Bartaman Patrika
আমরা মেয়েরা
 

টক ঝাল
নোনতায় রোজগার

ফুচকা স্টলে বিক্রেতার আসনে মহিলাদের দেখা যায় প্রায়ই। রান্নায় তাঁদের হাতের ম্যাজিক প্রিয় স্ট্রিট ফুডের মহিমা যেন বাড়িয়ে তোলে। কলকাতার দুই মহিলা ফুচকাবিক্রেতার কথায় কমলিনী চক্রবর্তী।
 

রুপোলি পর্দায় অনুষ্কা শর্মা আর শাহরুখ খানের ফুচকা খাওয়ার কম্পিটিশন হয়েছিল ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে। কিন্তু ফুচকা খাওয়ার লড়াই শুধু যে রুপোলি পর্দায় সীমাবদ্ধ, তা তো নয়। রাস্তাঘাটে ছেলেমেয়েদের অনেক সময়ই দেখা যায় এই প্রতিযোগিতায় নামতে। কেউ বা কোনও লড়াইয়ের বালাই ছাড়াই ফুচকা খেয়ে যায় একের পর এক। স্ট্রিট ফুড হিসেবে ফুচকা বরাবরই জনপ্রিয়তার শীর্ষে।  ফুচকা বিক্রেতার নারী পুরুষে ভেদ হয় না ঠিকই। তবে যতই বলুন, পাড়ার দিদি-বৌদিরা ফুচকায় যে ম্যাজিক দেখাতে পারেন, তার কোনও তুলনা হয় না! ফুচকাবিক্রেতার আসনে মেয়েদের দেখলে ভরসা একটু বাড়ে বইকি।   

