পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি। প্রতিকার: আজ দই খেয়ে ... বিশদ
অন্যদিকে, পুরস্কারে টোপে পা দিয়ে ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন আরও একজন। পূর্ব যাদবপুর থানায় মুকুন্দপুরের বাসিন্দা সন্তোষ কুমার অভিযোগে জানিয়েছেন, তাঁকে একটি বেসরকারি ব্যাঙ্কে ক্রেডিট কার্ড সেকশন থেকে ফোন করা হয়। তাঁকে একজন নিজেকে সেই সেকশনে শীর্ষ আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে বলে, তিনি তাদের ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অনেক ব্যবহার করায় ৫ হাজার টাকা পুরস্কার পাবেন। তবে এরজন্য একটি ওটিপি তাঁর মোবাইলে আসবে। সেটি ফোনের অন্যপ্রান্তে থাকা ব্যক্তির কাছে পাঠাতে হবে। এই কথায় বিশ্বাস করে গিয়ে ওই ব্যক্তি তাকে ওটিপি দিয়ে দেন। এরপরই তাঁর নজরে আসে, অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।