অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
বুধবারই একসঙ্গে দুই মুখ্যমন্ত্রী দিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রোড শো করেছেন। উত্তরাখন্ড ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের সেইসব বিধানসভা কেন্দ্রে প্রচার করতে দেখা গিয়েছে যেখানে ওই সব রাজ্যের বাসিন্দাদের প্রভাব বেশি। একইভাবে দিল্লির ভোট যেহেতু অনেকটাই নির্ভর করে পূর্বাঞ্চলীদের উপর, তাই উত্তরপ্রদেশ ও বিহারের নেতামন্ত্রীদেরও আনা হবে। তাঁদের মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণ যোগী আদিত্যনাথ। তিনি একদিকে বিজেপির স্টার প্রচারক। আবার অন্যদিকে পূর্বাঞ্চলী। অতএব তাঁকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে দিল্লিতে প্রচার করতে। বস্তুত নরেন্দ্র মোদির কাছে দিল্লি যথেষ্ট বড় চ্যালেঞ্জ। এবারও যদি বিজেপি জয়ী হতে না পারে, তাহলে মোদির শাসনকালে আর দিল্লি দখল হল না ধরে নেওয়া হবে। এই কারণেই মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বিজেপি ও সংঘ।