অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছিল। বাড়ির সামনের রাস্তা খুব সংকীর্ণ। এমন একটি জায়গায় বহুতল নির্মাণের অনুমতি পুরসভা কীভাবে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর এলাকায় তৈরি হচ্ছে এই চারতলা বাড়িটি। প্রতিদিন জোরকদমে কাজ চলছে। অভিযোগ, বাড়ি তৈরি করতে বিস্তর অনিয়ম হয়েছে। নির্মাণকাজ যে ভাবে হচ্ছে তাতে যে কোনও মুহূর্তে আরও বড়সড় বিপত্তি ঘটতে পারে। সে আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার দুপুরে অগঠন ঘটল। এদিন চারতলার উপর চলছিল নির্মাণ কাজ। সে সময় আচমকা ভেঙে পড়ে চারতলার একাংশ। রাজু দাস, সৌমেন দে নামে দুই স্থানীয় বাসিন্দা বলেন, ‘প্রথম দিন থেকেই ঝুঁকি নিয়ে বাড়ি তৈরি হচ্ছিল। কয়েকদিন আগে প্লাস্টার ভেঙে পড়েছিল। এদিন বাড়ির একাংশ ভেঙে পড়ল। ভেঙে পড়ার কিছুক্ষণ আগেই শিশুরা বাড়ির পাশের রাস্তায় খেলাধুলো করছিল। বড়সড় বিপত্তি ঘটে যেতে পারত। দীর্ঘদিন ধরে নিয়ম না মেনে বাড়িটি তৈরি হচ্ছে। প্রশাসনকে বারবার জানানো হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। এবার অন্তত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।’ পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, ‘বিষয়টি শুনেছি। এ নিয়ে পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে। শুক্রবার বিষয়টি খতিয়ে দেখা হবে।’