শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
অ্যাক্রোপলিস মলের ডেভলপার মার্লিন গ্রুপ শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে দশজন মহিলা ব্যবসায়ীর সম্ভার সাজিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। গত ৭ সেপ্টেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশিস সেন, মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা ও ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা। সাকেত মোহতা জানালেন, প্রথম প্রজন্মের মহিলা এন্টারপ্রেনরদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে মার্লিন গ্রুপ। পুজোর ঠিক এই আগের মুহূর্তে উইক এন্ডে প্রচুর মানুষের সমাগম হয় অ্যাক্রোপলিস মলে। শুধু বিক্রি বাটা আর লাভই নয়, মহিলা এন্টারপ্রেনাররা তাঁদের পরিচিতিও গড়ে তুললেন এই ব্লুমিং কলকাতা-২০১৯-এ। পঁচিশ বছর থেকে তেষট্টি বছর বয়সের মহিলা ব্যবসায়ীরা অংশ নিয়েছিলেন এই দু’দিনের উৎসবে। শাড়ি, পোশাক, গয়না, ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র হ্যান্ডমেড চকোলেট ইত্যাদি ছিল এই প্রদর্শনীতে।
অনুষ্পার পঁচিশ পূর্ণ
ডিজাইনার অনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও শম্পা সেনগুপ্তর হাত ধরে শুরু হয়েছিল অনুষ্পার পথ চলা। সেই ১৯৯৪ সালে। গত ২২ আগস্ট অনুষ্পার জন্মদিন উপলক্ষে নারী সেবা সংঘের কৌশিক হলে হয়ে গেল বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করলেন বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী বললেন, অনুষ্পা বুটিকের শাড়ি ও পোশাক তাঁর খুব পছন্দের। আভিজাত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন অনুষ্পার বিশেষত্ব। নানান অনুষ্ঠানে তিনি অনুষ্পার কালেকশন পরেন বহুদিন ধরেই। ডিজাইনার অনুশ্রী ও শম্পা জানালেন, তাঁদের এবারের পুজো কালেকশনে এমব্রয়ডারিতে গুরুত্ব দেওয়া হয়েছে। আর যা তাঁরা এতোগুলো বছর ধরে মেনটেন করে এসেছেন, তা হল কখনও কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেননি, সবসময় ডিজাইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং রিজিনেবল দামে সকলের কেনার উপযোগী শাড়ি পোশাক তৈরি করেছেন। অনুষ্পার ঠিকানা: ২৮/১/৪, নকুলেশ্বর ভট্টাচার্য লেন কল-২৫, ফোন: ৯৮৩০৮৫৯১৯৩।
কিকো মিলানো কলকাতায়
ইতালিয়ান প্রফেশনাল কসমেটিক্স ব্র্যান্ড কিকো মিলানো পূর্বভারতের বাজারে প্রথম পা রাখল। সাউথ সিটি মলের শপার্স স্টপে কিকো মিলানোর রিটেল পয়েন্ট খুলল গত ২ আগস্ট। কালার কসমেটিক্সে কিকো মিলানোর খ্যাতি বিশ্বজোড়া। গর্জিয়াস এথনিক লুক যেমন কালার শেডে, তেমনই ট্রেন্ডি ব্লাস্ট কালার শেডও রয়েছে। লিপস্টিক, ব্লাশ অন, আইশ্যাডো, আইলাইনার, ফাউন্ডেশন— প্রত্যেকটিই পাবেন নানান শেডে।
অ্যাক্টিম্যাক্সের পোলো টি-শার্ট
সম্প্রতি আর্টিমাস ফ্যাশন প্রাইভেট লিমিটেডের অ্যাক্টিম্যাক্স ব্র্যান্ড খুব সুন্দর দেখতে একটি টি-শার্টের কালেকশন বাজারে এনেছে। সংস্থার আশা, গর্জিয়াস লুকের এই ডিজাইনার ফ্যাশন পোলো টি-শার্ট ক্রেতাদের মন জয় করে নেবে। মূলত অল্প বয়সি ও শরীর সচেতনদের পছন্দের কথা মাথায় রেখে এই টি-শার্ট ডিজাইন করা হয়েছে। অত্যন্ত ভালো মেটিরিয়ালে তৈরি এই টি-শার্ট বেশ আরামদায়ক ও কালারফুল। দেখলেই পছন্দ হবে। বিভিন্ন রঙের আকর্ষণীয় পাওয়া যাচ্ছে। দাম শুরু ৪৯৯ টাকা থেকে। দেশের প্রায় সব জায়গায় এই পোলো টি-শার্ট পাওয়া যাচ্ছে।
রিয়েল ফুডস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট
