Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

দুর্গাপুরে চিন্তন শিবিরের পর বিজেপির জনসভায় গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার 

সুমন তেওয়ারি, দুর্গাপুর, বিএনএ: দুর্গাপুরে চিন্তন বৈঠক থেকে জনসভা সবর্ত্রই প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। বৈঠক শেষ করার পর রবিবার প্রকাশ্য জনসভায় বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের জেঠতুতো দাদা মলয় উপাধ্যায় বিজেপিতে যোগদান করতেই কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, একাধিক বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় সরাসরি অভিযুক্ত এই নেতাকে কোনওমতেই মেনে নেওয়া হবে না। সভাস্থলেই শুরু হয়ে যায় চেয়ার ছোঁড়াছুঁড়ি, ব্যারিকেড ভাঙারও চেষ্টা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, এই কারণেই মঞ্চে হাজির হননি বাবুল সুপ্রিয়।
অন্যদিকে কেন্দ্রীয়, রাজ্যের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী ও এমপিদের উপস্থিতিতে দু’দিনের চিন্তন বৈঠকের দ্বিতীয়দিনে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বদলের দাবিতে বিক্ষোভ দেখান আদি বিজেপি কর্মীরা। এনিয়ে জেলা সভাপতির অনুগামীদের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধও বেধে যায়। দু’দিনের এই চিন্তন শিবিরে ২০২১সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে গিয়ে নিজেদের প্রকাশ্য কোন্দল গেরুয়া শিবিরের যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আয়োজিত হয়েছিল দু’দিনের চিন্তন বৈঠক। বৈঠক শেষে রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপস্থিতিতে জনসভা হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে বৃষ্টিবিঘ্নিত পরিবেশে সভা শুরু করে বিজেপি নেতৃত্ব। যদিও বেশিরভাগ শীর্ষ নেতৃত্ব সভাস্থলে অনুপস্থিত ছিলেন। কিন্তু, বৃষ্টি উপেক্ষা করেই বিজেপি কর্মী-সমর্থকরা সভাস্থলে হাজির হন। এরপর মলয় উপাধ্যায়কে বিজেপিতে যোগদান করানোর পরই সভার ছন্দপতন হয়। কর্মী-সমর্থকরা চরম ক্ষুব্ধ হয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ি এবং ব্যরিকেড ভাঙার চেষ্টা করেন।
বিজেপি কর্মী বিকাশ মণ্ডল, সুদীপ দাস, বাপ্পা মাঝিদের অভিযোগ, মলয়বাবু তৃণমূলের হয়ে বুথ দখল করেছেন। আমাদের কর্মীদের মেরেছেন। তাতে কারও চোখ নষ্ট হয়েছে, কারও পা ভেঙেছে। আমরা কোনওমতেই মানব না। এই যোগদান মানতে না পেরেই বাবুল সুপ্রিয় এখানে আসেননি।
অন্য঩দিকে, এই যোগদান দিয়ে তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, উনি বরাবরই সুবিধাবাদী। ওঁকে এলাকার বিজেপি কর্মীরাও চেনেন, তাই বিক্ষোভ দেখিয়েছেন।
যদিও মলয়বাবু বলেন, আমি বিজেপিতে যোগদান করায় ওঁদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই বিক্ষোভ দেখিয়েছেন। সাধারণ মানুষ আমাকেই চায়।
এনিয়ে বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, নিয়ম মেনেই যোগদান করানো হয়েছে। যদি কোনও ক্ষোভ থাকে তা মিটিয়ে নেওয়া হবে। আর বাবুল সুপ্রিয়র হুগলিতে কর্মসূচি রয়েছে বলেই তিনি হাজির হতে পারেননি। যদিও একদিন আগেই যোগদান নিয়ে সোশ্যাল সাইটে নিজের আপত্তি প্রকাশ করলেও এদিনের ঘটনা নিয়ে বাবুল সুপ্রিয়র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে, শুধু জনসভা নয়, বিজেপির চিন্তন বৈঠকেও বিতর্ক পিছু ছাড়ল না গেরুয়া শিবিরের। রবিবার সকাল থেকেই বিজেপির নেতা, মন্ত্রী, এমপিরা বৈঠকে যোগ দিতে হাজির হন বেসরকারি হোটেলে। সকাল থেকে ম্যারাথন বৈঠকও শুরু হয়। সংগঠিত দল বিজেপির সেই মহাগুরুত্বপূর্ণ বৈঠকের বাইরেও শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। আদি বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এমনকী, অবিলম্বে জেলা সভাপতির অপসারণ দাবি করেন। দু’বার বিজেপির টিকিটে পুরসভা ভোটে লড়াই করা পিন্টু সেন বলেন, জেলা সভাপতি তাঁদের কোনও বৈঠকের খবর দিচ্ছেন না। স্থানীয় কিছু হোটেল ব্যবসায়ী, কম্পিউটার দোকানের মালিকদের নিয়ে দল পরিচালনা করছেন। এমনকী, আর্থিক বেনিয়মের অভিযোগ তোলেন লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে। তাঁদের বাধা দিতে গেলে হোটেলের সামনেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর দফায় দফায় হোটেলের সামনে একই ঘটনা ঘটতে থাকে। নিজেদের মধ্যে অকথ্য গালিগালাজও চলে।
এব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি কর্মীরা এভাবে কখনও পার্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় না। এরকম করলে তাঁরা পার্টিতে থাকতে পারবেন না।
অন্যদিকে, শিল্পাঞ্চলে বৈঠক করতে এসে কেন্দ্রের বিলগ্নিকরণ নীতিকে সমর্থন করে দিলীপবাবু বলেন, যারা আজ আন্দোলন করছে, তারাই এই ক্ষতির জন্য দায়ী। তাদের আমলে কেন সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ল। সাধারণ মানুষের ট্যাক্সে কিছু মানুষকে পুষতে হবে এধরনের নীতিতে বিজেপি বিশ্বাস করে না। সরকার ব্যবসা করতে আসেনি। যেটা চলবে সেটা চালাবে। যেটা চলবে না সেটা না চালিয়ে বিকল্প ব্যবস্থা করবে।  
12th  August, 2019
রায়নায় শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী বধূ 

সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার বীরুপুর গ্রামে শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম রামা পোড়েল(২৪)। বর্ধমান থানার বহরপুরে তাঁর বাপেরবাড়ি। বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর একটি আড়াই বছরের ছেলে রয়েছে। রবিবার বিকেলে বাড়িতে তিনি কীটনাশক খান। 
বিশদ

কান্দিতে তৃণমূল নেতা খুনে ধৃত ২ 

সংবাদদাতা, কান্দি: কান্দি পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা জাহাঙ্গির শেখ খুনের ঘটনায় রবিবার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুরন্দরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুহাদ আলি ওরফে সৌদি ও মফিজুল শেখ। ধৃতদের বাড়ি ওই থানার গোঁসাইডোব গ্রামে।  
বিশদ

চালবোঝাই নৌকা উল্টে গেল কালনায় 

সংবাদদাতা, কালনা: সোমবার সকালে কালনা ফেরিঘাটে ভাগীরথীতে চালবোঝাই নৌকা উল্টে যায়। ফেরিঘাট কর্তৃপক্ষ অবশ্য এই দুর্ঘটনার জন্য চাল বহনকারীদের দায়ী করেছে। তাদের দাবি, অতিরিক্ত চালের বস্তা নিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।  
বিশদ

কান্দিতে বাইক চুরির অভিযোগে ধৃত যুবক

 

সংবাদদাতা, কান্দি: বাইক চুরির অভিযোগে রবিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিস। ধৃত যুবকের নাম আশিফ জারদারি। তাকে গোকর্ণ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।  
বিশদ

বড়ঞায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

 

