Bartaman Patrika
চারুপমা
 

ঘিরে থাক
বাঙালিয়ানা 

সময় যতই খারাপ যাক, উৎসবের দিনগুলো কি ভুলে থাকা যায়? শ্যুটিংয়ের শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে চারুপমার জন্য নানা সাজে ধরা দিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। লিখেছেন অন্বেষা দত্ত।

এমনিতে বাঙালি পোশাকে সাজতে খুবই ভালোবাসেন তিনি। জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী নিজেই জানালেন সেকথা। চারুপমার পুজো স্পেশাল শ্যুটের জন্য যে ধরনের কালেকশন সাজিয়েছিলাম আমরা, তার মধ্যে সিল্ক শার্ট, কুর্তা চুড়িদার এবং ধুতি পাঞ্জাবি সবই ছিল। তিন ধরনের পোশাকই তাঁর মনে ধরেছে বলে জানিয়েছেন অর্জুন। তবে কাজের ব্যস্ততায় তাঁকে ওয়েস্টার্ন ওয়্যার বেশি পরতে হয়। ‘কারণ জিনস শার্ট বা টি শার্ট পরে অনেক আরাম,’ বললেন ‘গুপ্তধনের সন্ধানে’ সোনাদার দুষ্টু সঙ্গী। আরামের জন্যই খাদির শার্টটি তাঁর বেশ লেগেছে। এর সঙ্গে বললেন, পুজোর সময়টা অবশ্যই স্পেশাল। তাই এ সময় ধুতি পাঞ্জাবি মাস্ট। তাঁর কথায়, ‘ট্র্যাডিশনাল পোশাক সবচেয়ে বেশি স্টাইলিশ।’
পুজোয় এবার কী করার ইচ্ছে আছে? অর্জুন বললেন, ‘পুজোয় সে অর্থে কোনও প্ল্যান ঠিক করা থাকে না। এই সময় আমি বাইরে বেরতে খুব পছন্দ করি না। কমপ্লেক্সের পুজোয় যাওয়ার চেষ্টা করি। আর পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে ঘরোয়া আড্ডা দেওয়া তো আছেই। এটা ছাড়া মাঝেমধ্যে গাড়িতে করে একটু ঘুরে আসি। ছোটখাট পুজোগুলো বাইরে থেকে দেখার চেষ্টা করি।’ তাঁর নিজের কাজের ধরন যা, তাতে আলো-শব্দ সবই অনেকটা সময় জুড়ে থাকে। তাই অর্জুন বলেন, ‘পুজোর মধ্যে আর ওগুলো পছন্দ হয় না। ভিড়ভাট্টা এড়িয়ে চলতে ভালোবাসি।’ এবারের পুজোয় কী প্রার্থনা করবেন দশভুজার কাছে? তিনি বললেন, ‘মানুষ আনন্দ করুন। সেটা দেখতে সবসময়েই ভালো লাগে। কিন্তু মহামারীর সময়টা যে আমরা পেরিয়ে যাইনি, সেটা মনে রাখতে হবে। মাস্ক পরে ঠাকুর দেখা অসম্ভব কিছু তো নয়। তাই সবাই সেটা মেনে চললে খুব ভালো হয়। কোভিড প্রোটোকল এবং হাইজিন মেনে যদি সকলে চলেন, তাহলে সেটা আমাদের প্রত্যেকের জন্যই ভালো। সেভাবেই স্বাভাবিক জীবনে দ্রুত ফেরার কথা ভাবতে পারি আমরা।’
