অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
পর্যটন মন্ত্রী বলেন, বিষ্ণুপুর মেলা রাজ্যের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় মেলা। এবার এই মেলায় আমি উদ্বোধক হিসেবে এসেছি। তবে আগামী বছর সঙ্গীত শিল্পী হিসেবে আসব। মন্ত্রী মলয়বাবু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী যে সব সরকারি প্রকল্প চালু করেছেন তার প্রচারের জন্য একাধিক মেলার আয়োজন করেছেন। সমবায় থেকে শুরু করে হস্তশিল্প, সঙ্গীত থেকে শুরু করে কৃষিবিভিন্ন ধরনের মেলা হচ্ছে। কৃষকরা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী তাঁদের জন্য কী বার্তা দিচ্ছেন। তা মেলার মাধ্যমে তাঁরা জানতে পারেন। ২০১১ সালের আগে এসব কিছুই ছিল না। গোটা দেশে যে কয়েকটি পুরনো শহর রয়েছে তারমধ্যে বিষ্ণুপুর অন্যতম। এখানে এত সুন্দর মেলা হয় তা শুনেছিলাম। এবার চাক্ষুষ করলাম।
মেলার উদ্বোধনের দিনেই ব্যাপক ভিড় হয়। উদ্বোধনের শোভাযাত্রায় আদিবাসী নৃত্য থেকে শুরু করে রনপা নৃত্য সহ বিভিন্ন স্কুল ও সংস্থার সদস্যরা অংশ নেন। ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। চারটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মোট ২৬৭টি সরকারি স্টল বসেছে। এখানে ৫০০-র বেশি হস্তশিল্পী তাঁদের শিল্পকর্ম নিয়ে বসেছেন। যামিনী রায়ের ছবির থিমে মেলা সেজে উঠেছে।