বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র’র প্রথা’র এই প্রদর্শনীতে লামবানি এমব্রয়ডারির এক্সক্লুসিভ হ্যান্ডক্রাফটেড ডিজাইনার শাড়ি ও কুর্তির বিপুল সম্ভার পাওয়া যাবে। প্রতিটি শাড়ি ও কুর্তি যেমন ফ্যাশনেবল, তেমনিই ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল। রংবেরঙের এই শাড়ি ও কুর্তির ডিজাইন ও গুণমান উল্লেখ করার মতো। এই এমব্রয়ডারি কাজের পাশাপাশি প্রথা ও সান্দুর কলা কুশলা কেন্দ্রের যৌথ উদ্যোগে তৈরি গর্জিয়াস লুকের কটন, খাদি, তসর, তাঁত ও দক্ষিণের বহু রকমের অসাধারণ শাড়ির সম্ভারও এখানে পাওয়া যাবে। সুতির ভেজিটেবল প্রিন্টেড শাড়িও আলাদা করে নজর কাড়বে। রয়েছে বিভিন্ন ডিজাইনের কালারফুল ব্লাউজ পিস, স্টোল, দুপাট্টার সম্ভারও। এছাড়াও পাবেন কুর্তি, ব্যাগ, ওয়াল হ্যাংগিং, টেবল রানার প্রভৃতি হরেক রকম আইটেম। প্রথার এই কালেকশন আপনাকে অফিস, অনুষ্ঠান ও উৎসবে মধ্যমণি করে তুলবে। এককথায় সব বয়সি মহিলাদের জন্য পারফেক্ট। প্রদর্শনী শুরু হয়েছে গত ১৯ জুলাই, চলবে আগামীকাল পর্যন্ত। ঠিকানা: চড়ুইভাতি, ১৫০/২ লেক গার্ডেন্স, কলকাতা-৪৫, ফোন: ৯৮৩০০৭৩১২৯, ৯৮৩১২৬৬৬০০
জয়িতা’জ সিলেকশনের উদ্যোগে পুজোর প্রথম প্রদর্শনী ‘আগমনি’ শুরু হচ্ছে আগামী ২২ জুলাই থেকে, চলবে ২৭ জুলাই পর্যন্ত। এখানে পাবেন জয়িতা’জ সিলেকশনের নিজস্ব ওয়ার্কশপে তৈরি এক্সক্লুসিভ ও এথনিক লখনউ চিকন, ডিজাইনার শাড়ি সিল্ক, তসর, কটন, হ্যান্ডলুম, পুজো স্পেশাল কুর্তা ও কুর্তি, ডিজাইনার ব্লাউজ, ১.৫ গ্রাম গোল্ড জুয়েলারি, কস্টিউম জুয়েলারি, সিলভার জুয়েলারি প্রভৃতি। কেনাকাটায় ছাড়ও পাওয়া যাবে। প্রদর্শনী খোলা সাড়ে ১১ টা থেকে রাত ৯টা। ঠিকানা: ১৬/২ গড়িয়াহাট রোড, একডালিয়া ক্রসিং ব্যাঙ্কোয়েট হল, কল-১৯, ফোন: ৯৮৩০০ ৫৪৭১৮
দিশারি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। দেশপ্রিয় পার্ক ক্রসিংয়ে ‘উৎসব’ ভবনে প্রদর্শনীটি চলবে আজ পর্যন্ত। এখানে ডিজাইনার তসর, সিল্ক, কটন, হ্যান্ডলুম শাড়ি, কুর্তি, ডিজাইনার ব্লাউজ, হোম ডেকোর, জুয়েলারি, ট্যাপারওয়্যার প্রভৃতি আরও অনেককিছু রয়েছে। খোলা থাকবে সকাল সাড়ে ১১ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।