অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
২০২৩ সালের ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। সেখানে ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এবার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প। অর্থাৎ, নবম দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ কিনতে আগ্রহীরাও আবেদন জমা করতে পারবেন। প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
জানুয়ারির শেষে দুয়ারে শিবির আয়োজনের জন্য প্রশাসনিক বৈঠক থেকে নবান্নের শীর্ষ কর্তাদের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আসন্ন দুয়ারে সরকার শিবির নিয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার ও ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রতিদিনই চলবে এই শিবির। জানা গিয়েছে, এই শিবির নিয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটেয় প্রত্যেক জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যসচিব মনোজ পন্থ। খাদ্য, স্বাস্থ্য, কৃষি, আদিবাসী উন্নয়ন, সমাজ কল্যাণ, অর্থ সহ ১৮টি দপ্তরের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে এবারের দুয়ারে সরকার শিবিরে। ফলে এই সমস্ত দপ্তরের সচিবরাও বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর। আবেদন জমা নেওয়া ছাড়াও প্রত্যক ক্যাম্পে স্বাস্থ্য শিবির, আইনি পরামর্শ, পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা করতে ‘আমার কর্ম দিশা’ শিবিরের আয়োজন করারও নির্দেশ দেওয়া হয়েছে।