অর্জুনের পছন্দের খাদির সিল্কের প্রিন্টেড শার্টটির মতো আরও নানা ডিজাইনে পুরুষদের শার্ট পাঞ্জাবি কুর্তা ফতুয়া পেয়ে যাবেন খাদি ইন্ডিয়ায়। সংস্থার তরফে অশোক সাহা জানালেন, হাফ বা ফুল স্লিভ শার্ট কটন, সিল্ক এবং মসলিনে (ফাইন কটন) পেয়ে যাবেন। সিল্কের মধ্যে প্রিন্টেড পাবেন। সুতির মধ্যে একরঙা শার্ট পাবেন। কটনের শার্ট শুরু ৩৫৭ টাকা-৭৫০ টাকা। আর সিল্কের মধ্যে শার্ট পাবেন ১২০০-২০০০ টাকার মধ্যে। পাঞ্জাবি ও কুর্তাও কটন এবং সিল্ক দুইয়ের মধ্যে পাবেন। কটন পাঞ্জাবির দাম শুরু ৫২০-এক হাজারের মধ্যে। সিল্কের পাঞ্জাবি ১৫০০-৩০০০ টাকার মধ্যে পাবেন। এতে যেমন প্লেন ডিজাইন আছে, তেমনই প্রিন্ট ও কাঁথাকাজের মধ্যে রয়েছে। সিল্কে রয়েছে বাটিকও। এছাড়া বাড়িতে পরার মতো হাফ হাতা ফতুয়াও পাওয়া যাচ্ছে। এর সঙ্গে স্টাইল কোশেন্ট বাড়াতে আছে জহর কোট— সিল্ক এবং কটনের মধ্যে পাবেন। এগুলি মূলত একরঙা।  
পিওর তসরের কাজ করা নজরকাড়া পাঞ্জাবিটি অর্জুন বেছে নিয়েছিলেন রেনি থেকে। মেরুন এক্সক্লুসিভ পাঞ্জাবিতে সাইড নেকলাইনে মাল্টিকালারড এমব্রয়ডারি কাজ রয়েছে, যা পুজো বা অন্য যে কোনও অনুষ্ঠানে পরার জন্য খুব মানানসই। এবার পুজোয় রেনিতে পুরুষদের জন্য আছে আরও আকর্ষণীয় পাঞ্জাবির সম্ভার। দোকানের তরফে জানা গেল, এখানে প্রতিটি পোশাকই ফ্যাশন ডিজাইনারা তৈরি করে দেন। ইনহাউস ডিজাইন ও নিজস্ব প্রোডাকশন হওয়ায় প্রতিটি  পোশাক অভিনব ও অনন্য। এছাড়া পাবেন কটন সিল্ক স্লাবের এক্সক্লুসিভ পাঞ্জাবি, যার মধ্যে কোনওটায় অলওভার নানারকম নকশায় কাঁথাস্টিচের কারুকার্য, কোথাও অল্প কাজ। এছাড়াও বিভিন্ন স্টাইলিশ কাটের এমব্রয়ডারি পাঞ্জাবিও রয়েছে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এগুলো বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। দাম শুরু ২১৯৫ টাকা থেকে। পাশাপাশি একরঙা পাঞ্জাবিতে অ্যাসিমেট্রিক কাট এখন ফ্যাশনে ইন। নানারকম বোতামের ব্যবহার এগুলোর লুক আরও স্মার্ট করে তুলেছে। এগুলো জিনসের সঙ্গে পরা যায় বলে তরুণদের মধ্যেও খুব জনপ্রিয়। রয়েছে কটন ইক্কতের নানারঙা ক্যাজুয়াল পাঞ্জাবি। এগুলো কাচা ধোয়াও যেমন সহজ, তেমনই সব ঋতুতেই পরা যায়। ক্যাজুয়াল পাঞ্জাবির দাম ১২২৫ টাকা থেকে শুরু। মেটেরিয়াল হিসেবে কটন, লিনেন ছাড়াও উৎসবের কথা ভেবে তসর, ভাগলপুরি ও কটন সিল্কের ব্যবহার করা হয়েছে পোশাকে। তাতে থাকছে রকমারি প্রিন্ট, উইভিং টেক্সচার ও অভিনব এমব্রয়ডারি। বিভিন্ন