বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
প্রমিতি’জ কালেকশনের মনসুন সেলে সব কেনাকাটায় ২০ থেকে ৫০
শতাংশ ছাড় চলছে। তসর, সিল্ক, তাঁত, জামদানি, সুপারনেট, কোটা, চান্দেরি, মলমল, কেরালা কটনের অনেক রকমের কালেকশন পাবেন। রয়েছে কুর্তি, থ্রি পিস সালোয়ার স্যুট, ব্যাগ, বটুয়া, পাঞ্জাবিও। সবই ফ্রেশ কালেকশন। পুজো কাকেলশনেও থাকছে চমক। এক হাজার টাকার ওপর কেনাকাটায় নানা ধরনের আকর্ষণীয় উপহার পাওয়া যাবে। ছাড়ের পর দাম শুরু ৩০০ টাকা থেকে ৪৫০০ টাকা পর্যন্ত। ঠিকানা: ৩৭ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-২৬,
ফোন: ৯৮৩০৯৯৫৭৩৩
সুপ্রিয়া’জ বুটিকে পুজোর সম্ভার এসে গেছে। ডিজাইনার সুপ্রিয়া গাঙ্গুলি জানালেন তাঁর এবারের পুজো স্পেশাল লিনেন। উজ্জ্বল রঙে কন্ট্রাস্ট বর্ডার, আঁচল ও ব্লাউজ পিস। প্লেন বর্ডার, টেম্পল বর্ডার, ম্যাট জরি বর্ডার, রেশমের সূক্ষ্ম কাজ করা বর্ডার পাবেন লিনেনে। পুজো স্পেশালে রয়েছে কোয়েম্বাটুর কটন ও সিল্ক। দক্ষিণ ভারতের প্রত্যন্ত গ্রামে গিয়ে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি বোনান ডিজাইনার তাঁতশিল্পীদের দিয়ে। পাবেন কেরালা কটন, কেরালা সিল্ক, মধুপট্টম, চিরালা কটন, চেট্টিনাড কটন, রাজমন্দ্রি সিল্ক, মঙ্গলগিরি কটন ও সিল্ক, উপারা কটন ও সিল্ক। মধ্যপ্রদেশ ও ভাগলপুরের অন্যরকম উইভের তসর ও সিল্ক পাবেন। শাড়ি ছাড়াও ডিজাইনার ব্লাউজ, কুর্তি, সালোয়ার কামিজ পিস, টপ ও এক্সক্লুসিভ খেসের পাঞ্জাবি পাবেন। পুজো উপলক্ষে সব সামগ্রীতে ২০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। ঠিকানা: বেহালা ট্রাম ডিপো এসি মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, ফোন: ৯৮৩০৫৭৩৬৭৩
সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ১৬তম সারা ভারত বার্ষিক প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর নাম ক্রিয়েশনস। পেন্টিং, স্কাল্পচার গ্রাফিক প্রিন্ট, গ্রাফিক ডিজাইন এবং ফোটোগ্রাফি নিয়ে এই প্রদর্শনীটি হবে হবে। প্রদর্শনীটি চলছে ২ ক্যাথেড্রাল রোড, কলকাতা-২০ ঠিকানায় অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। উদ্বোধন হয়েছে গত ২৩ জুলাই। চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি শিল্পকর্মই দেখবার মতো। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।
ইম্প্রেশন অব বারানসি ঘাট নামে একটি একক প্রদর্শনী শুরু হবে আগামী ৬ আগস্ট। এটি শিল্পী সমীরণ সরকারের নবম একক প্রদর্শনী। ২ ক্যাথেড্রাল রোড, কলকাতা-৭১ ঠিকানায় অ্যাকাডেমি অব ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে প্রদর্শনীটি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। প্রদর্শনী রোজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
মাইন্ডস ইন ব্লুম ১০ ও ১১ ফোটোগ্রাফি শিক্ষায় অ্যাকাডেমি অব ক্রিয়েটিভ আর্ট আগামী ৪ আগস্ট ১২ বছর পূর্ণ করছে। এই উপলক্ষে তারা পরপর দুটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মাইন্ডস ইন ব্লুম ১০ এর আমন্ত্রিত আলোকচিত্রীদের ছবি এখানে সস্থান পাবে। প্রদর্শনীটি হবে আগামী ৪ আগস্ট থেকে ১০ আগস্ট। এখানে ৩৪জন আলোকচিত্রশিল্পীর সেরা শিল্পকর্ম প্রদর্শিত হবে। দ্বিতীয় প্রদর্শনীটি হবে আগামী ১১ আগস্ট থেকে ১৯ আগস্ট। এখানে মাইন্ডস ইন ব্লুম ১১ অ্যাকাডেমি অব ক্রিয়েটিভ আর্টের ছাত্রছত্রী ও প্রাক্তনীদের ছবি নিয়ে এই প্রদর্শনী হবে। ৩/২এ চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-২৫ ঠিকানায় প্রদর্শনী দুটি খোলা থাকবে বিকেল তিনটে থেকে রাত ৮টা পর্যন্ত।