Bartaman Patrika
আমরা মেয়েরা
 

আন্তর্জাতিক নারী দিবস
নারী জাগরণে জ্ঞানদানন্দিনী দেবী

তাপসী দাস: ঠাকুরবাড়ির মেজ বউ যাবেন বোম্বে? তা কী করে হয়? সকলে ছি-ছি করে উঠলেন। এত দিনের প্রথা— স্বামী তার কর্মক্ষেত্রে থাকবে, আর তার বৌ থাকবে বাড়ির অন্তঃপুরে। সেই প্রথা ভাঙবে কে?  
সেই অচলায়তন ভাঙার সাহস দেখিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ছেলেই। নারীমুক্তির পথিকৃৎ হতে চেয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর মুক্ত হাওয়াকে নিজের পরিবারের অন্দরে বইয়ে দিতে চেয়েছিলেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মুক্ত হাওয়ার প্রথম ফসল সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী। অন্তঃপুরের পর্দার আড়াল সরিয়ে স্বামীর সঙ্গে অনাত্মীয়দের সামনে আসা তিনিই ঠাকুর পরিবারের প্রথম বধূ।
বিলেত ফেরত প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ পত্নীকে নিয়ে যাবেন কর্মস্থল বোম্বেতে। এ যেন এক বিপ্লব! কিন্তু এবার প্রশ্ন উঠল, মেজ বউ কী পোশাক পরে বাইরে যাবেন? ঘরের কোণে বন্দি মেয়ে-বউদের পোশাক নিয়ে কেউ মাথা ঘামায়নি এত দিন। সেই সময়ে অন্তঃপুরের মেয়েরা কেবল একটি কাপড়ে শরীর ঢেকে রাখত। সত্যেন্দ্রনাথ ছুটলেন কলকাতার এক ফরাসিদের দোকানে। ফরমাশ দিয়ে কিম্ভূতকিমাকার এক পোশাক বানালেন। যাকে বলে ওরিয়েন্টাল। কিন্তু,  ‘সেটা পরা এত হাঙ্গামা হতো যে ওঁকে পরিয়ে দিতে হতো, আমি পারতুম না। দুচারখানা শাড়িও সঙ্গে নিয়ে গিয়েছিলুম।’ লিখেছেন জ্ঞানদানন্দিনী। যে বাড়ির বউরা তখনও আস্ত পালকি সুদ্ধ গঙ্গার জলে ডুব দিত, সেই বাড়ির বউ জ্ঞানদানন্দিনী জাহাজে চেপে চললেন মহারাষ্ট্র।
বোম্বে গিয়ে জ্ঞানদানন্দিনী মানেকজি করসেদজি নামে সম্ভ্রান্ত এক পার্সি পরিবারের সঙ্গে কয়েক মাস ছিলেন। সেখানে লক্ষ্য করলেন, পার্সি পরিবারের মেয়েরা শাড়ির আঁচল ডান কাঁধের উপর পরে। দারুন তো! ‘পরে আমি সেটা বদলে আমাদের মতো বাঁ কাঁধে পরতুম।’ 
কুঁচি দিয়ে শাড়ি পরা কিংবা বাঁ দিকে আঁচল জ্ঞানদানন্দিনীই প্রথম ঠাকুরবাড়িতে আমদানি করেন। সেই সঙ্গে শাড়ির সঙ্গে যে দিব্য মানানসই জ্যাকেট পরা যায়, আর সেই পোশাকে লেসের ব্যবহার  প্রথম শুরু করেন জ্ঞানদানন্দিনী। শাড়ির সঙ্গে সেমিজ-ব্লাউজ পরাও তিনি চালু করেন। একসময় জ্ঞানদানন্দিনী খবরের কাগজে বিজ্ঞাপনও দিতেন। তাঁর শাড়ি পরার ধরনের নাম ছিল ‘বোম্বাই দস্তুর’। যা পরিচিত হল, ‘ঠাকুরবাড়ির শাড়ি’ পরার স্টাইল নামে। সেটাই ছিল বাংলার মেয়েদের প্রথম ফ্যাশন বিপ্লব!