বয়সের মানুষের চাহিদার কথা মাথায় রেখে পাঞ্জাবি ছাড়াও এখানে পাওয়া যাবে কটন প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট। আজরখ, ইক্কত ও কলমকারি প্রিন্টের নকশা চোখে পড়ার মতো। এগুলো মাত্র ৭২৫ টাকা থেকে পাওয়া যাবে। রয়েছে জুট লিনেন ও কটন লিনেনের এথনিক জ্যাকেট যা পাঞ্জাবি বা শার্টের সঙ্গে পরলে ব্যক্তিত্বে এক অন্য মাত্রা যোগ করে। এগুলো সলিড কালার বা প্রিন্টেড দু’রকমই মিলবে। দাম শুরু ১৪৭৫ টাকা থেকে। রেনির শোরুম ছাড়াও পুজোর কালেকশন সংস্থার নিজস্ব ওয়েবসাইট (www.reneindia.com)-এ পাওয়া যাচ্ছে।
অর্জুনের পরনে যে কালো ধুতি পাঞ্জাবির সেটটি দেখছেন, সেটি বাগুইআটির শ্রী গোপাল পাঞ্জাবি মহলের। কটন গিছা কাপড়ে আড়ি কাজ রয়েছে পাঞ্জাবিতে। সঙ্গে হ্যান্ড ব্লক প্রিন্টেড ডুপিয়ান সিল্কের রেডিমেড ধুতি। এই ধুতি পরে চলাফেরা করতে কোনও অসুবিধা হয় না, জানালেন দোকানের কর্ণধার তপন দাস।  এবার পুজো উপলক্ষে কী কী কালেকশন ভালো চলছে, প্রশ্ন করেছিলাম তাঁকে। তপনবাবু বললেন, ‘মহামারীর জন্যই এ বছর বাজার খুব একটা ভালো নয়। তার মধ্যেই যতটুকু যা কেনাকাটি চলছে তাতে সুতির পাঞ্জাবির কদর বেশি।’ তিনি জানালেন, যেহেতু মানুষ এখন কমদামি জিনিস খুঁজছেন, তাই সাড়ে সাতশো থেকে শুরু হওয়া সুতির পাঞ্জাবি রাখছেন তাঁরা। আর গর্জিয়াস পাঞ্জাবির রেঞ্জেও দাম কিছুটা কমিয়ে দিয়েছেন তাঁরা। যেমন কালো ধুতি-পাঞ্জাবির সেটটি এখন পাওয়া যাচ্ছে ৪২০০ টাকার মধ্যে। আগে কিন্তু শুধু পাঞ্জাবির দাম ছিল ৩ হাজার টাকা। তাঁরা পোশাক বানাতে গিয়ে বুঝছেন কোভিড পরিস্থিতি কীভাবে কঠিন করে দিয়েছে কাজের গোটা প্রক্রিয়াটাই। তিনি জানালেন, পুজোয় অঞ্জলি দেওয়ার মতো সাদা ফতুয়া-পাজামার চাহিদা বরং রয়েছে। তাছাড়া আছে আর্ট ডুপিয়ান, আর্ট গিছা ইত্যাদি কাপড়ের উপরে নকশাকাটা পাঞ্জাবি। এগুলোর রেঞ্জ ২০০০-২৫০০-র মধ্যে। সাধারণ মানুষ সেগুলোই পছন্দ করছেন বেশি। 
গ্রাফিক্স : সোমনাথ পাল
মডেল: অর্জুন চক্রবর্তী  মেকআপ: অভিজিৎ পাল  ছবি: বিজয়া দত্ত
পোশাক: খাদি ইন্ডিয়া, দক্ষিণাপণ, 
যোগাযোগ: ৯৪৩৩২৪৫৬১২
শ্যুটিংস্থল: জে ডব্লু ম্যারিয়ট, কলকাতা
পাঞ্জাবি: রেনি, যোগাযোগ: ৯২৩০৫১৮৯৩৬
ধুতি-পাঞ্জাবি: শ্রীগোপাল পাঞ্জাবি মহল, বাগুইআটি, যোগাযোগ: ৯৮৩৬৫৯২৫৪৯
21st  August, 2021
তারা ঝিকমিক 
ল্যাকমে ফ্যাশন উইক

