অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিজাপুর-সুকমা জেলার সীমানায় মাওবাদী দমন অভিযানে গিয়েছিল বাহিনী। দলে ছিল তিন জেলার ডিআরজি, কোবরার পাঁচটি ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়ান। জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। প্রত্যাঘাত করে বাহিনীও। তাতেই নিকেশ ১২ মাওবাদী। ঘটনাস্থল থেকে একটি এসএলআর সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ২০২৬ সালে ৩১ মার্চ। এই তারিখের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্য নিয়েছে মোদি সরকার। সেই লক্ষ্যে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে ৪ জানুয়ারি অভিযান শুরু করে বাহিনী। এই নিয়ে জানুয়ারি মাসে ২৬ মাওবাদীকে নিকেশ করতে সক্ষম হল বাহিনী।