পালকিতে চেপে ঠাকুরবাড়িতে যে মেজ বউ বোম্বে গিয়েছিলেন, দু’বছর পর তিনিই হয়ে উঠেছিলেন প্রথম ভারতীয় রাজকর্মচারীর ঘরনি। ইংরেজ সাম্রাজ্যের ক্ষমতার অলিন্দের বাসিন্দা। ঘোড়ার গাড়িতে চড়ে অপরূপ বেশবাসে, পায়ে জুতো ও বিলিতি মোজা পরিহিতা যে নারী ঠাকুরবাড়িতে প্রবেশ করেছিলেন, তার সঙ্গে দু’বছর আগের ভীতসন্ত্রস্ত মেয়েটির আকাশ-পাতাল তফাৎ। স্বর্ণকুমারী দেবী লিখেছেন, ‘ঘরের বৌকে মেমের মতো সেদিন গাড়ি হইতে নামিতে দেখিয়া সেদিন বাড়িতে যে শোকাভিনয় ঘটিয়াছিল তাহা বর্ণনার অতীত।’ অন্তঃপুরে অধিকাংশ নারী তাঁর সঙ্গ বর্জন করেন। একঘরে করা হয় তাঁকে। স্বর্ণকুমারী দেবীর লেখা থেকে জানা যায়, সে সময়  বাড়ির অন্যান্য মেয়েরা বউঠাকুরাণীর সঙ্গে  খাওয়া-দাওয়া করতে বা মিশতে ভয় পেতেন। জ্ঞানদানন্দিনীকে গ্রহণ না করলেও তাঁর শাড়ি পরবার অভিনব ভঙ্গিমাটি কিন্তু আপন করে নিয়েছিলেন সবাই। সময়কে অতিক্রম করা আধুনিকার আখ্যান তখন মুখে মুখে।
আজন্ম লালিত সংস্কার ভেঙে অন্তঃপুরের দুয়ারটুকু পার হতে অনেক ভয়, অনেক লজ্জা ও ঘৃণা সয়ে আত্মপ্রকাশ করেছিলেন রবির মেজবৌঠান। জ্ঞানদানন্দিনী নিজের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলার নারী সমাজের সামনে খুলে দিয়েছিলেন নতুন জীবনের দরজা। তিনি ছিলেন প্রথা ভাঙার পথিকৃৎ তথা নতুন প্রথার প্রবর্তকও।
 বিদেশে যাওয়ার আগে রবীন্দ্রনাথ বোম্বেতে তাঁর কাছ থেকেই পাশ্চাত্য রীতি-রেওয়াজ শিখেছিলেন। মেজবৌঠান জ্ঞানদানন্দিনী হয়ে উঠেছিলেন ১৮ বছরের রবীন্দ্রনাথের অভিভাবক। কবির জন্য মৃণালিনীকে যশোর থেকে খুঁজে এনেছিলেন জ্ঞানদাই। বাঙালি জনমানসে দু’টি জিনিসের প্রবর্তন করেন তিনি। একটি, সান্ধ্যভ্রমণ ও অন্যটি জন্মদিন পালন। এছাড়াও যৌথ পরিবারের বাইরে আধুনিক ছোট পরিবারের ছকটি জ্ঞানদানন্দিনীই চালু করেন। আজ ঠাকুরবাড়ির বউ-মেয়েদের যতগুলি ছবি পাওয়া যায়, তার পেছনেও কৃতিত্ব আছে এই মহিয়সী নারীর। বর্ন অ্যান্ড শেপার্ড নামে একটি কোম্পানির কাছে ফটোগ্রাফি শিখেছিলেন তিনি। ঠাকুরবাড়ির মেয়ে-বউদের শাড়ি পরিয়ে নিজেই সে ছবি তুলে তা সংগ্রহ করে রেখেছিলেন। 
জ্ঞানদানন্দিনী নারী জাগরণের ঊষালগ্নের অন্যতম কিরণ। তাঁর হাত ধরেই বাঙালি নারী ঘর থেকে বাইরের জগতে পা দিয়ে শিখেছিল নতুন আদবকায়দা। আটপৌরে ভাঁজ থেকে বের হয়ে শাড়ি পড়েছিল কুচি দিয়ে। সঙ্গে বরাঙ্গে উঠেছিল বোতাম জোড়া গা ঢাকা ব্লাউজ। কর্মজগতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বাঙালি নারী পেয়েছিল মার্জিত পোশাক রীতি। তবুও এ সমাজে আধুনিকতার সংজ্ঞার জন্য জ্ঞানদানন্দিনীরা অপেক্ষা করেননি। ঠাকুরবাড়ির মেজ বউঠাকুরাণী তাই হয়ে গিয়েছেন উদাহরণের মতো। জ্ঞানদানন্দিনীর সঙ্গে সভ্যতা থাকুক বা না থাকুক, সভ্যতার ইতিহাস আজও ঠিক রয়ে গিয়েছে। 
 তথ্যসূত্র: ঠাকুরবাড়ির অন্দর মহল, চিত্রা দেব
07th  March, 2023
শর্ট ফিল্মে নারীর 
সহজ কথা 