সংবাদদাতা, কান্দি: রবিবার রাতে বড়ঞা থানার বড্ডা গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম তপতী দলুই(৪৮)। ওই গ্রামেই তাঁর বাড়ি।  
বিশদ

মারিশদায় একাধিক চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার 

সংবাদদাতা, কাঁথি: একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মারিশদা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পার্থ মণ্ডল। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। 
বিশদ

সাঁতুড়িতে রান্না ঘর থেকে অজগর উদ্ধার

 

সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার রাতে সাঁতুড়িতে এক ব্যক্তির রান্না ঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটির বয়স আনুমানিক পাঁচবছর হবে। সাপটি পাঁচ ফুটের মতো লম্বা ও ওজন প্রায় ১৩ কেজি হবে।  
বিশদ

রামপুরহাটে মোটরভ্যান উল্টে চালকের মৃত্যু 

সংবাদদাতা, রামপুরহাট: সোমবার দুপুরে রামপুরহাট থানার বেলে গ্রামের কাছে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তার উপর মোটরভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল লেট(১৯)।  
বিশদ

পাত্রসায়রে স্কুলছাত্রী আত্মঘাতী 

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার সকালে পাত্রসায়রের ডান্না গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। মৃতার নাম সুদেষ্ণা বৈরাগী(১৬)। তার বাড়ি ডান্না গ্রামেই। পুলিস জানিয়েছে, এদিন সকালে বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  বিশদ

ঝাড়গ্রামে শুভেন্দুর পদযাত্রায় নামল মানুষের ঢল 

বাংলা নিউজ এজেন্সি: শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে রবিবার রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূলের জঙ্গলমহলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর পদযাত্রায় ঢল নামল মানুষের।  বিশদ

12th  August, 2019
ইলিশের খোঁজ, আড়াই হাজার ট্রলার নিয়ে
সমুদ্রে পাড়ি দিলেন ২৫ হাজার মৎস্যজীবী 

শ্রীকান্ত পড়্যা, তমলুক, বিএনএ: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ কাটতেই গত দু’দিনে দীঘা উপকূলে দলে দলে মৎস্যজীবী ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিলেন। প্রায় আড়াই হাজার ট্রলার নিয়ে ২০-২৫হাজার মৎস্যজীবী সমুদ্রে রওনা দিয়েছেন বলে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।   বিশদ

12th  August, 2019
কিডনি জালিয়াতি চক্রের হদিশ, ২ জনকে গণপিটুনি 

বিএনএ, আসানসোল: কিডনি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে শনিবার দুর্গাপুরের কোকওভেন থানার শ্যামপুরে দু’জনকে গণপিটুনি দিয়ে পুলিসের হাতে তুলে দেন এলাকাবাসী। ঘটনার জেরে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।  বিশদ

12th  August, 2019
কাঁটাতার সংলগ্ন গ্রামে আর ফাটে না সাংকেতিক বোমা, চাষে ব্যস্ত সবাই
বহিরাগত চোরা কারবারিদের আশ্রয় নয়, পুরনো বদনাম ঝেড়ে ফেলতে শপথ নিয়েছে কাহারপাড়া 

সুখেন্দু পাল, কাহারপাড়া, বিএনএ: গ্রাম থেকেই দেখা যাচ্ছে কাঁটাতারের ওপারে বাংলাদেশের মাঠ-ঘাট। সীমান্তের এপারে বিএসএফের কড়া নজরদারি। ওয়াচ টাওয়ার থেকেও ওপারে নজর রাখছেন এপারের জওয়ানরা। তারই মাঝে নিজের নাম ঠিকানা লিখে মাঠে চাষ করতে যাচ্ছেন কৃষকরা। কেউ কেউ আবার পাট কেটে তা খালের জলে জাঁক দিতে ব্যস্ত। কাজ করার জন্য সাইকেল চালিয়ে দ্রুতগতিতে গ্রাম থেকে মাঠের দিকে ছুটে যাচ্ছে অল্পবয়সিরা। বিশদ