হাসিমুখের দেবকুমারী
দেবকুমারী মণ্ডলের বাড়ি বাইপাসের ধারে। কসবার রামলাল বাজার অটোস্ট্যান্ডে তিনি এক পরিচিত মুখ। সদা হাস্যময়ী এই মহিলাকে সবাই ‘ফুচকা দিদি’ বলেই চেনে। ফাল্গুনের এক সন্ধ্যায় সেখানে গিয়ে দেখি হাসিমুখই তাঁর ট্রেডমার্ক। এতরকম কাজ থাকতে হঠাৎ ফুচকা বেচার কথা ভাবলেন কেন? প্রশ্ন শুনে একগাল হেসে পাল্টা প্রশ্ন করলেন আমায়, ‘কেন এই কাজে ছেলেদের বেশি দেখা যায় বলে আমাকে দেখে অবাক লাগছে?’ তারপর বললেন, ‘আজ তিরিশ বছর হল ফুচকা বিক্রি করছি। আগে অল্প বয়স ছিল ফুচকার স্ট্যান্ড, ঝুড়ি, বয়াম ইত্যাদি টেনে আনতে অসুবিধে হতো না। কিন্তু এখন একটু সমস্যা হয়।’ 
ওঁর স্বামীও ফুচকাই বিক্রি করতেন। স্বামী মারা যাওয়ার আগে পর্যন্ত বাড়ি থেকে স্বামীর ব্যবসায় সাহায্য করতেন। তাই কাজটা তাঁর জানাই ছিল। এরপর স্বামী যখন মারা গেলেন তখন সংসার চালাতে নিজেকেই এই কাজে নামতে হল। একমাত্র ছেলেটা মানসিক ভারসাম্যহীন। তার ওষুধের খরচ আছে, ডাক্তার আছে। তার উপর সংসারের উনকোটি চৌষট্টি খরচ। কাজ না করলে হিমশিম অবস্থায় পড়বেন দেবকুমারী। তাই যে কাজটা জানতেন সেটাই শুরু করলেন। 
এই বয়সে এত দায়িত্ব নিতে কষ্ট হয় না? দেবকুমারীর সরল উত্তর, ‘হয় তো।  কিন্তু নিজের কথা ভাবলেই তো আর চলে না, সংসারের মুখ চেয়েও তো কাজ করতে হয়। সেই কথা ভেবেই কষ্ট সহ্য করে নিচ্ছি।’  দেবকুমারীর রান্নার হাত খাসা। ফুচকাগুলো প্রতিটাই দারুণ ফুলকো হয়। আর যেগুলো ফোলে না সেগুলোকে চুরমুর মাখার জন্য স঩রিয়ে রাখেন। ফুচকা ফোলানোর কোনও বিশেষ পদ্ধতি আছে কি না জিজ্ঞেস করলে দেবকুমারী বললেন, তেমন কিছু নয়। সবটাই হাতের আন্দাজ। একটু বড় করে বেলেন তিনি ফুচকাগুলো। তাতে নাকি পাতলা হয়, আর ফোলেও বেশি। তবে ফুচকা ফোলার চেয়েও বেশি জরুরি আলুর পুরের স্বাদ সঠিক রাখা। টক, ঝাল, নুন একেবারে সঠিক মাপে না দিলে পুরের স্বাদ ওঠে না। একই সঙ্গে মাথায় রাখতে হয় টক জল দিয়ে খাওয়া হবে। ফলে পুরে তেঁতুলের পরিমাণ বেশি হলে খেতে খারাপ হবে, এগুলোই ফুচকা বিক্রেতার বিশেষত্ব। 
আজকাল তো ফুচকার অনেক ধরন হয়ে গিয়েছে। কেউ টক জলের সঙ্গে মিষ্টি জলেরও ব্যবস্থা রাখেন। কেউ আবার পুরে মিষ্টির পরিমাণ বেশি দেন। কিন্তু দেবকুমারী সে রসে বঞ্চিত। বললেন, ‘সব খাবারেরই একটা 