চলচ্চিত্রে নারীর চরিত্রায়ন নানা দিক থেকে নানাভাবে দেখা হয়ে এসেছে। সদ্য আমরা পেরিয়ে এসেছি আন্তজার্তিক নারীদিবস। সেই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসম আয়োজন করেছিল একটি আলোচনাসভার। তাদের তৈরি দশটি শর্ট ফিল্ম ঘিরে সেই আলোচনায় উঠে এল নারী-পুরুষ, সকলেরই মতামত।
বিশদ

18th  March, 2023
এখন মেয়েরা

নারীর আপন ভাগ্য জয় করার ইতিহাসকে বরণ ও তাকে স্বীকৃতি দেওয়ার আলাদা করে কোনও দিনক্ষণ হয় না। তবু ৮ মার্চকে আন্তর্জাতিক নারীদিবস হিসেবে গ্রহণ করেছে তামাম বিশ্ব। এমন দিনে নারীর যে কোনও ইতিবাচক দিক তুলে ধরে সমাজে তাঁকে নতুন করে সম্মানিত করাই রীতি।
বিশদ

18th  March, 2023
মেয়েদের নাট্যমেলা

আন্তর্জাতিক নারীদিবসে মহিলা পরিচালিত সাতটি নাটক নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘দলছুট’ নাট্য সংস্থা। তারই মধ্যে থেকে কয়েকটি নাটকের বিবরণ নিয়ে এই প্রতিবেদন। বিশদ

18th  March, 2023
অস্কারের দৌড়ে 
বাঙালি কন্যে

অস্কারের মনোনয়ন তালিকায় থাকা অ্যানিমেশন ছবি ‘পাজ ইন বুটস দ্য লাস্ট উইশ’-এ প্রমিতা মুখোপাধ্যায় কাজ করেছেন। তাঁর সঙ্গে কথা বললেন স্বরলিপি ভট্টাচার্য।  বিশদ

11th  March, 2023
টক ঝাল
নোনতায় রোজগার

ফুচকা স্টলে বিক্রেতার আসনে মহিলাদের দেখা যায় প্রায়ই। রান্নায় তাঁদের হাতের ম্যাজিক প্রিয় স্ট্রিট ফুডের মহিমা যেন বাড়িয়ে তোলে। কলকাতার দুই মহিলা ফুচকাবিক্রেতার কথায় কমলিনী চক্রবর্তী। বিশদ

11th  March, 2023
‘মিট দ্য অ্যাচিভার্স’

নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সকলেই সফল। এমনকী নিজেদের পেশার জগতেও তাঁরা উৎকর্ষের অধিকারী। শুধু তাই নয়, গৃহকোণেও তাঁদের সাফল্য কম কিছু নয়। দক্ষতার সঙ্গে নিজেদের সন্তানদের লালনপালনের পাশাপাশি স্ত্রী, পুত্রবধূ, কন্যা এবং ভগিনী হিসেবেও সুচারুরূপে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন।  বিশদ

11th  March, 2023
আন্তর্জাতিক নারী দিবস
মাটিতে পা রেখে চলুন

যে কোনও মহিলার মধ্যে হাজারও রূপ দেখবেন। সন্তান, মা, স্ত্রী, সহকর্মী—কতকিছু নিয়ে চলতে হয় আমাদের। আমি আর কী করলাম! যা করল সব তো বাবা-মাই। বাবা শক্ত খুঁটির মতো অবলম্বন হয়েছেন সবসময়।
বিশদ

07th  March, 2023
আন্তর্জাতিক নারী দিবস
মুক্তির পথ

মেয়েদের লড়াইটা কিন্তু আজকের নয়। দীর্ঘ আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস পেরিয়ে আসতে হয়েছে। যে অধিকারটা যে কোনও মানুষের থাকা উচিত, সেটা নারীদের সংগ্রাম করে আদায় করে নিতে হয়েছে। ১৯৭৫ সালে রাষ্ট্রসঙ্ঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেয়।
বিশদ

