সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগও বৃদ্ধি করা হবে। শনিবার সাধারণ বাজেট পেশ হওয়ার পর বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা - দু’টো ক্ষেত্রেই বাজেট বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। উচ্চ শিক্ষায় এবার বাজেট বরাদ্দের পরিমাণ ৫০ হাজার ৭৭ কোটি ৯৫ লক্ষ টাকা। এই পরিমাণ গতবারের তুলনায় প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি। আইআইটিগুলোর জন্য অর্থ বরাদ্দের পরিমাণ ১১ হাজার ৩৪৯ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আইআইটিগুলোর জন্য বাজেট বরাদ্দ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এক্ষেত্রে এবার বাজেট বরাদ্দ হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউজিসি খাতে গতবারের থেকে প্রায় ৩৪ শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য ২০২৫-২৬ আর্থিক বছরে বাজেট বরাদ্দ হয়েছে ১৬ হাজার ৬৯১ কোটি ৩১ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১৫ হাজার ৯২৮ কোটি টাকা। শিক্ষামন্ত্রক জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ আর্থিক বছরে স্কুল শিক্ষা খাতে বাজেট বরাদ্দের পরিমাণ ৫ হাজার ৭৪ কোটি টাকা বেড়েছে। ২০২৫-২৬ আর্থিক বছরে স্কুল শিক্ষা খাতে বাজেট বরাদ্দ হয়েছে ৭৮ হাজার ৫৭২ কোটি টাকা। শিক্ষামন্ত্রকের দাবি, স্কুল শিক্ষা খাতে এটি সবথেকে বেশি বাজেট বরাদ্দ। বেড়েছে কেন্দ্রীয় বিদ্যালয় খাতে বাজেট বরাদ্দের পরিমাণও।