সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘বিধানসভা এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফেরার সময় সামনের দিক থেকে একটা লরি এসে আমার গাড়িতে ধাক্কা মারে। প্রথমে নিছক দুর্ঘটনা ভেবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বারংবার ওই লরিটি আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছিল। আমাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল। বেঁচে ফিরব ভাবতেই পারিনি।’ গোটা বিষয়টি নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ঘটনার সময় বিধায়কের নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গেই ছিল। গাড়িতেই বসেই সাবিত্রীদেবী ঘটনাটি আইসি এবং এসপিকে জানান। এরপর পুলিস এসে তাঁকে উদ্ধার করে। রাতেই বাড়িতে গিয়ে বিধায়কের সঙ্গে কথা বলেন ইংলিশবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ। লরিটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।