পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি। প্রতিকার: আজ দই খেয়ে ... বিশদ
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’। রানি এলিজাবেথের ব্যবহার করা এই ব্যাগটির নাম ‘লানার’। ব্যাগটি রানির অত্যন্ত পছন্দের। তাই বিশেষ অনুষ্ঠানে কখনই হাতছাড়া করেন না ব্যাগটি। যে সব বড় বড় অনুষ্ঠানে রানি অংশগ্রহণ করেন, সেখানে তাঁর হাতে শোভা পায় কালো রঙের এই ব্যাগখানি। এমনকী গত বছর (২০১৮) উইন্ডসর প্রাসাদের ড্রয়িং রুমেও এই ব্যাগকে সঙ্গী করেছিলেন রানি এলিজাবেথ।
ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, রানি এলিজাবেথের এই ব্যাগটি বিশেষভাবে নকশা করা। এই সেই ব্যাগ যেটি সঙ্গে করে ১৯৭০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছিলেন তিনি। আবার ২০০০ সালে বিল ও হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাতের সময়ও এই ব্যাগটিই ছিল রানি এলিজাবেথের সঙ্গী। ২০১৭ সালে রাজকীয় প্যারেডেও এই ব্যাগটিই সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন রানি এলিজাবেথ।