Bartaman Patrika
সম্পাদকীয়
 

বিষদংশনের মোদিযুগ

ট্রেডিং ইকনমিক্স অনুসারে, ভারতে বেকারের সংখ্যা ৪৪.৮৫ মিলিয়ন। বেকারত্ব সম্পর্কিত অন্যান্য পরিসংখ্যানে তারা জানাচ্ছে, ভারতের বেকারত্বের হার গত জুন মাসে ছিল এইরকম—মহিলাদের মধ্যে ১৮.৫ শতাংশ। সংখ্যাটি জাতীয় গড়ের চেয়ে বেশি। অন্যদিকে পুরুষদের মধ্যে বেকারত্বের হার ছিল ৭.৮ শতাংশ। বয়স অনুসারে বেকারত্বের হার পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫-১৯ বছর বয়সিদের মধ্যে (১৮.৩ শতাংশ)। বেকারত্বের উচ্চ হারে তারপরেই  ২০-২৪ বছর বয়সিরা (১৭.৮ শতাংশ)। ২৫-২৯ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের হার ছিল ৭.৭  শতাংশ। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বেকারত্বের হার (২২ শতাংশ) ২০-২৪ বছর বয়সিদের মধ্যে ৷ গত জুন মাসে অঞ্চল অনুসারে বেকারত্বের শতাংশ হার ছিল গ্রামাঞ্চলে ৯.৩ এবং শহরাঞ্চলে ৮.৯। সাধারণভাবে ভারতে গ্রামাঞ্চলেই বেকারত্বের হার কম থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, বেকারত্বের উচ্চ হার থেকে গ্রাম ভারতও রেহাই পাচ্ছে না। গ্রামাঞ্চলে বেকারত্বের যন্ত্রণা শহরাঞ্চলকেও ছাপিয়ে গিয়েছে! গ্রামাঞ্চলে বেকারত্বে লাগাম দেওয়ার চেষ্টা করে কৃষিভিত্তিক বিভিন্ন কাজ। ওইসঙ্গে সংগত করে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)।
আর মোদি সরকার কোপ দিয়েছে সেখানেই। ফলে এই উলটপুরাণের দায় যে মোদি সরকারের নয়া অর্থনীতির, তা নিয়ে বিতর্কের অবকাশ কমই। এই নীতির সবচেয়ে বড় বলির নাম নিঃসন্দেহে বাংলা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। যেহেতু মোদি সরকারের ভ্রান্ত গেরুয়া নীতির সামনে সবচেয়ে বড় বাধা এখনও পর্যন্ত তাঁরাই, তাই তাঁদের সবক শেখাবার নামে বাংলার গরিব মানুষকে চরম বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বাংলায় মনরেগার টাকা বন্ধ ২০২১-এর ডিসেম্বর থেকে। ফলে পরবর্তী দু’বছরেও (২০২২-২৩, ২০২৩-২৪) বাংলার গরিব মানুষকে এই প্রকল্পে কোনও কাজ দেওয়া যায়নি। তার ফলে গ্রামবাংলার জন্য পরিকল্পিত ৬২ কোটি শ্রমদিবস নষ্ট হয় সেইসময়। এজন্য গরিব মানুষগুলোর সঙ্গে বঞ্চনার আর্থিক পরিমাণটাও ছিল বিশাল—২২ হাজার কোটি টাকা! তার সঙ্গে চলতি অর্থবর্ষে বঞ্চনার হিসেব যোগ করলে ক্ষতির পরিমাণটা আরও মস্ত। সম্পদ অনর্থক জমিয়ে রাখার বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে মনস্বী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পদকে তুলনা করেছিলেন দুর্গন্ধযুক্ত আবর্জনার সঙ্গে। তুলনাটা টাকার সঙ্গেও লাগসই। বস্তু হিসেবে টাকারও কোনও ক্ষমতা নেই, খামোকা জমিয়ে রাখলে তারা কিছু জায়গা দখল করে মাত্র। টাকার আসল শক্তি তার গতিশীলতায়—একটা টাকা যত বেশি হাত বদল করবে, তত বেশি লোকের প্রয়োজন মেটাবে, সৃষ্টি হবে তত বেশি উপযোগ। এটাই হল টাকার বৃদ্ধি। টাকার এই ‘ধর্মাচরণ’ থেকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে আগেই, এবার কি সারা ভারতের কপালেও এই দুর্ভোগ চাপিয়ে দেওয়ার মতলব জারি রয়েছে?
গভীর আশঙ্কা তৈরি করে দিয়েছে খোদ নীতি আয়োগ। দেশে মনরেগার প্রভাব নিয়ে তারা একটি স্বতঃপ্রণোদিত সমীক্ষা করছে। আশঙ্কাটি সেখান থেকেই। মনরেগা প্রকল্পটি মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করছে, সেটাই খতিয়ে দেখা হবে এই সমীক্ষায়। সমীক্ষা রিপোর্ট নেতিবাচক হলে নীতি আয়োগের সুপারিশ কী হবে? সেটিকে ঢাল করে মনরেগা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে না তো? এই সরকারের গরিব-মধ্যবিত্ত বিরোধী ভয়াবহ অর্থনীতির রেকর্ডই সংশ্লিষ্ট মহলকে তেমনটাই ভাবাচ্ছে। গ্রামীণ অর্থনীতির দুর্দশা কমাতে ২০০৬ সালে মনমোহন সিং সরকার চালু করেছিল মনরেগা। তার ইতিবাচক ফল মিলেছিল বেশ দ্রুত—কমতে শুরু করেছিল বেকারত্ব ও দারিদ্র্য এবং বেড়ে চলেছিল জাতীয় গড় আয়। তবুও জনসংখ্যার নীচের দিকের ২০ শতাংশের দুর্দশা আজও বর্তমান। তাই মনরেগার পরিধি বৃদ্ধির উপরেই গুরুত্ব আরোপ করার সুপারিশ করেন অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞদের একাংশ। আর ঠিক সেইসময়ই উল্টোপথে হাঁটা শুরু করে মোদি সরকার। ২০২১-২২ অর্থবর্ষ থেকে এই খাতের মোট খরচ কমতে শুরু করেছে। ২০২২-২৩ সালে এই খাতে খরচ করা হয়েছিল মোট বাজেটের মাত্র ১.৭৮ শতাংশ। অঙ্কটি বিগত এক দশকের ভিতরে সর্বনিম্ন! সেইসময় থেকেই এই প্রকল্প চালু রাখার ব্যাপারে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে গভীর সংশয় তৈরি হয়। অথচ আমরা জানি, মনরেগার মাধ্যমে শুধু স্থায়ী সম্পদই সৃষ্টি হয় না, দেশজুড়ে প্রান্তিক গরিব পরিবারগুলির জন্য সৃষ্টি হয় বিপুল কর্মসংস্থানেরও সুযোগ। এবার প্রকল্পটি বন্ধ হয়ে গেলে বঞ্চনার শিকার হবেন জনসাধারণ। এতদিন শুধু বাংলার মানুষকে ভাতে মেরেছে গেরুয়া প্রশাসন। এবার কি সারা ভারতের গরিব মানুষকেই ভাতে মারতে চাইছেন মোদিবাবুরা? এই আশঙ্কা সত্যি হলে বহুচর্চিত অমৃতকালই চিহ্নিত হয়ে থাকবে বিষদংশনের মোদিযুগ হিসেবে।
16th  October, 2024
কানাডা: অভিযোগ খণ্ডন জরুরি

