সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
বাতাসে হিমেল টান শুরু। রাতের দিকে ঘরে ফিরলে একটা হালকা স্টোল গায়ে জড়িয়ে নিলে মন্দ লাগছে না। গেরস্থ বাড়িতে রাতে ঘুমনোর আগে পাখার পয়েন্ট কমে যাচ্ছে এক-দু’ধাপ। আবহাওয়ার এমন সুখটানের দিনগুলোয় নতুন করে ওয়ার্ডরোবে হাত পড়ে। হালকা ঠান্ডার জিনিস বার করা যেমন চলে, তেমনই চোখ বুলিয়ে নেওয়ার পালা এবার নতুন কিছু কিনতে হবে কি না। এই সময় নিউমার্কেট, লিন্ডসে স্ট্রিট, ওয়েলিংটনের মোড় বা হাতিবাগান, গড়িয়াহাট দিয়ে হাঁটলে চারপাশের দোকানগুলোর চেহারা কেমন যেন বদলে যায়। হালকা শীতের জিনিস উঠে আসে ম্যানিকুইনের শরীরে। মাফলার, হালকা চাদর, নতুন নকশার হালফ্যাশনের টুপিদের ভিড়ে রঙিন বেচাকেনা। এবার শীত পড়ার মুখে আপনিও ঝালিয়ে নিন আলমারিতে নতুন করে কী কী ঠাঁই পাবে। কত দামে মিলবে কোথায়?
কান ঢাকা টুপি: বাইরে ফার, ভিতরে গরম উলের কাপড়। এমন গতে বাঁধা কান ঢাকা টুপি কিন্তু ধীরে ধীরে বাজার ছেয়ে ফেলছে। মাথার সঙ্গে কানও ঢাকা যায় বলে হালকা ঠান্ডায় এই টুপি বেশ আরামদায়ক। গজকুমার বা শ্রীরাম আর্কেডের ভিতরের দোকানগুলো তো বটেই, তাছাড়া শীতের পোশাক বিক্রি করেন এমন যে কোনও দোকানেই এমন টুপি সহজেই পাবেন। খোঁজ করতে পারেন অনলাইনেও। এই টুপিগুলো সাধারণত ছেলে-মেয়ে উভয়েই পরতে পারে। ২০০-৪০০ টাকার নানা রেঞ্জে এমন টুপি মিলবে। আবার এমন টুপির সঙ্গে স্কার্ফের সেটও পাবেন। তবে এটি মূলত অনলাইনেই মেলে। স্কার্ফ জুড়ে গেলে দামও একটু বাড়বে। ৬০০-৭০০ টাকার মধ্যে এই সেট পাবেন।
মাফলার: পশমিনা কাপড়ের নানা নকশার মাফলারও একটি সংগ্রহে রাখতে পারেন। চেকস ও স্ট্রাইপ দু’ধরনের নকশাতেই এমন মাফলার পাবেন। একরঙাগুলোও দেখতে ভালো। ১৫০-৫০০ টাকার মধ্যে নকশা ও কাপড়ের মান অনুযায়ী দাম ঘোরাফেরা করে। এই মাফলারগুলির নকশাও ছেলে-মেয়ে উভয়েই ব্যবহার করতে পারে। বাচ্চাদের বেলাতেও এই একই রেঞ্জে নানা নকশার মাফলার পাবেন।
মাউথ মাফল: এবার শীতে মাস্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ভরপুর শীত পরার আগেই ঠান্ডার সময় ব্যবহার করা যাবে এমন বিশেষ মাস্ক ইতিমধ্যেই বাজারে এসেছে। এমন মাউথ মাফল অনলাইনেও পাবেন। তবে এর নকশা ছোটদের ও মহিলাদের জন্য তৈরি। ৪০০ টাকার মধ্যেই এই মাফল মাস্ক পাবেন। এতে কান-নাক-মুখ সবই ঢাকা থাকবে পুরুভাবে।
স্টোল: হালকা শীতের সঙ্গে লড়ার জন্য স্টোল সবসময়ই সহায়। নানা নকশার স্টোল শীত আটকাতে সংগ্রহে রাখুন। প্রায় সব জামাকাপড়ের দোকানই শীতের মুখে বেশ কিছু স্টোল নিজেদের পসরায় রাখে। সেখান থেকেও মনের মতো কয়েকটা কিনে রাখতে পারেন। ২৫০-৬০০ টাকা দামের মধ্যে নানা রকমের স্টোল পাবেন। নকশা অনুযায়ী দামের হেরফের হয়। অনলাইনেও এমন স্টোল কিনতে পারেন।
হাফ জ্যাকেট: উচ্চমানের নাইলন ফ্যাব্রিক দিয়ে বানানো এমন হাফ জ্যাকেটগুলো হালকা শীতের দিনে খুব কাজে আসে। উচ্চমানের নাইলনের স্মুদ ফিনিশ এই জ্যাকেটগুলি হালকা শীতের নানা ঘরোয়া অনুষ্ঠানেও পরার জন্য ভালো। স্লিম ফিট ও নর্মাল ফিটিংস দু’ধরনের মাপেই এমন জ্যাকেট পাওয়া যায়। বোতাম দেওয়া বা চেন টানা দু’রকম নকশাই মেলে। দাম পড়বে ৭০০-৯০০ টাকা।
মেয়েদের ফ্যাশনেও এমন হাফ জ্যাকেট খুবই কাজে আসে। নাইলনের এমন হাফ জ্যাকেট হালকা শীতের পার্টিওয়্যার হিসেবেও বেশ চলনসই। নিত্যব্যবহারের জন্য হালকা নকশার এমন জ্যাকেট সংগ্রহে রাখুন। গজকুমার, প্ল্যানেট ফ্যাশনের মতো শীতের জামাকাপড় বিক্রির জন্য নামী দোকান থেকে কিনলে এমন নাইনলের জ্যাকেটের নানা নকশা পাবেন। কোথাও আবার ফার যোগ করে নকশায় নতুনত্ব আনা হয়েছে। এই ধরনের জ্যাকেটগুলি হুড-সমেতও কিনতে পারেন। দাম পড়বে ৮০০-৯০০ টাকার মধ্যেই।