Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

লাভপুরের নীলকুঠিকে ঘিরে পর্যটন
কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের

সংবাদদাতা, শান্তিনিকেতন: লাভপুর থানার গুনুটিয়া গ্রাম সংলগ্ন ময়ূরাক্ষী নদীর তীরে জঙ্গলের মাঝে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরানো নীলকুঠি। যার প্রতিটি ইঁটে লুকিয়ে রয়েছে সেই সময়ের ইতিহাস। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ঐতিহাসিক এই স্থান। নীলকুঠি সংস্কার হলে জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র হয়ে উঠতে পারে এটি। তাই ইতিহাসবিদ থেকে শুরু করে স্থানীয় মানুষ, সবাই চাইছেন সরকার নজর দিক। বহু ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি আজ ধ্বংসের মুখে।
নীল চাষ, নীল বিদ্রোহ এই শব্দগুলি আমাদের পরিচিত। পরাধীন ভারতে ব্রিটিশরা জোর করে চাষিদের দিয়ে নীল চাষ করাত। হুকুম না মানলে চলত নির্মম অত্যাচার। সেই সময়ের ইতিহাস বহন করে বিভিন্ন জায়গায় আজও রয়ে গিয়েছে নীলকুঠি। তেমনই এক নীলকুঠি রয়েছে বীরভূমের লাভপুর থানার গুনুটিয়া এলাকায়। আগাছা ও জঙ্গলে ঘেরা ময়ূরাক্ষী নদীর তীরে রয়েছে সেই কুঠি। ইতিহাসের পাতা থেকে জানা গিয়েছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে জলপথে যাতায়াতের সুবিধার জন্য বীরভূমের এই গুনুটিয়া এলাকায় লাক্ষা, তুঁত, রেশম, নীল চাষ হতো। ১৭৭৫ সালে ব্রিটিশ বণিক এডওয়ার্ড হে লাভপুরে ময়ূরাক্ষী নদীর তীরে এই কুঠি তৈরি করেন। পরবর্তীতে হাতবদল হতে হতে ১৮০৮ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই কুঠি কিনে নেয়। আর সেই কুঠির দায়িত্ব দেয়া হয় জন চিপের হাতে। তারপর থেকেই এই কুঠিবাড়ির গুরুত্ব বাড়তে থাকে। জন চিপের হাত ধরেই গুনুটিয়া কুঠিবাড়ির ব্যবসায়িক প্রসার বাড়তে থাকে। ময়ূরাক্ষী নদীর পাড় বরাবর বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয় নীল চাষ। তারপর থেকেই গুনুটিয়ার এই কুঠি নীলকুঠি নামে পরিচিত হয়। কয়েক শতাব্দীর ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায়। মূল কুঠিবাড়ি সহ একাধিক গোলাবাড়ি, জন চিপের সমাধি, নজরদারির জন্য বড় বড় মিনার সবকিছুই জরাজীর্ণ। গুনুটিয়ার ঘন জঙ্গলের মধ্যেই নীল চাষের ইতিহাস চাপা পড়ে রয়েছে। তাই স্থানীয় বাসিন্দা ও ইতিহাসবিদদের দাবি, সরকার তথা প্রশাসন কুঠিটি সংস্কারের মধ্যে দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে তুলুক। প্রায় তিনশো বছরের পুরনো এই নীলকুঠি সংস্কার করা হলে তা আগামীতে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে আসবে।
ইতিহাসবিদতথা অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায় বলেন, বীরভূমে নীল ও রেশম চাষের প্রসার ঘটেছিল জন চিপের হাত ধরেই। তার জন্যই গুনুটিয়ার নীলকুঠি সমৃদ্ধ হয়। এগুলি সংস্কার করা হলে পর্যটনের অন্যতম জায়গা হতে পারে।গুনুটিয়া গ্রামের বাসিন্দা অভয় পাল, ধীরেন মণ্ডল বলেন, ছোট থেকে এই কুঠিবাড়ি দেখে আসছি। ধীরে ধীরে তা ভেঙে যাচ্ছে ও জঙ্গলে ঢাকা পড়ছে। ইতিহাস বাঁচাতে সরকার পদক্ষেপ নিলে ভালো হয়।

