পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি। প্রতিকার: আজ দই খেয়ে ... বিশদ
মিহিরের চরিত্রে অভিনয় করছেন ওমি ভট্টাচার্য। ওমি মূলত থিয়েটার শিল্পী। ‘চাণক্য’ ও ‘চার অধ্যায়’ এর মতো একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। তার মধ্যেই ধারাবাহিকের অফার। ‘আসলে নাটকে অভিনয় দেখেই চ্যানেলের তরফে আমাকে ডেকে পাঠানো হয়। তারপর অডিশন, লুকসেটের পর নির্বাচিত হই’, জানালেন হাওড়া মন্দিরতলার বাসিন্দা ওমি। কিন্তু মেগা ধারাবাহিক এবং থিয়েটারের কাজের ধরন সম্পূর্ণ আলাদা। কীভাবে সামলাচ্ছেন তিনি? ওমি বললেন, ‘এই জন্য আগে চ্যানেল ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ দেওয়া উচিত। শুরু থেকেই নির্মাতারা বলে দিয়েছিলেন যে থিয়েটার থাকলে আমি ছুটি পাব। তাই খুব একটা সমস্যা হচ্ছে না।’ এর আগে অন্য একটি বাংলা চ্যানেলের জন্য তৈরি সিনেমাতেও দেখা গিয়েছিল ওমিকে। এই মুহূর্তে বেশকিছু বাংলা ছবিতেও তিনি অভিনয় করছেন। কিন্তু শ্যুটিং শেষ না হওয়া পর্যন্ত সেই বিষয়ে কথা বলতে চাইছেন না। আর খনা অর্থাৎ ঐন্দ্রিলার সঙ্গে কতটা বন্ধুত্ব হয়েছে ওমির? ‘ঐন্দ্রিলা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ওর সিরিয়ালের অভিজ্ঞতা অনেক বেশি। ওর অগণিত ফ্যান। তবে সেটা ও আমাকে কখনও বুঝতে দেয়নি। ধরাবাহিক আমার কাছে নতুন মাধ্যম। আর ঐন্দ্রিলা আমাকে অনকেটাই সাহায্য করছে’ স্পষ্ট বক্তব্য ওমির।