নিজস্ব ধরন আছে। সেই ধরনটা রক্ষা করার জন্যও তো কাউকে দরকার। আমি সেটা রক্ষা করতেই আছি।’
সকাল থেকে ফুচকা গড়ে বেলে ভাজার কাজে লেগে পড়েন দেবকুমারী। তারপর বিকেল চারটের মধ্যে সাজসরঞ্জাম গুছিয়ে বেরিয়ে পড়েন। পাঁচটায় রামলাল বাজার অটো স্ট্যান্ডে দেবকুমারীর ফুচকার স্টল রেডি। একটানা দাঁড়িয়ে বিক্রি করতে এখন কষ্ট হয়। তাই বসার জন্য টুলও রেখেছেন একটা। ফুচকা আর চুরমুর ছাড়াও আলুকাবলি মেখে দিতে বললেও দেন তিনি। ক্রেতার স্বাদ অনুযায়ী আলুর পুরে কখনও টক জল, কখনও বা বিটনুন, আবার কখনও লঙ্কা কুচি মেশান। প্রতিদিনের ফুচকা বিক্রিই তাঁর কাছে এক নতুন অভিজ্ঞতা। কত লোকের সঙ্গে আলাপ হয় রোজ। কেউ হয়তো ফুচকা খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প করে। কেউ বা কম কথার মানুষ। কারও আবার আবদারি ভাব। অল্পবয়সিরা নিজের পছন্দ মতো নানারকম দাবি তোলে। কেউ ফাউ চায়, কেউ টক জল দিতে বলে। দেবকুমারীর মজা লাগে দেখতে। বন্ধু জুটিয়ে টিউশন যাওয়ার বা ফেরার পথে কত ছেলেমেয়ে ভিড় করে তাঁর দোকানে। কত গল্প তাদের একে অপরের সঙ্গে। স্কুলের মজা, বন্ধুত্বের খুনসুটি, টিউশন ক্লাসের কম্পিটিশন— সব মিলিয়ে দেবকুমারীর ফুচকার স্টল বিকেল থেকে সন্ধে জমজমাট। তারপর আবার আর এক ধরনের ক্রেতা আসেন। তাঁরা মূলত মহিলা। অফিস ফেরতা ফুচকা খেয়ে বাড়ির পথ ধরেন। অনেক সময় বাড়ির গিন্নিরাও সারাদিনের কাজ সেরে সন্ধেবেলা দল বেঁধে ফুচকা খেয়ে যান।  বাচ্চাদের টিউশন ক্লাসে জমা দিয়ে মায়েদের আড্ডা জমে দেবকুমারীর ফুচকার স্টলে। তারা আবার খেয়ে বাচ্চাদের জন্য আলুকাবলি বা চুরমুর নিয়ে যায়। এইভাবেই দিব্য চলছে দেবকুমারীর ব্যস্ত জীবন। রোদে ঝড়ে জলে ফুচকার ঝুড়ি আর খদ্দেরদের মুখগুলোই তাঁর আশা ভরসা। প্রকৃতির খামখেয়ালি ঝড় বৃষ্টিতে বিরক্ত হন তিনি। ঝড়ের মধ্যে তাড়াহুড়ো করে সব গুটিয়ে তুলতে পারেন না। কতবার ফুচকা নষ্ট হয়েছে এইভাবে। তাই দেবকুমারীর প্রিয় ঋতু গ্রীষ্ম। বললেন, দিনের আলো থাকে অনেকক্ষণ। ভোরও হয় তাড়াতাড়ি। সকালে উঠে কাজ গোছানো থেকে রাতে বাড়ি যাওয়া কোনও কিছুতেই অসুবিধে হয় না গরমকালে। 
রাত করে বাড়ি ফিরতে ভয় করে না? প্রশ্ন শুনে দেবকুমারীর উত্তর, ‘রাত কোথায় মা? মাত্র তো দশটা। তাছাড়া এ পথে সবাই আমায় চেনে। ফুচকা দিদির সাহায্যে তাই বাজারের দোকানি থেকে অটোর চালক সকলেই একপায়ে খাড়া।’