১৬ কোটি টাকা খরচে খানাকুলে
বাঁধ সংস্কারের উদ্যোগ সেচদপ্তরের

রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল খানাকুল-২ ব্লকের বিস্তীর্ণ এলাকা। বর্তমানে এলাকা থেকে জল নেমেছে। তারপরই ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে আরামবাগ সেচদপ্তর। ধান্যঘোরি গ্রাম পঞ্চায়েত এলাকার জেলে পাড়া ও মাইতি পাড়ায় ভেঙে যাওয়া বাঁধ পুনরায় তৈরির জন্য প্রায় ৪কোটি টাকা খরচ হবে। বিশদ

জুটশিল্পে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে 
কর্মসংস্থানের নয়া উদ্যোগ রাজ্যের

 

জুটশিল্পে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের নতুন উদ্যোগ নিল রাজ্য। বাংলার চটশিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশদ

মুলুটির রূপকার গোপালদাস
মুখোপাধ্যায় প্রয়াত

 

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আধুনিক মুলুটির রূপকার ও বিশিষ্ট লেখক গোপালদাস মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের মুলুটির নিজ বাসভবনে তিনি মারা যান।গোপালবাবু প্রথম জীবনে একজন সৈনিক ছিলেন। বিশদ

দলের নির্দেশ অমান্য করে নওদা পঞ্চায়েত
সমিতিতে অনাস্থার শুনানি

দলের নির্দেশ অমান্য করেই অনাস্থার শুনানিতে নওদা পঞ্চায়েত সমিতির ১৫জন সদস্য অংশগ্রহণ করলেন। বুধবার তাঁদের মহকুমা শাসকের দপ্তরে শুনানির জন্য ডাকা হয়েছিল। তাঁদের সঙ্গে বেশ কয়েকজন তৃণমূল কর্মী মহকুমা শাসকের দপ্তরে এসেছিলেন। বিশদ

মুর্শিদাবাদে কর্মাধ্যক্ষ ও সদস্যরাই
কাজের রূপরেখা ঠিক করবেন

মুর্শিদাবাদ জেলা পরিষদে সভাধিপতি না থাকায় কর্মাধ্যক্ষ ও সদস্যরাই বসে কাজের রূপরেখা ঠিক করবেন। শুক্রবার তাঁদের বৈঠকে বসার কথা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের সভাধিপতি বা সহ সভাধিপতি নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বিশদ

কজওয়ে জলমগ্ন, বিপাকে প্রায়
১২টি গ্রামের বাসিন্দা

জলমগ্ন কজওয়ে দিয়ে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে রোগীসহ তাঁর পরিবারের লোকরা পড়ে গেলেন জলে। রবিবার রাতে এমনই ঘটনা ঘটেছে আঙ্গারগড়িয়া পঞ্চায়েতে। তারপর আহত অবস্থায় রোগীকে মহম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বিশদ

সিউড়ি, মহম্মদবাজারে
তৃণমূলে যোগ

 

সিউড়ি-১ ও মহম্মদ বাজার ব্লকে প্রায় দু’হাজার বিজেপি ও সিপিএম সমর্থক তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি মহম্মদ বাজারের দু’টি পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি বদল করল ঘাসফুল শিবির। অঞ্চল দু’টি হল চরিচা ও আঙ্গারগড়িয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সিউড়ি-১ ব্লকের ভুরকুনা অঞ্চলের প্রায় পনেরশো বিজেপি ও সিপিএম সমর্থক তৃণমূলে যোগ দেন। বিশদ

এবার সাইকেলে ভারত
ভ্রমণে লালগোলার যুবক

 

দূষণমুক্ত পরিবেশের বার্তা নিয়ে বুধবার সকালে সাইকেলে ভারত ভ্রমণে বের হলেন লালগোলার নেতাজি মোড়ের বাসিন্দা বছর একুশের প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার। এদিন সকাল ছ’টায় বাবা-মায়ের আশীর্বাদ এবং লালগোলাবাসীর শুভেচ্ছা নিয়ে তিনি জঙ্গিপুরের পথে রওনা দেন। বিশদ

