অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
এদিন বিচারভবনের ইডির বিশেষ আদালতের বন্ধ এজলাসে দীর্ঘসময় ধরে চলে এই মামলার শুনানি। আদালত সূত্রের খবর, এদিন এই মামলায় দুই ব্যবসায়ী সাক্ষ্য দেন। পরবর্তী শুনানি ২০ জানুয়ারি। এদিন জেল থেকে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির করা হয় পার্থ এবং অন্য ধৃতদের। হাজির ছিলেন জামিনপ্রাপ্ত অর্পিতারাও। তবে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ হাসপাতালে ভর্তি। চার্জগঠনের দিন ভার্চুয়াল শুনানিতে অংশ নেন তিনি। কিন্তু এদিন তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি ভার্চুয়াল শুনানিতেও অংশ নেননি। জানালেন তাঁর কৌঁসুলি সোমনাথ সান্যাল।
আদালত সূত্রের খবর, মোট অভিযুক্ত ৫৪ জন, রয়েছে একাধিক কোম্পানিরও নাম। চার্জগঠন প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্তদের বলেন, আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি শুনানি চালানোর পক্ষে যথেষ্ট। তখন পার্থ‑অর্পিতা এবং অন্য সকল অভিযুক্ত ব্যক্তিগতভাবে দাবি করেন, ‘আমি নির্দোষ’।