অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
বানের কারণে জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২৪ সালের ৩০ মার্চ শিবপুর নাজিরগঞ্জ ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে নাজিরগঞ্জের পরিষেবা চালু হলেও শিবপুর-চাঁদপাল ফেরি সার্ভিস এখনও চালু হয়নি। এই ফেরি সার্ভিস চালু করা নিয়ে একাধিকবার রাজ্যের কাছে লিখিত আবেদন জানান সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মামলাকারীর তরফে দাবি করা হয়, ওই ফেরি সার্ভিসের মাধ্যমে নবান্ন থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের অনেক কর্মী উপকৃত হতেন। এছাড়াও বহু নিত্যযাত্রী ওই ফেরি পরিষেবায় উপকৃত হতেন। কিন্তু জেটি ভেঙে যাওয়ার পর তা সারানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।