দুয়ারে সরকার: ফর্ম পূরণে এগিয়ে এল
বীরভূমের কন্যাশ্রীরা 

দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীদের ফর্মপূরণে সহায়তা করতে এগিয়ে এল কন্যাশ্রীরা। সেই সঙ্গে শিবির চত্বরেই মাতৃদুগ্ধ পান কক্ষ করে ফের নজির স্থাপন করল মুরারই ২ ব্লক প্রশাসন। বুধবার এই ব্লকের হিয়াতনগর হাই মাদ্রাসায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। বিশদ

বীরভূমে নদীভাঙন রুখতে ১০০ দিনের
কাজে ভেটিভার ঘাসের চাষ করছে প্রশাসন

নদী ভাঙন রুখতে ১০০দিনের কাজে ভেটিভার ঘাসের চাষ শুরু করল বীরভূম জেলা প্রশাসন। চলতি বর্ষার মরশুমে জেলার নদী লাগোয়া  গ্রামগুলিতে নদী ভাঙনের আশঙ্কায় দিন গুনেছিলেন বাসিন্দারা। যদিও এবার বর্ষায় খুব বড় ধরনের নদী ভাঙনের তেমন খবর মেলেনি। বিশদ

স্কুল খোলার দাবিতে আন্দোলন
 

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও লোকাল ট্রেন চালু করার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলায় আন্দোলনে নামল এসইউসির ছাত্র সংগঠন ডিএসও। এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে তারা। বিশদ

টিকা থেকে অ্যান্টিবডি কতটা তৈরি
হয়েছে জানতে সেরো সমীক্ষা

 

করোনার তৃতীয় ঢেউ আসার আগে একটা স্পষ্ট ধারণা পেতে সেরো সমীক্ষা শুরু করছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ। কলেজ অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, বিভাগের প্রধান পার্থসারথি শতপথির নেতৃত্বে একটি দল এই সমীক্ষা করবেন। বিশদ

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে দুয়ারে
সরকারের ক্যাম্পে পঞ্চায়েত প্রধান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্পে কোনও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না। তা সত্বেও বুধবার ঝাড়গ্রামের শালবনী গ্রাম পঞ্চায়েতের বিকাশ ভারতী স্কুলের দুয়ারে সরকার শিবিরে বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত প্রধান কল্পনা মাহাতর উপস্থিতি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিশদ

হলদিয়া থেকে বীরভূমগামী ৪৪০ বস্তা
সার ভর্তি লরি উধাও, তদন্তে পুলিস

হলদিয়া থেকে বীরভূমের রামপুরহাটে যাওয়ার পথে উধাও হয়ে গেল ৪৪০ বস্তা রাসায়নিক সার ভর্তি লরি। উধাও হওয়া সারের মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে পরিবহণ সংস্থার পক্ষ থেকে দুর্গাচক থানায় জানানো হয়েছে। লরি মালিক এবং চালক পলাতক। তাদের মোবাইল বন্ধ। বিশদ

Pages: 12345

একনজরে
একই বিষয় নিয়ে দুটি মামলা। প্রথমটির উল্লেখ না করেই দ্বিতীয়টি দায়ের করা হয়েছে। এমন অভিযোগে বাঁকুড়ার মেজিয়া এলাকা থেকে বেআইনি কয়লা তোলার দ্বিতীয় মামলাটি বুধবার খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। ...

‘তালিবানের সেবায় পাকিস্তান নিজেকে নিয়োজিত করেছে। তালিবদের কখনই চাপের মুখে পড়তে হয়নি। পাকিস্তানকে ওরা বেস হিসেবে ব্যবহার করেছে। নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা পাকিস্তানই তাদের সাহায্য করতে উঠেপড়ে লেগেছিল।’ ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...

দেশজুড়ে সরকারি সংস্থা বিক্রির কড়া সমালোচনা চলছে। তবু মোদি সরকার অনড়। সিংহভাগ ক্ষেত্রেই সরকারের উপস্থিতি যে কমিয়ে আনা হবে, সরাসরি একথা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার তিনি বলেছেন, দুটি ভাগে সরকারি সংস্থাকে বিভাজিত করা হচ্ছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM