অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
মূলত মোতিঝিলের লাইট অ্যান্ড সাউন্ড ও সুরের ঝর্ণার টানেই পর্যটকরা ছুটে আসতেন। কিন্তু, গত পাঁচ বছর ধরে তা অকেজো হয়ে পড়ে রয়েছে। সুরের ঝর্ণা তিন বছর বন্ধ থাকার পর চলতি বছরের প্রথম দিকে চালু হয়। কিন্তু, সেটিও মাঝেমধ্যে বিগড়চ্ছে। ওয়াচ টাওয়ারের মাথায় চেপে পার্কের বিস্তীর্ণ এলাকা সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার প্রকৃতির শোভা দেখা যেত। গত চার বছর ধরে ওয়াচ টাওয়ারের প্রবেশ গেটে তালা ঝুলছে। বাচ্চাদের বিনোদন সামগ্রী ভেঙেচুরে পড়ে রয়েছে। পার্ক ঘুরে দেখতে সিনিয়র সিটিজনদের জন্য গলফ কার নষ্ট হয়ে পড়ে আছে। প্যাডেল বোটও বিকল হয়ে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। কারুতীর্থের ঘরগুলি ভাঙাচোরা, দরজায় তালা ঝুলছে। পার্কের চারিপাশে অধিকাংশ বাতি অকেজো। সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায়।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, যে সমস্ত জিনিসের জন্য পর্যটকরা ভিড় জমাতেন সেগুলি সমস্তই অকেজো হয়ে পড়ে আছে। সেই কারণে পর্যটকের সংখ্যা অনেকটাই কমেছে। অপর এক ব্যবসায়ী বলেন, পার্কে পর্যটকরা এসে হতাশ হয়ে ফিরে যান।
লালবাগের প্রবীণ বাসিন্দা মিজানুর শেখ বলেন, সন্ধ্যার পর লাইট অ্যান্ড সাউন্ড ও সুরের ঝর্ণা আট থেকে আশি, সকলকে মোহিত করত। সন্ধ্যার পর দর্শনার্থীদের ভিড় উপচে পড়ত। কিন্তু, এখন কোথায় কী!
কলকাতা থেকে পরিবার নিয়ে মুর্শিদাবাদ ঘুরতে এসেছিলেন ব্যাঙ্ককর্মী সৌমিত্র পাল। সারাদিন অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখে পড়ন্ত বিকেলে মোতিঝিলে এসেছিলেন। কিছুক্ষণ পরেই হতাশ হয়ে বেরলেন। সৌমিত্রবাবু বলেন, হাজারদুয়ারি ও মোতিঝিল দেখতেই ছুটি নিয়ে মুর্শিদাবাদ এসেছিলাম। কিন্তু, মোতিঝিল খুব হতাশ করল।
মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, প্রকৃতি তীর্থ বা মোতিঝিল মুর্শিদাবাদের পর্যটনে নতুন পালক জুড়েছিল। বেশ কিছুদিন ধরে অনেক বিনোদন সামগ্রী অকেজো হয়ে পড়ে রয়েছে। জেলা পর্যটন দপ্তর পার্কটিকে তার যৌবন ফিরিয়ে দিতে উদ্যোগ নিক।
লালবাগ মহকুমা শাসক বনমালি রায় বলেন, পার্কটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।