শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
সম্প্রতি ডানলপের মহামিলন মঠে ওঙ্কারনাথ মিশনের পক্ষ থেকে ওঙ্কারনাথ ইনস্টিটিউট অফ কালচারের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আর্ত মানুষের সেবা ও স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলেও কাজকর্মের প্রসার ঘটাতে উদ্যোগ নিচ্ছে। ঠাকুর ওঙ্কারনাথের গড়া ৭৫টি আশ্রমে স্কুল তৈরি ও ছাত্র-ছাত্রীদের ফ্রিতে কোচিং দেওয়ার পাশাপাশি জোর দিচ্ছে সংস্কৃত ভাষা শিক্ষা, পৌরোহিত্যে জ্ঞানার্জন, যোগাচর্চায়। ওঙ্কারনাথ সম্পর্কে আলোচনা করেন মিশনের প্রেসিডেন্ট কিংকর বিঠ্ঠল রামানুজ মহারাজ। আগামী দিনে এইসব কর্মকাণ্ডের কথা জানালেন ওঙ্কারনাথ মিশন কালচারাল ইনস্টিটিউটের সর্বভারতীয় প্রেসিডেন্ট প্রিয়নাথ চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক রবীন দত্ত।