07th  March, 2023
নারীদিবস আসে যায়, প্রশ্ন থাকেই

মেয়েদের পারিবারিক বা সামাজিক অবস্থা আজ অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু নারী উন্নয়ন সত্যিই হচ্ছে কি? আসন্ন নারীদিবসের আগে বিশ্লেষণ করলেন যশোধরা রায়চৌধুরী। বিশদ

04th  March, 2023
নিজেকে প্রমাণ 
করার লড়াই 

নতুন কিছু করার চেষ্টা মেয়েদের চিরকালের। সমাজের অনেক কটাক্ষ সত্ত্বেও মহিলারা পিছপা হন না। এমনই এক লেখিকা ও কর্পোরেট প্রোগ্রাম ম্যানেজার আশিসা চক্রবর্তী। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।
বিশদ

04th  March, 2023
 সীতার লাইব্রেরি

মধ্যপ্রদেশের মেয়ে সীতা জামরা। কানহার জঙ্গলে তাঁর বাস। বন্য পশুদের নিয়েই নিত্য ওঠাবসা। মধ্যপ্রদেশ বনদপ্তরে কর্মরত তিনি। শিক্ষার প্রতি অসম্ভব টান অনুভব করেন। জানালেন, ‘গ্রাম্য পরিবারে পড়াশোনার চল এমনিতেই কম। বিশদ

04th  March, 2023
‘আমি স্লেজিংকে ভয় পাই না’

মেয়েটিকে নেটে বল করতে দেখে ঝুলন গোস্বামী অবাক হয়েছিলেন। নির্বাচকদের বলেছিলেন, ‘এর প্রতি নজর রাখুন’। তিনি যে জহর চিনতে ভুল করেননি, তার প্রমাণ দিয়েছেন মেয়েটা। খাস মফস্সলের মেয়ে তিতাস সাধু। ভারতীয় জুনিয়র দল যাঁর কাঁধে ভর দিয়ে বিশ্বকাপ জয়ী হল। তাঁর সঙ্গে কথা বললেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

25th  February, 2023
নারী নির্যাতনের বিরুদ্ধে স্বয়মের প্রয়াস

নারী নির্যাতন এক সামাজিক ব্যাধি। মেয়েদের স্বনির্ভরতার পরও তারা নির্যাতনের শিকার। মেয়েদের নির্যাতনের বিরুদ্ধে প্রতি বছরের মতোই এবারও সরব হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম। সংস্থার অভিমত, গ্রামেগঞ্জে এবং শহরে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে তারা দেখেছে মেয়েদের মধ্যে সচেতনতার অভাব প্রচণ্ড। বিশদ

25th  February, 2023
প্রজাপিতা ব্রহ্মাকুমারীর অনুষ্ঠান

সারা বিশ্বে প্রেমের বাণী ছড়িয়ে দিতে উদ্যত প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সদস্যরা। এখানকার সন্ন্যাসিনীরা সম্প্রতি এই উপলক্ষ নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁদের এই প্রয়াসের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের সামাজিক উন্নতি সাধন। বিশদ

25th  February, 2023
একনজরে
তিনদিনের মস্কো সফর সেরে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। পশ্চিমি দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রগুলিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন তিনি। ...

উচ্চ মাধ্যমিক দিচ্ছিলেন তনয় মান্না। বাবাকে বলেছিলেন, পরীক্ষা ভালোই হচ্ছে। পরীক্ষার দিয়ে বুধবার সন্ধ্যায় গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে। রাত আটটা নাগাদ স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝরাস্তায় একটি মালবাহী গাড়ি সটান এসে ধাক্কা মারে তনয়ের স্কুটিতে। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
লিবেরাল পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

10:32:00 PM

আগামী ৮-৯ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

10:31:00 PM

তামিলনাড়ুতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুই

10:08:00 PM

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো

09:42:00 PM

হাওড়ায় বাড়িতে ডাকাতি
হাওড়ায় দুঃসাহসিক ডাকাতি। গতকাল, রবিবার বিকেলে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা ...বিশদ

09:35:03 PM

আইএসএল: ইস্ট বেঙ্গলকে ৩-২ গোলে হারাল মুম্বই সিটি

09:31:00 PM



Loading...