পরিচ্ছন্নতার খেয়াল রাখেন অঞ্জলি 
গড়িয়া বাসস্ট্যান্ডের কাছে ফুচকার স্টল দিয়েছেন অঞ্জলি মণ্ডল। এই পেশায় এলেন কেন? বললেন, ‘পেশার আবার পুরুষ নারী ভাগ হয় নাকি? রোজগার তো সবার কাছেই জরুরি। যে যেমন কাজ জানবে সে তেমন রোজগার করবে। এর মধ্যে আবার ছেলেমেয়ের বিভেদ কেন?’ অঞ্জলির এই ফুচকার ব্যবসাটা অবশ্য পারিবারিক। প্রায় ৭০ বছরের পুরনো ব্যবসা শুরু করেছিলেন অঞ্জলির বাবা। তাঁর মৃত্যুর পর থেকেই সেই ব্যবসাই চালানোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন অঞ্জলি। ওঁরা দুই বোন। তবু অঞ্জলিই কেন বাবার ব্যবসা রক্ষার দায়িত্ব নিলেন? তাঁর কথায়, ‘ছোট থেকেই আমি বাবার সঙ্গে ফুচকা তৈরির কাজ করতাম। তাই কাজের ধরনগুলো সবই আমার জানা ছিল। ব্যবসার সাতসতেরো সম্বন্ধেও বাবা আমায় শিখিয়েছিলেন। বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তাঁর কাজ আমিই কাঁধে তুলে নিলাম। আমার অন্য বোনের দোকান আছে।’ 
অঞ্জলি যেমন রান্নাবান্নার কাজে পারদর্শী অন্য বোনটি আবার একটু বারমুখী। বাজার দোকান করা তঁার পছন্দের। তাই সে দোকান খুলেছে। আর রান্নার সাজসরঞ্জাম গুছিয়ে বাবার ফুচকার স্টল সামলাচ্ছেন অঞ্জলি। তাঁর কথায়, ‘আমি যখন খুবই ছোট তখন থেকেই বাবার সঙ্গে ফুচকার কাজ করতাম। সুজি আর আটা কতটা মাপে মেশাতে হবে। কীভাবে মাখতে হবে এইসবই ছিল আমার নখদর্পণে। বাবা হাতে ধরে আমায় এই কাজগুলো শিখিয়েছিলেন। ছোট মেয়েরা যখন পাড়ার ছেলেদের সঙ্গে দল বেঁধে মাঠে খেলে তখন থেকেই বিকেল হলে উনুনে আঁচ দিতাম আমি। তারপর শুরু হতো বাবার হাতে হাতে ফুচকার ভাজার কাজ। আলু সেদ্ধ করা, মশলা তৈরি, তেঁতুল গোলা। গন্ধরাজ লেবু দিয়ে টক জল বানানো। ধনেপাতার ডাঁটি থেকে পাতা ছাড়ানো। লঙ্কা আলাদা করে কুচিয়ে রাখা। এই ছোটখাট কাজগুলো আমার দায়িত্বে ছিল। বাবার কাছেই শিখেছি ফুচকা তৈরি করার কাজে দক্ষতা কতটা প্রয়োজন। এমনিতেই হাতে করে মাখা হয়। হাতে মাখা জিনিস আমি লোককে খাওয়াচ্ছি। ফলে পরিচ্ছন্নতা এখানে ভীষণ দরকার। খদ্দেরের যেন কখনওই দেখে খারাপ না লাগে। বরং ফুচকার ফুলো চেহারা আর গন্ধরাজ লেবু ও ধনেপাতার গন্ধে যেন তাঁদের জিভে জল আসে। তবেই না ফুচকা বিক্রি হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে এই ব্যবসায় ভীষণ জরুরি তা বাবা থাকতে বুঝিনি। বুঝলাম লকডাউনের পর যখন আবার সব কাজকর্ম শুরু হল তখন। সবার মনে মহামারীর আতঙ্ক। কারও হাতের ছোঁয়াই লোকে মুখে তুলতে চাইছে না। সেখানে আমাদের হাতে মাখা আলুর পুর— তাও যে ব্যবসাটা টিকিয়ে রাখতে পেরেছি তার মূলেই কিন্তু ওই পরিচ্ছন্নতার শিক্ষা। হাতে প্লাস্টিকের গ্লাভস লাগিয়ে আলু মেখেছি। ক্রেতার হাতে অল্প পুর দিয়ে টেস্ট করাতাম। তাঁরাই আমায় নুন, ঝালের মাপ বলে দিতেন। গ্লাভস পরা হাতে সবসময় সঠিক আন্দাজ পাওয়া যেত না। এছাড়া টক জলের জন্য তো আলাদা হাতা আমার বরাবরই ছিল। সেই হাতা দিয়েই জল গোলা হতো। একটা আলাদা মোছার কাপড় রাখতাম জায়গাটাকে পরিচ্ছন্ন রাখার জন্য। বিক্রি যে প্রচুর হতো তা নয়। তবে একজনও যাতে ফেরত না যায় সেদিকটা মাথায় থাকত। ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমার ফুচকার ব্যবসাও আবার মাথা তুলে দাঁড়িয়েছে। 
এই ব্যবসাটা আমার সন্তানের মতো। এক অসম্ভব টান আমার এটার প্রতি। শীত হোক বা গ্রীষ্ম, আমি কিন্তু নিয়ম করে উঠে পড়ি সকাল পাঁচটায়। তাপর স্নান করে পরিষ্কার কাপড় পরে শুরু হয় ফুচকা তৈরির কাজ। সকাল সাড়ে ছ’টার মধ্যে ফুচকার লেচি মাখা শুরু করে দিই। লেচি মেখে একটুক্ষণ রাখতে হয়। তারপর বেলা, ভাজা ‌ইত্যাদি। যেটুকু সময় ফুচকার লেচিটা মেখে রাখা থাকে তারই মধ্যে  আলুগুলো সেদ্ধ বসাই। 
পাশাপাশি চলতে থাকে বাড়ির রান্নার কাজ। চাল ধোয়া, তরকারি কাটা সবই একহাতে সামলাই। কোনটার পর কোনটা করব, এর একটা রুটিন তৈরি করেছি। সেই মতোই কাজ করি। অসুবিধে হয় না।’ 
ফুচকা বিক্রির কাজে একঘেয়েমি নেই। বরং রয়েছে অগাধ ভালোবাসা। রোজ বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে গড়িয়া বাসস্ট্যান্ডের কাছে ঝুড়ি পেতে বসেন অঞ্জলি মণ্ডল। প্রতিদিনের এক এক রকম অভিজ্ঞতা। কত বন্ধুত্ব প্রেমে পরিণত হতে দেখেছেন। কত প্রেম আবার ভেঙে গিয়েছে তাঁরই ফুচকার স্ট্যান্ডে। স্কুলপড়ুয়াদের বন্ধুত্ব পরিণতি পেতেও দেখেছেন। প্রতিদিনই জীবন তাঁর কাছে নতুন কিছু নিয়ে হাজির হয়। ফুচকা বিক্রির মাধ্যমেই নিত্য কলকাতার নবরূপ দর্শন করেন অঞ্জলি। 
11th  March, 2023
শর্ট ফিল্মে নারীর 
সহজ কথা 