এফ এম সি জি সংস্থা হিসেবে রিয়েল ফুডস প্রাইভেট লিমিটেড একটি পরিচিত নাম। এদের রিয়েল ক্রাঞ্চ কর্নফ্লেক্স, রিয়েল চকো এবং রিয়েল ওটস নামে তিনটি বহুল বিক্রিত প্রোডাক্ট রয়েছে। স্বাদে গুণে সমৃদ্ধ এই প্রোডাক্টগুলি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়। সংস্থা তাদের প্রতিটি প্রোডাক্ট তৈরি করতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে। রিয়েল ক্রাঞ্চ কর্নফ্লেক্স, রিয়েল চকো এবং রিয়েল ওটস শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও ভালো পরিমাণে বিক্রি হয়।
এ প্রসঙ্গে সংস্থার এ এস এম (পশ্চিমবঙ্গ) সুব্রত সেন বলেন, রিয়েল ফুডস প্রাইভেট লিমিটেড অদূর অভিষ্যতে আরও বেশ কয়েকটি প্রয়োজনীয় প্রোডাক্ট বাজারে আনবে। সেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কর্নফ্লাওয়ার, সিমুই, আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু, ডালিয়া প্রভৃতি। সংস্থার চালু প্রোডাক্টগুলি প্রায় সব রিটেল স্টোরেই পাওয়া যায়। দামও আয়ত্তের মধ্যে। যোগাযোগ: ৯৪৩৩৫৬২৪৩৬, ওয়েবসাইট: www.realcrunch.in
স্যাফায়ার ন্যাচারালসের বিউটি কনটেস্ট
এবার দুর্গাপুজোর মরশুমে সুন্দরীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে ‘স্যাফায়ার ন্যাচারালস’ নামে বিউটি ও হার্বাল কসমেটিক ব্র্যান্ড। তারা আয়োজন করেছে এক বিউটি কনটেস্টের, যার পোশাকি নাম ‘আমরা তোমাকেই খুঁজছি’। এই কনটেস্টে অংশগ্রহণ করতে গেলে পাঠাতে হবে একটি সেলফি। কিন্তু সেই সেলফিতে প্রতিযোগীর হাতে থাকতে হবে স্যাফায়ার ব্র্যান্ডের যে কোনও একটি প্রোডাক্ট। সেলফিটি পাঠাতে হবে ৯৮৩০৩৭১৬৬৬ এই নম্বরে হোয়াটঅ্যাপে। সেলফি পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। প্রত্যেক জেলার সেরা সুন্দরীর ছবি প্রকাশিত হবে সংবাদপত্রে। এতেই শেষ নয়। বাংলার সেরার সেরা সলন্দরীকে দেখা যাবে স্যাফায়ার ব্র্যান্ডের পরবর্তী বিজ্ঞাপনে। বিবাহিত, অবিবাহিত, যে কোনও বয়সের সুন্দরীরা পাঠাতে পারেন সেলফি। বিশদে জানতে দেখুন saffire durge puja contest 2019 ফেসবুক পেজ।
পুরস্কৃত ৩০জন ছাত্রী
সামাজিকভাবে পিছিয়ে পড়া ৩০ জন স্কুল ছাত্রীকে পুরস্কৃত করল ইজি নোট স্টেশনারি প্রাইভেট লিমিটেড। এরা এবছর হোপ ফাউন্ডেশন এবং তিলজলা শেড থেকে বোর্ডের পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সফল ছাত্রীদের পুরস্কৃত করতে ইজি নোট স্টেশনারি প্রাইভেট লিমিটেড গত ২১ আগস্ট একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক বৈশালী ডালমিয়া, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইজি নোট স্টেশনারি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শালিনী বিশ্বাস প্রমুখ। এ প্রসঙ্গে শালিনী বিশ্বাস বলেন, সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের উৎসাহিত ও সাহায্য করতেই এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ এবার দ্বিতীয় বছরে পড়ল।
হোমডেকর ব্র্যান্ড ইন্ডিয়া সার্কাস এবার কলকাতায়
কলকাতা তথা পূর্ব ভারতে এই প্রথম আধুনিক সমকালীন ফ্যাশন হোম ডেকর প্রিমিয়াম ল্যাক্সারি ব্র্যান্ড ইন্ডিয়া সার্কাস সম্প্রতি এলগিন রোডে ফোরাম কার্টিয়াড মনে লঞ্চ করল। ব্র্যান্ডের কর্ণধার তথা এক্সিকিউটিভ ডিরেক্টর, (গোদরেজ ভেঞ্চার) মিস্টার কৃষ্ণা মেহেতা বলেন, আমরা খুশি যে ২০১২ তে আমাদের পথ চলা শুরু হলেও আজ কলকাতায় আমাদের চতুর্থ স্টোর খুললাম। ভারতের অন্যান্য শহরে এই স্টোর আছে। এখানে আছে কুশনকভার, ডোর ম্যাট, ছাতা, ডেকর প্লেট, সাইড টেবিল, ক্রকারি ডিনারওয়্যার, ল্যাম্প, কপার টাম্বালারস, ডাফেন ব্যাগ, ব্রেস বাসকেট, ট্রে ইত্যাদি ডেকোরেটিভ আইটেম যা এক কথায় এক্সক্লুসিভ। বেশিরভাগ ডিজিটাল প্রিন্ট রয়েছে, রাস্তার ধারে চায়ওয়ালা থেকে মোঘল রয়্যালিটি এদের কুশনকভার থেকে ছাতা এবং বিভিন্ন আইটেমে প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি আইটেম নিত্য ব্যবহার্য।
স্বস্তিনাথ শাস্ত্রী, স্নেহাশিস সাউ, চৈতালি দত্ত
ছবি: সুফল ভট্টাচার্য