২০২৩ সালের ১৮ জুন এক গুরুদ্বারের ভিতরেই গুলিতে নিহত হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে অঞ্চলে সে থাকত। কয়েক বছর আগে ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থীদের উপর্যুপরি বিক্ষোভ কর্সূচির নেপথ্যে ছিল এই হরদীপ। বিশদ

মাধবী তোমার কে হয়?

দেশে কি শেয়ার বাজার, সেবি ও কেন্দ্রীয় সরকার ত্রয়ীর ‘মনোপলি বাঁচাও’ সিন্ডিকেট কায়েম হয়েছে? তাদের লক্ষ্য কি—কেবল বাছাই করা কর্পোরেট, নির্দিষ্ট কোম্পানি এবং পছন্দের শেয়ারের জন্য মুনাফা নিশ্চিতকরণ? আর সেই নাফা ঘরে তুলবে কি ওই বিতর্কিত সিন্ডিকেটের সদস্যরাই?
বিশদ

31st  October, 2024
পুনর্বিন্যাস ও গেরুয়া কৌশল

চব্বিশের ভোটে নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করেছেন বটে, কিন্তু মন ভরেনি তাঁর। কেননা, বিজেপি এবং এনডিএ উভয়েরই আসন সংখ্যা উনিশের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তার ফলে ক্ষতি হয়েছে তাঁর দু’দিক থেকেই—সরকারে বিজেপি এবং মোদির একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে, অন্যদিকে লোকসভাতেও দুর্বল হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। বিশদ

30th  October, 2024
ধারাবাহিক বঞ্চনা

বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এই রোগের জন্ম অবশ্য কংগ্রেস আমলে। মোদি জমানায় বঞ্চনার ইতিহাস যেন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গ্রামীণ অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে যে সরকারি প্রকল্পগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রায় সব ক্ষেত্রেই তুচ্ছ অজুহাতে বছরের পর বছর টাকা দেওয়া বন্ধ রেখেছে দিল্লি। বিশদ

29th  October, 2024
কর্মনাশা সংস্কৃতি

কল্প কি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে? আশঙ্কাটি পুরনো। সেটি গভীর হচ্ছে ঘটনাক্রমে, যেন সিলমোহরও পড়ছে একের পর এক। আশঙ্কার কেন্দ্রে ‘মনরেগা’। দেশে এই আংশিক কর্মসংস্থান প্রকল্পের প্রভাব নিয়ে একটি স্বতঃপ্রণোদিত সমীক্ষা করছে নীতি আয়োগ।
বিশদ

28th  October, 2024
কেন এত টালবাহানা?