চলচ্চিত্রে নারীর চরিত্রায়ন নানা দিক থেকে নানাভাবে দেখা হয়ে এসেছে। সদ্য আমরা পেরিয়ে এসেছি আন্তজার্তিক নারীদিবস। সেই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসম আয়োজন করেছিল একটি আলোচনাসভার। তাদের তৈরি দশটি শর্ট ফিল্ম ঘিরে সেই আলোচনায় উঠে এল নারী-পুরুষ, সকলেরই মতামত।
বিশদ

18th  March, 2023
এখন মেয়েরা

নারীর আপন ভাগ্য জয় করার ইতিহাসকে বরণ ও তাকে স্বীকৃতি দেওয়ার আলাদা করে কোনও দিনক্ষণ হয় না। তবু ৮ মার্চকে আন্তর্জাতিক নারীদিবস হিসেবে গ্রহণ করেছে তামাম বিশ্ব। এমন দিনে নারীর যে কোনও ইতিবাচক দিক তুলে ধরে সমাজে তাঁকে নতুন করে সম্মানিত করাই রীতি।
বিশদ

18th  March, 2023
মেয়েদের নাট্যমেলা

আন্তর্জাতিক নারীদিবসে মহিলা পরিচালিত সাতটি নাটক নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘দলছুট’ নাট্য সংস্থা। তারই মধ্যে থেকে কয়েকটি নাটকের বিবরণ নিয়ে এই প্রতিবেদন। বিশদ

18th  March, 2023
অস্কারের দৌড়ে 
বাঙালি কন্যে

অস্কারের মনোনয়ন তালিকায় থাকা অ্যানিমেশন ছবি ‘পাজ ইন বুটস দ্য লাস্ট উইশ’-এ প্রমিতা মুখোপাধ্যায় কাজ করেছেন। তাঁর সঙ্গে কথা বললেন স্বরলিপি ভট্টাচার্য।  বিশদ

11th  March, 2023
‘মিট দ্য অ্যাচিভার্স’

নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সকলেই সফল। এমনকী নিজেদের পেশার জগতেও তাঁরা উৎকর্ষের অধিকারী। শুধু তাই নয়, গৃহকোণেও তাঁদের সাফল্য কম কিছু নয়। দক্ষতার সঙ্গে নিজেদের সন্তানদের লালনপালনের পাশাপাশি স্ত্রী, পুত্রবধূ, কন্যা এবং ভগিনী হিসেবেও সুচারুরূপে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন।  বিশদ

11th  March, 2023
আন্তর্জাতিক নারী দিবস
মাটিতে পা রেখে চলুন

যে কোনও মহিলার মধ্যে হাজারও রূপ দেখবেন। সন্তান, মা, স্ত্রী, সহকর্মী—কতকিছু নিয়ে চলতে হয় আমাদের। আমি আর কী করলাম! যা করল সব তো বাবা-মাই। বাবা শক্ত খুঁটির মতো অবলম্বন হয়েছেন সবসময়।
বিশদ

07th  March, 2023
আন্তর্জাতিক নারী দিবস
নারী জাগরণে জ্ঞানদানন্দিনী দেবী

ঠাকুরবাড়ির মেজ বউ যাবেন বোম্বে? তা কী করে হয়? সকলে ছি-ছি করে উঠলেন। এত দিনের প্রথা— স্বামী তার কর্মক্ষেত্রে থাকবে, আর তার বৌ থাকবে বাড়ির অন্তঃপুরে। সেই প্রথা ভাঙবে কে?  
বিশদ

