অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজ ৭৫ বছরে পা দিয়েছে। ইউরোপিয়ান কোম্পানির তৈরি বিল্ডিং রয়েছে এই কলেজের অধীনে। ওই ভবন যাতে হেরিটেজ স্বীকৃতি পায়, তারও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তিনি বলেন, হেরিটেজের বিষয়টি নিয়ে এর আগে আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। এখনও কোনও উত্তর পাইনি। এবার আমরা রাজ্য সরকারকেও জানাতে চাইছি। তবে কলেজ ক্যাম্পাসের ভোলবদল হলেও ঢোকার মুখে বেহাল রাস্তা যে তাঁদের যথেষ্টই বিড়ম্বনায় ফেলছে তা স্বীকার করে নিয়েছেন কলেজের অধ্যাপকরা। তাঁরা বলেন, পুরসভার কাছে আমরা ইতিমধ্যেই ওই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি।
উত্তরবঙ্গে নানা জনজাতির বাস। তাদের পোশাক, বাদ্যযন্ত্র থেকে ব্যবহার করা নানা সামগ্রী দিয়ে একটি মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে পিডি উইমেন্স কলেজ। পাশাপাশি অতীতে বিজ্ঞানের ল্যাবরেটরিতে যেসব সরঞ্জাম ব্যবহার হতো, এখন আর সেগুলি হয় না। ওইসমস্ত সামগ্রী দিয়ে আরএকটি আলাদা মিউজিয়াম তৈরির ভাবনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের। অধ্যক্ষ বলেন, প্রাক্তনীদের অনেকের সঙ্গে কথা হয়েছে। তাঁরা নিখরচায় কলেজের ছাত্রীদের স্পোকেন ইংলিশ ও ক্লাসিক্যাল ডান্স শেখাতে রাজি। চলতি সপ্তাহ থেকেই আমরা চালুর চেষ্টা করছি। বর্তমানে এই কলেজে স্নাতকোত্তর কোনও বিষয় পড়ানো হয় না। কর্তৃপক্ষের অবশ্য দাবি, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর আপ্রাণ চেষ্টা চলছে।
-নিজস্ব চিত্র।