বছর শেষ হতে আর দু’মাস বাকি। তার মানে, এ বছরেও জনগণনার কাজ শুরুই হচ্ছে না! সরকারিভাবে এই নিয়ে কোনও ঘোষণা না হলেও সহজ পাটিগণিতের হিসাব বলছে, নভেম্বর মাসে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, রয়েছে ১৫টি রাজ্যের ৪৭টি আসনের উপ নির্বাচনও। বিশদ

27th  October, 2024
হিন্দুত্বের টোটকা!

মাঝে মাঝেই সুকৌশলে প্রসঙ্গটি উস্কে দেওয়া হয়। আবারও দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এবং আবারও সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের মূল কাঠামোর অংশ। বিশদ

26th  October, 2024
বাংলায় দ্রুত ফিরুক মনরেগা

রাজ্যের কয়েক কোটি গরিব মানুষের স্বার্থে বড় পদক্ষেপ করল নবান্ন। কেন্দ্রের দাবিমতো দিল্লিকে ফেরানো হল ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্প বা মনরেগার বিতর্কিত অংশের টাকা। রাজ্যের লাগাতার ও আন্তরিক চেষ্টাতেই ওই টাকা উদ্ধার হয়েছে। বিশদ

25th  October, 2024
হায় রে ‘স্বচ্ছ ভারত’!

স্বচ্ছতার আন্তর্জাতিক মাপকাঠিতে ভারত বরাবরই তলানিতে পড়ে আছে। কিন্তু কেন? এই প্রশ্ন করার দরকার হয় না আমাদের। কেননা, দেশজুড়ে রকমারি প্রতারণার বহর সম্পর্কে একটি বালকও অবগত। তবে বিস্ময়ের বাঁধ ভাঙছে প্রায় প্রতিদিনই। বিশদ

24th  October, 2024
স্বাস্থ্যকর স্বাস্থ্যব্যবস্থা

অবশেষে উঠল অনশন। রাজ্যের জুনিয়র ডাক্তাররা সোমবার রাতে তাঁদের টানা সতেরো দিনের এই অন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে মঙ্গলবারের সর্বাত্মক চিকিৎসা ধর্মঘটের ডাক। বিশদ

23rd  October, 2024
সেরা ‘পরিষেবা’

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে গত প্রায় তিন মাস ধরে উত্তাল রাজ্য। সিবিআইয়ের পেশ করা প্রথম চার্জশিটে একজন অভিযুক্তের নাম রয়েছে। বিশদ

22nd  October, 2024
সবার আত্মরক্ষার দাবি

২০২৪-২৫ সালের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ ৯০,৯৮৮ কোটি টাকা। এক দশকে বাজেট বরাদ্দের অঙ্ক ১৬৪ শতাংশ বেড়েছে জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশবাসীর হাততালি কুড়োবার কৌশল নিলেও সচেতন মানুষ তাঁর ডাকে সাড়া দিতে পারেননি।
বিশদ

21st  October, 2024
‘হে মোর দুর্ভাগা দেশ’

একটা করে সকাল হচ্ছে, আর লজ্জার মেঘে ঢাকা পড়ছে ভারতের আকাশ! কিন্তু লজ্জা নেই একমাত্র দেশের শাসকের! টানা তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১৪২ কোটি মানুষের সামনে ৭ লক্ষ কোটি ডলার অর্থনীতির গাজর ঝুলিয়ে রেখেছেন। ২০৪৭ সালের মধ্যে এ দেশ নাকি ‘উন্নত’ দেশের তকমা পাবে বলে খোয়াব দেখাচ্ছেন। বিশদ

20th  October, 2024
সীমাহীন ব্যর্থতা

প্রায় দশ দিন আগেই পূর্বাভাস দিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আম আদমির আরও একদফা সর্বনাশের পূর্বাভাস। তাঁর কথা মিলিয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার সেপ্টেম্বর মাসে পৌঁছেছে ৫.৪৯ শতাংশে। বিশদ

19th  October, 2024
বেচারা নকলনবিশরা

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার বাংলার মেয়েদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিল। মূলত গরিব মহিলাদের আর্থিকভাবে অধিক সনির্ভর করে তোলাই ছিল মুখ্যমন্ত্রীর এই অনবদ্য ভাবনার নেপথ্যে। প্রকল্পটি গৃহীত হওয়ার পর থেকে বেনিফিসিয়ারি বা সুবিধাপ্রাপকের সংখ্যা বেড়েছে ধাপে ধাপে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যাটি এখন ২ কোটি ১৬ লক্ষের কাছাকাছি।
বিশদ

