শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
জয়িতা’জ সিলেকশন-এর উদ্যোগে ‘পুজোর হুল্লোড়’ প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। এখানে পেয়ে যাবেন জয়িতা’জ সিলেকশনের নিজস্ব ওয়ার্কশপে তৈরি এক্সক্লুসিভ ও এথনিক লখনউ চিকন। এছাড়াও পাবেন পুজো স্পেশাল ডিজাইনার শাড়ি সিল্ক, তসর, কটন, হ্যান্ডলুম মেটিরিয়ালে পাবেন। গুজরাতি, কাঁথা ও আড়ি কাজ করা হ্যান্ড এমব্রয়ডারি করা শাড়ি, ট্রেন্ডি কুর্তা ও কুর্তি, ১.৫ গ্রাম গোল্ড জুয়েলারি, কস্টিউম জুয়েলারি। প্রদর্শনী খোলা সকাল সাড়ে ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত। ঠিকানা: ১৬/২ গড়িয়াহাট রোড, একডালিয়া ক্রসিং ডিসপ্লে হল, কলকাতা-১৯, ফোন: ৯৮৩০০ ৫৪৭১৮
প্রমিতি’জ কালেকশনে প্রাক পুজো সেল চলছে। প্রমিতি’জ-এর নিজস্ব ঠিকানায় সেল চলবে ষষ্ঠীর দিন পর্যন্ত। এখানে সিল্ক, তসর, গারদ, চান্দেরি, ভাগলপুরি সিল্ক-তসর, তাঁত, সুপারনেট, মলমল, কোটা প্রভৃতি শাড়ির কালেকশন পাওয়া যাবে। বাটিক, প্রিন্ট, পেন্টিং, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, মিক্স অ্যান্ড ম্যাচ শাড়িও নজর কাড়বে। এছাড়াও পাঞ্জাবি, থ্রি পিস সালোয়ার স্যুট, বটুয়া, কুশন কভার, কস্টিউম জুয়েলারি রয়েছে। কিছু আইটেমের ওপর ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১০০০ টাকার কেনাকাটায় উপহার মিলবে। ঠিকানা: ৩৭সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-২৬, ফোন: ৯৮৩০৯৯৫৭৩৩ ।
আভাসা ও বীথিকা শারদীয়া হাট নামে একটি প্রদর্শনী ও সেলের আয়োজন করেছে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে পাওয়া যাবে নানা ধরনের শাড়ি, কুর্তি, ব্লাউজ, বেড লিনেন, জুয়েলারি, হোম ডেকর প্রভৃতি। ঠিকানা: ১৬/৩ গড়িয়াহাট রোড, কলকাতা-১৯, ফোন: ৯৮৩০৯ ৮৭৭১৩
দিশারি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল নামে একটি প্রদর্শনী ও সেল শুরু করেছে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে ডিজাইনার তসর, সিল্ক, কটন ও হ্যান্ডলুম শাড়ি, কুর্তি, ডিজাইনার ব্লাউজ, ছোটদের পোশাক, হোম ডেকর, জুয়েলারি, ট্যাপারওয়্যার পাওয়া যাবে। খোলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৮টা। ঠিকানা: উৎসব ভবন, ১৩৪ রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা-২৯, ফোন: ৯৭৪৮৭৫৫১৮৩