12th  August, 2019
হড়পা বানে ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কের কজওয়ের উপর জল, ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: হড়পা বানের জেরে রবিবার ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কের তারাফেনি নদীর কজওয়ের উপর দিয়ে জল বয়ে যায়। যার জেরে ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কে প্রায় ন’ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।   বিশদ

12th  August, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেদারে চুরি হচ্ছে জল। নির্বিকার প্রশাসন। বিধাননগর পুরসভার অন্তর্গত সুকান্তনগর সহ ৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডে এই সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। পুরসভা সূত্রের দাবি, এই অভিযোগ আরও কয়েকটি এলাকা থেকে মাঝেমধ্যে আসছে। তবে সুকান্তনগর এলাকা থেকে সর্বাধিক ...

সংবাদদাতা, গাজোল: সোমবার সকালে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়া গ্রামে অকেজো জলাধারটি সংস্কার করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এই পদক্ষেপে বাসিন্দারা খুবই খুশি হয়েছেন। এখন তাঁদের জলের আর সমস্যা হবে না।   ...

মালাপ্পুরম (কেরল), ১২ আগস্ট (পিটিআই): কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছিল। শুক্রবার বিকেলে এল বিপর্যয়। কেরলের পাহাড়ি এলাকা কোট্টাক্কুন্নুতে নামল বিরাট ধস। স্বামী সেই সময় বাড়ি ছিলেন না। দেড় বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলেন গীতু। হঠাৎ ধস। কাদা-পাথর ...

সৌম্যজিৎ সাহা, কলকাতা: এবার গ্রামাঞ্চলের ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবরেটরির পুরনো পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। নতুন যন্ত্রপাতি কেনা এবং পরিকাঠামো তৈরি করতে তারা অনুদান দেবে বলে ঠিক করেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,
১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম,
১৯৩৩- অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম,
১৯৪৬- ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু,
১৯৬৩- অভিনেত্রী শ্রীদেবীর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,১৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,১৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৭২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
12th  August, 2019

দিন পঞ্জিকা

২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/১৫ দিবা ১/৪৭। উত্তরাষাঢ়া অহোরাত্র। সূ উ ৫/১৬/২১, অ ৬/৭/৯, অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৭/৯ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১১/১৯ গতে ২/১৮ মধ্যে, বারবেলা ৬/৫২ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৪ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫৪ মধ্যে। 
২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/৩৩/১১ দিবা ১/৫২/৩৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/১৫/১৭, অ ৬/৯/২৫, অমৃতযোগ দিবা ৭/৫১ গতে ১০/২২ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩৪ মধ্যে ও ৩/২৪ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৬/৪০ মধ্যে ও ৮/৫৮ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩২ গতে ৩/৩ মধ্যে, বারবেলা ৬/৫২/৩ গতে ৮/২৮/৪৯ মধ্যে, কালবেলা ১/১৯/৭ গতে ২/৫৫/৫৩ মধ্যে, কালরাত্রি ৭/৩২/৩৯ গতে ৮/৫৫/৫৩ মধ্যে। 
মোসলেম: ১১ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। বৃষ: প্রেমে সার্থকতা আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ...বিশদ

07:03:20 PM

অপসারিত নদীয়ার জেলাশাসক পবন কাদিয়ান 
এক ডব্লুবিসিএস অফিসারকে ফোন করে হুমকি দেওয়ায় অভিযুক্ত নদীয়ার জেলাশাসক ...বিশদ

05:30:59 PM

বিধানসভার স্ট্যাঠন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন 
বিধানসভার মৎস্যা বিষয়ক স্ট্যাকন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। ...বিশদ

05:13:35 PM

টালিগঞ্জ থানায় হামলার ঘটনায় আটক ৪

04:48:00 PM

২৪ তারিখ থেকে ৩ দিন হাওড়ার বঙ্কিম সেতুতে যান নিয়ন্ত্রণ 
মেরামতির জন্য ২৩ আগস্ট সকাল ছ’টা থেকে ২৫ আগস্ট রাত ...বিশদ

04:15:05 PM