18th  October, 2024
বেনিয়ার সরকার

বহু জরুরি ওষুধের দাম একধাক্কায় ৫০ শতাংশ বাড়তে চলেছে। এই দুঃসংবাদ পাওয়া গিয়েছে সোমবার। আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবিতে সিলমোহর দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। বিশদ

17th  October, 2024
একনজরে
সংবিধানের ৭৫ বছর উদযাপনে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে আওয়াজ জোরালো করবে তৃণমূল। বিজেপির শাসনকালে সংবিধানের উপর বারবার আঘাত আসছে, এই অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করবেন তৃণমূলের নেতারা। এমনই খবর মিলেছে জোড়াফুল শিবির থেকে। ...

সোনার দাম একলাফে অনেকটাই বেড়েছে। কিন্তু সোনা কেনার প্রতি আগ্রহ একেবারেই কমেনি। ধনতেরসে মালদহ জেলার সবস্তরের মানুষ সাধ্যমতো সোনা কিনেছেন। ধনতেরস উপলক্ষ্যে মালদহ জেলাজুড়ে ২০০ ...

চমকে ভরা আইপিএলের রিটেনশন তালিকা। গত মরশুমের অধিনায়ক ঋষভ পন্থকে রাখল না দিল্লি ক্যাপিটালস। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ছেড়ে দিল অধিনায়ক শ্রেয়স আয়ারকে। আগেই ঠিক হয়ে গিয়েছিল, নিলামেই ভাগ্য ঠিক হবে লোকেশ রাহুলের। ...

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের অঙ্কের শিক্ষককে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম শুভব্রত দত্ত। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় তার আদি বাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরের শাঁখারিপুকুর এলাকায় বরফকলের কাছে থাকে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ভেগান দিবস
১৫১২: সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেলেঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উম্মুক্ত করে দেয়া হয়
১৬০৪: উইলিয়াম শেক্সপিয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৬১১: উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডি টেমপেস্ট প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৮০০: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীকালে যার নাম হয় হোয়াইট হাউস)
১৮৫৮: ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে
১৮৬৪: পোস্ট অফিসের মাধ্যমে প্রথম মানি অর্ডার পদ্ধতি চালু
১৮৭৩: নাট্যকার দীনবন্ধু মিত্রের মৃত্যু
১৮৮০: কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু
১৯১৫: বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়ের জন্ম
১৯৫০: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫০: নোবেল জয়ী পদার্থবিদ রবার্ট লাফলিনের জন্ম
১৯৫৬: বাংলা ভাষা আন্দোলন (মানভূম) এর ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে
১৯৫৬: ভারতে রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ মোতাবেক মহীশূর রাজ্য বর্তমানে কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্যের আত্মপ্রকাশ ও পুনর্গঠন হয়
১৯৭৩: মহীশূর রা্জ্যের নাম বদলে কর্ণাটক হয়
১৯৭৩: অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের জন্ম
১৯৭৪: ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬১ টাকা ৮৪.৭০ টাকা
পাউন্ড ১০৭.৫২ টাকা ১১০.৪৫ টাকা
ইউরো ৮৯.৯৯ টাকা ৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা ৩১/২০ রাত্রি ৬/১৭। স্বাতী নক্ষত্র ৫৪/২৫ রাত্রি ৩/৩১। সূর্যোদয় ৫/৪৪/৫০, সূর্যাস্ত ৪/৫৫/৪০। অমৃতযোগ প্রাতঃ ৬/২৯ মধ্যে পুনঃ ৭/১৪ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৩/২৬ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৭ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১১ মধ্যে পুনঃ ৪/৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩৩ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৮ গতে ৯/৪৪ মধ্যে। 
১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা সন্ধ্যা ৫/৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৩/২৬। সূর্যোদয় ৫/৪৬, সূর্যাস্ত ৪/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৭/২৭ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৩৯ গতে ৯/১১ মধ্যে ও ১১/৫০ গতে ৩/২২ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৪৬ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
২৮ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রয়াত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল

11:39:32 PM

মুম্বইয়ের গোরেগাঁওতে একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

10:47:00 PM

হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি

10:25:00 PM

উত্তরপ্রদেশের সাদাতগঞ্জে একটি কারখানায় আগুন, অকুস্থলে দমকল

10:08:00 PM

জম্মু ও কাশ্মীরের উধমপুরের মারগানা জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড

09:48:00 PM

দিল্লির রঘুবারপুরায় একটি আবাসনে আগুন, অকুস্থলে দমকল

09:32:00 PM