করোনা আবহ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সম্প্রতি মহাসমারোহে অনুষ্ঠিত হল ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২১’। মুম্বই থেকে লিখছেন দেবারতি ভট্টাচার্য। বিশদ

23rd  October, 2021
কী করে যে হাই হিল পরে
ঠাকুর দেখে জানি না!

কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি বছর ১৭ আগে। তবু পুজোর শহরকে তো মনে পড়েই। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সায়নী গুপ্ত কথা বললেন অন্বেষা দত্ত-র সঙ্গে। বিশদ

09th  October, 2021
চিরন্তন লাল-সাদা

পুজোর ফ্যাশনে আজ একটু চিরকালীন সাজসজ্জার ছোঁয়া। এ সাজ বাংলার সংস্কৃতির অঙ্গ। পৃথিবীর যে কোনও প্রান্তে এই সাজ চিনিয়ে দেয় বাঙালি নারীকে। পুরনো হয়েও তা আধুনিক। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

02nd  October, 2021
দুর্গার পাঁচালি

অপুর নয়, এ পাঁচালি দুর্গার। এক ছুটে কাশবন পেরিয়ে দুর্গাপুজোর আগে    ঘরের মেয়ে দুর্গা যাবে রেলগাড়ি    দেখতে। খুব চেনা থিম। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে অনেকেই কাজ করছেন অপু-দুর্গাকে নিয়ে। শাড়ির মোটিফে নানাভাবে উপস্থাপন করা হয়েছে তাদের।
বিশদ

02nd  October, 2021
নানা   শাড়ি সাজ

পুজোয় পরার শাড়ির কতই না রকম, কতই না বাহার। আজ রইল এ রাজ্যের বাইরের কয়েকটি  শাড়ির কথা। শাড়ি সত্যি ভালোবাসেন যাঁরা, সেই সমঝদারদের চোখে পড়বেই ভিন রাজ্যের শাড়ির ভিন্নতা। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

25th  September, 2021
জাঁকিয়ে
জাঁকজমক

পুজো পুজো ভাব তো এখন মন জুড়ে। চারূপমার পাতায় প্রতি সপ্তাহে উৎসবের সাজের সুলুকসন্ধান করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। অষ্টমীর সন্ধের কথা ভেবে এবার রইল জমকালো সাজের বাহার। লিখেছেন অন্বেষা দত্ত।
বিশদ

18th  September, 2021
পুরুষও 
ফ্যাশনদুরস্ত

উৎসবের সাজ কি শুধু নারীর? মোটেই না। আভিজাত্যে এখন আর পিছিয়ে নেই পুরুষের পোশাক। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

11th  September, 2021
ব্যাগ বাহার

পুজোর সাজ সম্পূর্ণ করতে চাই মানানসই অ্যাক্সেসরিজ।  গয়নাগাটি, ঘড়ি বা চুলের সাজের পাশাপাশি ম্যাচিং ব্যাগও দরকার। এই করোনাকালে ব্যাগের গুরুত্ব যে বহুগুণ বেড়ে গিয়েছে তাতে সন্দেহ নেই। এক্সট্রা মাস্ক, স্যানিটাইজার, স্প্রে ইত্যাদি রাখার জন্য বেরতে গেলেই ব্যাগ মাস্ট। বিশদ

11th  September, 2021
পুজো ধরা 
থাক ড্রেসে

শাড়ি বা কুর্তা ছেড়ে এখন ড্রেসেই বেশি স্বচ্ছন্দ মেয়েরা। অনেকে আবার পুজোর পোশাক হিসেবেও বেছে নিচ্ছেন ড্রেস। এই পোশাকের নকশা কোথায় কেমন? বিভিন্ন ডিজাইনারের সঙ্গে কথা বলে জানালেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

04th  September, 2021
স্টাইল স্টেটমেন্ট
হালকা গয়নায়

শাড়ি হোক বা ড্রেস কিংবা ওয়েস্টার্ন আউটফিট, সঙ্গে একটু গয়না তো লাগেই। বিশেষ করে পুজো পুজো ভাব যখন বাতাসে, তখন তো আর চুপ করে বসে থাকা চলে না। কোন শাড়ির সঙ্গে কোন দুলটা মানাবে, বা কোন ড্রেসের সঙ্গে লাগবে মানানসই নেকপিস, এসব আগে থাকতে ঠিক করে না রাখলে জম্পেশ সেলফি উঠবে কী করে? বিশদ

04th  September, 2021
আসছে পুজো সাজছি তাই

পুজোর আর ৪৩ দিন বাকি। এখন থেকেই সৌন্দর্য চর্চায় মন দিন। রুক্ষ চুল, খসখসে ত্বক, ট্যান ইত্যাদি তাড়াবেন কীভাবে? পরামর্শে ল্যাকমে বিউটি ইনস্টিটিউটের একটি টিম। তাঁদের সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

28th  August, 2021
সংগ্রহে রাখার মতো
আরামদায়ক তেলিয়া 

উৎসবের আমেজ আসি আসি করছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সাজলেন চারূপমার জন্য।  বিশদ

28th  August, 2021
ডায়েটে ত্বক তাজা ​​​​​

পুজোর আগে রূপরুটিনে খাওয়াদাওয়া কিন্তু নিয়মমাফিক হওয়া চাই। এমন খাবার চাই যা খেলে ত্বক কথা বলবে। জেল্লা বাড়বে মুখে। আর হাল্কা মেকআপেই আপনি হয়ে উঠবেন তিলোত্তমা। পুজোর বিশেষ খাওয়াদাওয়ার ধরন নিয়ে বিস্তারিত জানালেন কসমেটোলজিস্ট রশ্মি উইগে। তাঁর কথায়, উৎসবের মরশুমে খাওয়াদাওয়ায় অনিয়ম হয় প্রচণ্ড। তাই বিশেষ করে এই সময় ডায়েটে কয়েকটা সাধারণ নিয়ম মেনে চলা ভীষণ জরুরি।  বিশদ

28th  August, 2021
কাঁথা বাটিকের
যুগলবন্দি

পুজো উপলক্ষে বাটিক আর নকশি কাঁথার উপরে কাজ করেছেন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা। বাটিক বরাবরই বাংলার বিশেষত্ব, বললেন তিনি। কিন্তু বাটিকের চেনা মোটিফে বদল ঘটিয়ে কাজ করছেন এবার। আগে যেমন আলপনা জাতীয় নকশা ছিল বাটিকের চেনা ছবি। বিশদ

21st  August, 2021
একনজরে
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ধনতেরাস উপলক্ষে নিয়ে এল একগুচ্ছ অফার। সোনার গয়নায় প্রতি গ্রামে ২২৫ টাকা সাশ্রয়ের সুযোগ দেওয়া হচ্ছে সংস্থার তরফে। নগদ ১০০ টাকা ছাড়ের পাশাপাশি ১২৫ টাকার রুপো দেওয়া হবে। ...

তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল বসিরহাটে। মাটিয়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হরিদাস হালদার (২৬) বসিরহাট থানায় সিভিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত ছিলেন। ...

ফের মালদহে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে চোরাই মোবাইল সেট উদ্ধার হল। বুধবার রাতে ইংলিশবাজার থানার মহদিপুর স্থলবন্দরের বড় পার্কিং এলাকা থেকে ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইংলিশবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন। ...

দীপাবলির উপহার। স্বাধীনতার ৭৫ বছর পর পাইপলাইনের মাধ্যমে লাদাখের গ্রামে পৌঁছল পানীয় জল। মঙ্গলবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের মান-মেরাগ গ্রামে পানীয় জলের সংযোগ দেওয়া হয়। বৃহস্পতিবার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বদমেজাজ ও কঠিন ব্যবহারে ঘরে-বাইরে অশান্তি ও শত্রুতা। পেট ও বুকের সংক্রমণে দেহসুখের অভাব। কর্মে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী ২১/৭ দিবা ২/১০। পুষ্যা নক্ষত্র ১৪/৪৮ দিবা ১১/৩৮। সূর্যোদয় ৫/৪৩/৮, সূর্যাস্ত ৪/৫৭/৪৪।  অমৃতযোগ দিবা ৬/২৮ মধ্যে পুনঃ ৭/১৩ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩১ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
১১ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী দিবা ৯/১৬। পুষ্যা নক্ষত্র  দিবা ৮/১০। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৪/৫৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৫ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১০ গতে ৯/৪৬ মধ্যে। 
২২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পাকিস্তানের

11:42:00 PM

টি২০ বিশ্বকাপ ২০২১ : পাকিস্তান : ১২২/৪ (১৭ ওভার)

10:55:43 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৭৫/১ (১১ ওভার)

10:21:48 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৩১/১ (৫ ওভার)

09:49:25 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৪৮ রান

09:45:03 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তান ৯৩/৬ (১৫ ওভার)

08:49:51 PM