প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিকে, পান্ডাপাড়া শেষবাতি ইয়ংস কর্নারের পুজো মণ্ডপে উঠে এসেছে গ্রামবাংলার ‘আস্ত সংসার’। অ্যালুমিনিয়ামের হাঁড়ি, থালা-বাসন থেকে হ্যারিকেন, মগ, বালতি, পুরনো সেলাই মেশিন, আলনা, মাটির উনুন, ঘুঁটে, ভাঙা দরজা, মলিন পর্দা, ভাঙা সাইকেল, ফুটো ছাতা, গামলা, টিনের ড্রাম, ফুলের সাজি, স্টোভ, বাঁশের বেড়া, টালির চাল মণ্ডপে উঠে এসেছে সবই। তাদের থিমের নাম ‘ভাত কাপড়’।
ইয়ংস কর্নার পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা জয়াশিস নন্দী বলেন, গ্রামাঞ্চলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে একজন স্বামী পরিত্যক্তা মহিলাকে কতটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে ভাত কাপড় জোগাড় করতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে মণ্ডপে। আর এটা করতে গিয়ে বর্তমান সময়ে শহরাঞ্চলে বাতিলের খাতায় চলে যাওয়া জিনিসপত্র যেমন ঘুঁটে, মাটির উনুন, টিনের চালের বাড়ি, স্টোভ, হ্যারিকেন কিংবা হ্যাজাক, পুরনো দিনের টেপ রেকর্ডারের মতো জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।
দর্শক টানছে জলপাইগুড়ির পান্ডাপাড়া দেশবন্ধুনগর প্রতাপ সঙ্ঘের পুজো। এবার তাদের প্ল্যাটিনাম জুবিলি। ৭৫ বছরের পুজোয় গড়ে তোলা হয়েছে রাজস্থানের মন্দির। আদরপাড়া আরাধনা ক্লাবের থিম ‘মাটির গল্প ইটের ছাদ’। অসাধারণ কারুকার্য করা মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। শহরের আদরপাড়া আরাধনা ক্লাবের মহিলা পরিচালিত পুজোয় মাঠজুড়ে পাহাড় বানিয়েছে শিশু-কিশোরের দল।