।
বিশদ

28th  June, 2020
চলার পথে
ফ্রেদরিকের চিঠি

 জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অমর মিত্র। বিশদ

28th  June, 2020
একনজরে
কাছারি বাজারের কাপড়পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনায় মোট ৭ কোটি ৮৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন ব্যবসায়ীরা। ...

 অযোধ্যায় রামমন্দিরের জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হতো, তাহলে সেই উদ্বোধনী অনুষ্ঠানে যেতাম না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্য ঘিরেই বিতর্ক ছড়িয়েছে। ...

করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পর খড়্গপুর রেল হাসপাতালের এক চিকিৎসক ফের করোনায় আক্রান্ত হলেন।   ...

মাকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল ১৭ বছরের এক কিশোরকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর সংলগ্ন আঁখিরাপাড়া এলাকায়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য আসবে। হিসেব করে চললে তেমন আর্থিক সমস্যায় পড়তে হবে না। ব্যবসায় উন্নতি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম
১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম
১৯৭৫: গীতিকার ও কবি প্রণব রায়ের মৃত্যু
১৯৭৭: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৮১- সুইস টেনিস খেলোয়ান রজার ফেডরারের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৬ টাকা ৭৬.৮৮ টাকা
পাউন্ড ৯৫.৮৩ টাকা ১০০.৯৯ টাকা
ইউরো ৮৬.৪৮ টাকা ৯১.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৬,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৪,০৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৪,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৫,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৫,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ শ্রাবণ ১৪২৭, শনিবার, ৮ আগস্ট ২০২০, পঞ্চমী ৫৭/৪১ রাত্রি ৪/১৯। উত্তরভাদ্রপদনক্ষত্র ২৭/২৩ অপঃ ৪/১২। সূর্যোদয় ৫/১৪/৩৫, সূর্যাস্ত ৬/৯/৫১। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১২/৫৯ মধ্যে। রাত্রি ৮/২৩ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩২ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৪৫। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১৯ গতে ২/৫৬ মধ্যে পুনঃ ৪/৩৩ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।।
২৩ শ্রাবণ ১৪২৭, শনিবার, ৮ আগস্ট ২০২০, পঞ্চমী রাত্রি ২/৩২। উত্তরভাদ্রপদনক্ষত্র দিবা ৩/৪৯। সূর্যোদয় ৫/১৪, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১২/৫৮ মধ্যে এবং রাত্রি ৯/২০ গতে ১০/৩৪ মধ্যে ও ১২/৩ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/২০ গতে ২/৫৮ মধ্যে ও ৪/৩৫ গতে ৬/১৩ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৪ মধ্যে।
১৭ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: ব্যবসায় উন্নতি হবে। বৃষ: কাজে বিশেষ সাফল্য। মিথুন: কর্মে একাধিক ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম১৯৭৫: গীতিকার ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল
রাজ্যে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট ২০০৫ ...বিশদ

09:06:41 PM

কাজিরাঙ্গায় শিকারির গুলিতে মৃত গণ্ডার 
অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে আজ সকালে একটি মৃত গণ্ডার উদ্ধার করা ...বিশদ

04:35:00 PM

গুজরাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন 
 গুজরাতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগল। আজ শনিবার ঘটনাটি ...বিশদ

03:59:00 PM

কেরলে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২৩ জন যাত্রী হাসপাতাল থেকে মুক্ত 
কেরলে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২৩ জন যাত্রীকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ...বিশদ

03:45:00 PM