07th  March, 2023
আন্তর্জাতিক নারী দিবস
মুক্তির পথ

মেয়েদের লড়াইটা কিন্তু আজকের নয়। দীর্ঘ আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস পেরিয়ে আসতে হয়েছে। যে অধিকারটা যে কোনও মানুষের থাকা উচিত, সেটা নারীদের সংগ্রাম করে আদায় করে নিতে হয়েছে। ১৯৭৫ সালে রাষ্ট্রসঙ্ঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেয়।
বিশদ

07th  March, 2023
নারীদিবস আসে যায়, প্রশ্ন থাকেই

মেয়েদের পারিবারিক বা সামাজিক অবস্থা আজ অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু নারী উন্নয়ন সত্যিই হচ্ছে কি? আসন্ন নারীদিবসের আগে বিশ্লেষণ করলেন যশোধরা রায়চৌধুরী। বিশদ

04th  March, 2023
নিজেকে প্রমাণ 
করার লড়াই 

নতুন কিছু করার চেষ্টা মেয়েদের চিরকালের। সমাজের অনেক কটাক্ষ সত্ত্বেও মহিলারা পিছপা হন না। এমনই এক লেখিকা ও কর্পোরেট প্রোগ্রাম ম্যানেজার আশিসা চক্রবর্তী। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।
বিশদ

04th  March, 2023
 সীতার লাইব্রেরি

মধ্যপ্রদেশের মেয়ে সীতা জামরা। কানহার জঙ্গলে তাঁর বাস। বন্য পশুদের নিয়েই নিত্য ওঠাবসা। মধ্যপ্রদেশ বনদপ্তরে কর্মরত তিনি। শিক্ষার প্রতি অসম্ভব টান অনুভব করেন। জানালেন, ‘গ্রাম্য পরিবারে পড়াশোনার চল এমনিতেই কম। বিশদ

04th  March, 2023
‘আমি স্লেজিংকে ভয় পাই না’

মেয়েটিকে নেটে বল করতে দেখে ঝুলন গোস্বামী অবাক হয়েছিলেন। নির্বাচকদের বলেছিলেন, ‘এর প্রতি নজর রাখুন’। তিনি যে জহর চিনতে ভুল করেননি, তার প্রমাণ দিয়েছেন মেয়েটা। খাস মফস্সলের মেয়ে তিতাস সাধু। ভারতীয় জুনিয়র দল যাঁর কাঁধে ভর দিয়ে বিশ্বকাপ জয়ী হল। তাঁর সঙ্গে কথা বললেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

25th  February, 2023
নারী নির্যাতনের বিরুদ্ধে স্বয়মের প্রয়াস

নারী নির্যাতন এক সামাজিক ব্যাধি। মেয়েদের স্বনির্ভরতার পরও তারা নির্যাতনের শিকার। মেয়েদের নির্যাতনের বিরুদ্ধে প্রতি বছরের মতোই এবারও সরব হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম। সংস্থার অভিমত, গ্রামেগঞ্জে এবং শহরে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে তারা দেখেছে মেয়েদের মধ্যে সচেতনতার অভাব প্রচণ্ড। বিশদ

25th  February, 2023
প্রজাপিতা ব্রহ্মাকুমারীর অনুষ্ঠান

সারা বিশ্বে প্রেমের বাণী ছড়িয়ে দিতে উদ্যত প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সদস্যরা। এখানকার সন্ন্যাসিনীরা সম্প্রতি এই উপলক্ষ নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁদের এই প্রয়াসের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের সামাজিক উন্নতি সাধন। বিশদ

25th  February, 2023
একনজরে
তিনদিনের মস্কো সফর সেরে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। পশ্চিমি দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রগুলিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন তিনি। ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...

পূর্ব বর্ধমানে বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের শক্তি প্রমুখ গৌতম মাল সহ চারজন নেতা পদত্যাগ করেছেন। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM