অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
কোনও সন্দেহ নেই, এই চাহিদা রাজ্যবাসীরও। কেননা, বহু হাসপাতালে গিয়ে রোগীরা নির্দিষ্ট ডাক্তারের দেখা পান না। এই ঘটনার একমাত্র কারণ ডাক্তারের সঙ্কট নয়, বহু ক্ষেত্রেই দেখা যায়, কোনও কোনও হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার আছেন কেবল খাতাকলমেই। সরকারি ক্ষেত্রে, বাস্তবে তাঁর সাক্ষাৎ রোগীরা পান না দিনের পর দিন। কিন্তু তাঁদের দিব্যি দেখা মেলে কোনও কোনও প্রাইভেট চেম্বারে কিংবা হাসপাতাল/ নার্সিংহোমে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তা সরকারি হাসপাতালের ডিউটি আওয়ারেই! ‘প্রাইভেট প্র্যাকটিস করি না’ জানিয়েও অনেক সরকারি ডাক্তার লুকিয়ে চুরিয়ে নিজস্ব চেম্বার চালান, পাশাপাশি অম্লান বদনে হাত পেতে নেন মূল বেতনের ১৫ শতাংশ ‘নন প্র্যাকটিসিং অ্যালাউন্স’। সিনিয়রিটি ভেদে সেই অর্থের অঙ্ক মাসে ১৬-২২ হাজার টাকা! অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি ও অন্যান্য শাখার শিক্ষক চিকিৎসকদের প্রায় সকলেই ‘নন প্র্যাকটিসিং অ্যালাউন্স’ নেন। কিন্তু এঁদেরও অন্তত ২০-৩০ শতাংশ চুটিয়ে বেসরকারিভাবে রোগী দেখেন। আর মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থো, শিশুরোগসহ ক্লিনিক্যাল বিষয়ের শিক্ষক চিকিৎসকদের ৮০-৯০ শতাংশই ওই ভাতা নেন না এবং প্র্যাকটিস করেন, আর তা চলে মূলত ডিউটি আওয়ারে।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে স্বাস্থ্যদপ্তরটিও তাঁর নিজের হাতে রেখেছেন। তাঁর সরকারের কাছে অগ্রাধিকার ক্ষেত্রগুলির শীর্ষেই রয়েছে স্বাস্থ্য। সরকারি স্বাস্থ্য পরিষেবার হাল ফিরিয়ে তাকে জনমুখী করে তোলাই স্বপ্ন তাঁর। তিনি ‘কর্ণেন পশ্যতি’ নীতির মানুষ নন, সবটাই চর্মচক্ষে যাচাই করে নেওয়ার পক্ষপাতী। এজন্য কলকাতাসহ রাজ্যজুড়ে অসংখ্য হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন। এছাড়া সারা রাজ্যে রয়েছে তাঁর ব্যক্তিগত নেটওয়ার্ক—তাঁর ‘সোর্স’ নানা প্রান্তের সাধারণ মানুষ। সহজ অনুমান এই যে, এই দুইয়ের ভিত্তিতেই মানবিক সিদ্ধান্তটি তিনি নিয়েছেন এবং স্বাস্থ্যদপ্তরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। নবান্ন সূত্রে বলা হয়েছে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা চেয়েছেন ডাক্তাররাই, সেই লক্ষ্যেই সরকারের এই অনবদ্য পদক্ষেপ। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম মনে করেন, ‘সংশ্লিষ্ট ডাক্তাররা এই নির্দেশ অবশ্যই মেনে চলবেন।’ গেল গেল রব তুলে দেওয়া সহজ। কিছু মানুষ এটাই করেন নানা সময়ে। তাঁদের মধ্যে ডাক্তার এবং ওই কমিউনিটির কিছু লোকও আছেন। সন্দেহ জাগে, স্বাস্থ্যদপ্তরের ভূমিকাকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিতভাবে তা করা হয় না কি? খারাপ বা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে আন্তরিক হলে সবার আগে ডাক্তার এবং তাঁদের কমিউনিটির সকলকেই সরকারের এই মানবিক সিদ্ধান্তের পক্ষে থাকতে হবে। এই নির্দেশ নিজেরা অবশ্যই পালন করবেন এবং যাঁরা পালন করছেন না বা চাতুরির আশ্রয় নিয়ে লঙ্ঘন করছেন, তাঁদের চিহ্নিত করতেও সাহায্য করবেন তাঁরা। এই ব্যাপারে বাম চিকিৎসক সংগঠনের ইতিবাচক প্রতিক্রিয়াই প্রত্যাশিত ছিল, কিন্তু তা মেলেনি। তাহলে কি এটাই ধরে নিতে হবে, বামেদের জনদরদ নিছকই লোক দেখানো?