বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মৌলালি শাখায় পুরুষদের জন্য অহম কালেকশন লঞ্চ হল। এই কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আনুষ্ঠানিক সূচনা করে সৌরভ গাঙ্গুলি জানান, ‘এই কালেকশনের জন্য যে শাইন অন নামে ব্র্যান্ড ক্যাম্পেন করেছি আমার তা অত্যন্ত ভালো লেগেছে। আমি প্রচুর কমার্শিয়াল বিজ্ঞাপন করি কিন্তু সাদা-কালোতে এই বিজ্ঞাপনে কাজ করে আত্মতুষ্টি পেয়েছি। অহম কালেকশন দেখেই মনে হয়েছে এটি পুরুষদের জন্যই তৈরি। এটি আমার।’ এদিন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শঙ্কর সেন একটি ব্রেসলেট সৌরভ গাঙ্গুলির হাতে পরিয়ে দেন। সেই সঙ্গে শঙ্কর সেন জানান, ‘এই কালেকশনটি গোল্ড, ডায়মন্ড, সিলভারে তৈরি। যে কোনও পেশার এবং ব্যক্তিত্বের পুরুষের সাজের এটি অঙ্গ হতে পারে। যার মধ্যে একটা আমিত্ব রয়েছে। যা পুরুষের ব্যক্তিত্বকে উদ্ভাসিত করবে।’ এই কালেকশনে আছে রিং, ব্রেসলেট, কাফলিংকস, ইয়ার স্টাড, চেন, পেনডেন্ট। এই কালেকশনের দাম শুরু সিলভার ২০০০ টাকা থেকে। ডায়মন্ড ও গোল্ড কালেকশনে অহম-এর দাম যথাক্রমে ৪০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা থেকে। এটি এখন এদের সব শাখাতে পাওয়া যাচ্ছে।
অশ্বিনী’র ব্র্যান্ড অ্যাম্বাসাডার রচনা
অশ্বিনী হেয়ার অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যাও ও অশ্বিনী গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) পিনাকী সেন। উল্লেখ্য, সংস্থার মতে অশ্বিনী হেয়ার অয়েল নিয়মিত ব্যবহার করলে কমবে চুলপড়া এবং খুশকির সমস্যা।
ফাস্টট্র্যাকের ডেনিম কালেকশন
ইয়াং জেনারেশনের পছন্দের ঘড়ির ব্র্যান্ড ফাস্টট্র্যাক বাজারে এনেছে ডেনিম ওয়াচ কালেকশন। এই ঘড়ি ডিজাইনের দিক থেকে অনন্য। ঘড়ির স্ট্র্যাপে রয়েছে ডেনিম ফেব্রিক, যার ভিতরের দিকে থাকবে লেদারের লাইনিং। ফেব্রিক, সেলাই ও ধাতব পিনের ব্যবহার একে আলাদা মাত্রা দিয়েছে। স্ট্র্যাপটি ডেনিমের মতো দেখতে। কোনও কোনও ক্ষেত্রে সেলাই গিয়ে পৌঁছেছে ঘড়ির ডায়াল পর্যন্ত। এই ধরনের ঘড়ি পরাকে উৎসাহিত করতে ক্রেতাদের নিয়ে বিভিন্ন স্টোরে বিশেষ ওয়ার্কশপেরও আয়োজন করা হয়ে বলে সংস্থাসূত্রে জানা গিয়েছে। এই সব ওয়ার্কশপে উপস্থিত থাকবেন চিত্রকর স্নেহা দাশগুপ্ত, পোশাক ডিজাইন বিশেষজ্ঞ শিরালি তায়েবজি, এক্সপেরিমেন্টার ডিজাইনার আকিব ওয়ানি সহ একাধিক শিল্পী। এই ডেনিম কালেকশনের দাম শুরু ১৮৯৫ টাকা থেকে। ফাস্টট্র্যাকের সব
স্টোর এবং www.fastrack.
in ওয়েবসাইটে পাওয়া যাবে।
দি ইন্ডিয়ান ফ্যাশন এক্সপো ২০১৯
সম্প্রতি কলকাতায় হয়ে গেল ‘দি ইন্ডিয়ান ফ্যাশন এক্সপো ২০১৯’। ইকোপার্কে গত ২ জুলাই থেকে ৬ জুলাই এক্সপোটি হয়েছিল। পূর্ব ভারতের সবথেকে বড় ‘বি টু বি গার্মেন্ট ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কলকাতার সি এম ডি মনোজ খেমকা, মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন প্রেসিডেন্ট এবং রূপা অ্যান্ড কোম্পানির ডিরেক্টর রমেশ আগরওয়াল, ই আই জি এম ই এফ-এর প্রেসিডেন্ট অলোক মোরে, ভাইস প্রেসিডেন্ট রাজ দুগ্গার, সচিব জয় বর্মা প্রমুখ। ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০০টি সংস্থা তাদের সেরা পোশাকের সম্ভার নিয়ে এক্সপোতে যোগ দিয়েছিল।
ছবি: সুফল ভট্টাচার্য